আমি তোমায় যত শুনিয়েছিলেম গান
তার বদলে আমি চাই নে কোনো দান ।।
ভুলবে সে গান যদি না হয় যেয়ো ভুলে
উঠবে যখন তারা সন্ধ্যাসাগরকূলে ,
তোমার সভায় যবে করব অবসান
এই কদিনের শুধু এই কটি মোর তান ।।
তোমার গান যে কত শুনিয়েছিলে মোরে
সেই কথাটি তুমি ভুলবে কেমন করে ?
সেই কথাটি কবি , পড়বে তোমার মনে
বর্ষামুখর রাতে ফাগুন - সমীরণে ---
এইটুকু মোর শুধু রইল অভিমান
ভুলতে সে কি পার ভুলিয়েছ মোর প্রাণ ।।
আমি তোমায় যত শুনিয়েছিলেম গান
আমি তোমায় যত শুনিয়েছিলাম গান লিরিক্স
আমি তোমায় যত শুনিয়েছিলাম গান
আমি তোমায় যত শুনিয়েছিলাম গান গায়ক
আমি তোমায় যত শুনিয়েছিলাম গান গানটি কে গেয়েছে
আমি তোমায় যত শুনিয়েছিলাম গান গানটি মূলত কি ছিল