তেলেভাজা ভালবাসি
কোনও বাধা মানিনা
এয়ারেতে ফ্রাই হয়
কীভাবে , তা জানিনা ;
কী জানি কি দিনকাল
কিসে ভাজা হয় সব
জিম-খানা থেকে আসে
হেলথ-ফ্রিকদের রব !
তেলেভাজা ভালবাসি
কোনও বাধা মানিনা
এয়ারেতে ফ্রাই হয়
কীভাবে , তা জানিনা ;
কী জানি কি দিনকাল
কিসে ভাজা হয় সব
জিম-খানা থেকে আসে
হেলথ-ফ্রিকদের রব !
তোমরা যারা খুঁজে ফেরো অসম্ভবের ছন্দ
দাবদাহ
পুষ্ট দেহ হৃষ্ট চিত্ত
নব্য বঙ্গ মধ্যবিত্ত
লোডশেডিঙয়ের জ্বালায় নিত্য
উত্তেজনায় ঝরান পিত্ত ।
যাঁর পকেট যত স্থূল
ততগুলি ঘর বাতানুকূল
প্রতি পরিবারে না বলা রুল
গিন্নি যেন থাকেন কুল !
বাসে-ট্রেনে-পথে অফিসে হায়
তেতে ওঠা মন বিষ ওগরায়
জল-শরবতে শান্তি চায়
ক্লান্ত দেহ , ভিজে গায়ে ।
দিনগত পাপক্ষয়
যাঁরা ভাবেন , ঠিক নয়
বাড়ি ফিরে যারা মেঝেতে শুই
তাদের গল্প এইটুকুই ।
https://sankhamanigoswami.blogspot.com/2020/04/pub-9792609886530610_78.html
### কেরালার বৃহত্তম জিপলাইন ভারতের দক্ষিণাঞ্চলের রাজ্য কেরালা, যার প্রাকৃতিক সৌন্দর্য ও বৈচিত্র্যময় পরিবেশ পর্যটকদের আকর্ষণ করে, সেখানে এ...