#মহাসপ্তমীর_সন্ধ্যায়_ঘুরতে_বেরিয়ে_দেখলাম --
১) তখন তোমার একুশ বছর বোধহয় , আমি তখন অষ্টাদশী ছোঁয়ায় । দুই জনে রিক্সায় ঠাকুর দেখতে বেরিয়েছে । একুশ বছর অন্যদিকে তাকিয়ে খুব কায়দা করে বাঁ হাতটা অষ্টাদশীর কাঁধে রেখেছিল । মেয়েটা মুখটা খুব গম্ভীর করে, কড়া গলায় বলল --- "হাতটা সরাও ।" ছেলেটা বিরস বদনে হাত সরিয়ে নিল ! আহা রে ! ২) একটা পুজোর এবার পঁচাত্তর বছর । বড় ক্যানভাসে ঘিয়ে রঙের ওপর লাল ফুল দিয়ে বিরাট করে লেখা --- '৭৫ তম বর্ষ' । দেখলাম সেটার সামনে দাঁড়িয়ে সেলফি তুলছে এক তরুণী ! সব ছবিরই একটা মানে থাকে । পঁচাত্তর বছর বয়সে সবাইকে যদি এত তাজা লাগত , কেমন দাঁড়াত ব্যাপারটা ? ৩) বয় ফ্রেন্ডের সাথে ঘুরতে বেরিয়েছে অনেকে । তাদের কারও হাত বাইক চালকের বুক খামচে রয়েছে , কারও হাত চালকের কাঁধের ওপর । ঝোড়ো হাওয়ায় শ্যাম্পু করা চুল উড়ছে , প্যান্ডেলে হেমন্ত মুখোপাধ্যায়ের গলায় গান বাজছে --- "দেখি , তোমার চুলের মত মেঘ সব ছড়ানো / চাঁদের মুখের পাশে জড়ানো / মন হারাল , হারাল, মন হারাল সেই দিন ।" এখানে আমার একটা প্রশ্ন আছে , সাজুগুজু করলে মেয়েদের মুখের ওপর বারে বারে চুল এসে পড়ে কেন , আর সেগুলোকে আঙুল দিয়ে ঢেউ আঁকার মত সরানোরই বা প্রয়োজন হয় কেন ? ৪) এদিকওদিক ছোটার ফাঁকে মণ্ডপের পাশে দাঁড়িয়ে সপ্তমী পুজোর ভোগ খাচ্ছেন জম্যাটো ডেলিভারি বয় । যিনি ঘড়ির কাঁটা ধরে সবাইকে খাবার সরবরাহ করেন , তিনি তৃপ্ত হচ্ছেন পুজোর ভোগ খেয়ে । এই দিনে এর চেয়ে সুন্দর দৃশ্য আর কী হতে পারে ।দুর্গা পূজা ২০২১ তারিখ
দুর্গা পূজা ২০২১ বাংলা তারিখ
দুর্গা পূজা ২০২১ সময় সূচি
দুর্গা পূজা ২০২১ আগমন
দুর্গা পূজা কবে ২০২১
দুর্গা পূজার তারিখ ২০২১
durga puja 2021
durga puja 2021 date
durga puja 2021 date kolkata
durga puja 2021 photo
durga puja 2021 kolkata pandal
durga puja 2021 calendar
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Don't forget to like, comment, share and subscribe to my Blog. Thank you.