অফিস থেকে বেরোতে আজ বড্ড দেরী হয়ে গেছে রাপ্তীর । মেন লাইনে এই সময়ে , এত রাতে লেডিজ কম্পার্ট্মেন্ট প্রায় ফাঁকা হয়ে যায় । সেক্টর ফাইভ থেকে যখন বেরোল , তখন ভেবেছিল শেষ ট্রেনটাও বোধহয় মিস হয়ে যাবে । ক্যাব ড্রাইভারের সৌজন্যে তা হয়নি । ভদ্রলোক প্রায় ফাঁকা রাস্তায় যেন পক্ষীরাজ ঘোড়া ছুটিয়েছিলেন । কিন্তু পড়িমরি করে , ঘেমেনেয়ে কামরায় একটু থিতু হয়ে বসার পর, যখন ট্রেন চলতে শুরু করল , তখন রাপ্তী বুঝল জেনারেল কম্পার্ট্মেন্টে ওঠাই উচিত ছিল । কামরায় মাত্র দু’জন মহিলা তাকে নিয়ে । সন্ধে থেকে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে আজ । দমকা ভেজা হাওয়ায় হঠাৎ রাপ্তীর সারা শরীর জুড়ে এক অজানা ভয়ে, শিহরণ খেলে গেল । ভয় কাটাতে কামরার আরেক প্রান্তে বসে থাকা সেই বিবাহিত , প্রায় সমবয়সী মেয়েটির কাছে গিয়ে বসে ,তার সাথে আলাপ জুড়ল রাপ্তী । কথায় কথায় জানা গেল , ওদের দু’জনেরই গন্তব্য একই --- শ্যামনগর । মেয়েটিকে খুব অস্থির লাগছিল । কিসের ভয়ে যেন ভীষণ সন্ত্রস্ত । একথা সেকথার পরে রাপ্তী তাকে সরাসরি জিজ্ঞেসই করে ফেলল , কী কারণে তার এত দুশ্চিন্তা । খুব ব্যক্তিগত কিছু না হলে , যদি কোনও সাহায্য করা যায় । হাজার হোক একই শহরের বাসিন্দা দু’জন ।
জানা গেল, মেয়েটি কলকাতা হাইকোর্টের এক
উকিলবাবুর ফার্মে সেক্রেটারি হিসেবে কাজ করে । উকিলবাবু অতি সজ্জন মানুষ । কিন্তু তবু
সন্দেহবাতিকগ্রস্ত স্বামী বাড়ি ফেরার সময়ের সামান্য এদিকওদিক হলেই অকথ্য শারীরিক ও
মানসিক অত্যাচার করে । এক বড় মক্কেলের জরুরি মামলার ডিকটেশন নিতে গিয়ে আজ বেরোতে বেরোতে
অনেক দেরী হয়ে গেছে । মেয়েটি ভয়ে কাঁটা হয়ে আছে , বাড়ি ঢুকলে কী হবে, সেই কথা ভেবে
। হঠাৎ রাপ্তীর হাত দু’টো চেপে ধরে , কতকটা অপ্রত্যাশিতভাবেই মেয়েটি অনুরোধ করল যে
, যদি একটু কষ্ট করে রাপ্তী বাড়ি পর্যন্ত তাকে সঙ্গ দেয় এবং তার স্বামীকে জানায় যে
, দু’জন একসাথে এসেছে , তবে খুব উপকার হয় । খুব সহজ প্রস্তাব নয় এই সময়ে । শ্যামনগরে
আজকাল অলিগলিতেও বহিরাগতদের দৌরাত্ম্য বাড়ছে , একা বাড়ি ফিরতে গিয়ে বিপদ হতেই পারে
। তবু কেন যেন রাপ্তী কিছুতেই মেয়েটির অনুরোধে সাড়া না দিয়ে পারল না । স্বাগত এইসময়ে
বাড়িতেই থাকে । মেয়েটির বাড়ি থেকে বেরিয়ে ফোনে ওকে ডেকে নেবে বরং , মনে মনে ঠিক করল
রাপ্তী । সৌভাগ্যক্রমে স্টেশন থেকে বেরিয়েই একটা রিক্সা পাওয়া গেল । খানিক বেশি ভাড়া
চাইল অবশ্য । তা হোক , যেতে রাজি , এই ঢের । এতক্ষণে বলা হয়নি , মেয়েটির নাম তিয়াশা
। রিক্সাওয়ালার গাঁইগুঁইতে দিব্যি বোঝা গেল , তিয়াশা যে ঠিকানায় যাবে বলল , তা স্টেশন
থেকে বেশ দূরে । রাপ্তী ওদিকটাতে কোনওদিন গিয়েছে কিনা , মনে করতে পারল না । রিক্সা যতই ওর বাড়ির দিকে এগোতে লাগল , আতঙ্কের ছাপ
ততই স্পষ্ট হয়ে ফুটে উঠতে লাগল তিয়াশার চোখেমুখে । ওর হাত-পা মড়ার মত ঠাণ্ডা । পাশে
বসে রাপ্তী খুব ভাল করে টের পেল তিয়াশা কাঁপছে । কষ্ট হল খুউব । স্বাগতর সাথে বিষয়টা
নিয়ে কথা বলতে হবে । প্রয়োজনে থানা-পুলিশও করতে হবে । এভাবে চলতে থাকলে তো একদিন না
একদিন মরেই যাবে মেয়েটা ।
ওই যে দূরে একটা বাড়ির বারান্দায় হলুদ
আলো জ্বলছে । তিয়াশার নির্দেশমত রিক্সা সে দিকে আরও একটু এগোতেই, একটি পুরুষ মানুষের
অবয়ব অন্ধকারে আবছা ফুটে উঠল । পাশে তাকিয়ে রাপ্তী দেখল তিয়াশার মুখ রক্তশূন্য হয়ে
গেছে । তিয়াশার স্বামী কিন্তু আশ্চর্য নরম সুরে রাপ্তীর সাথে কথা বললেন , ধন্যবাদ জানালেন
বারবার । সৌজন্যের কোনও খামতি নেই কোথাও । চেহারা-ব্যবহারে , শিক্ষা ও পরিশীলিত রুচির
ছাপ পড়ে ফেলা যায় । তবে কি ট্রেনে আসতে আসতে তিয়াশা যা বলল , সবটাই মিথ্যে ? কে জানে
! চেহারা দেখে মানুষ বোঝা দায় আজকাল ।
ওদের বাড়ি থেকে বেরিয়ে কিছুটা এগিয়ে এসে
স্বাগতকে ফোন করার জন্য সাইড ব্যাগে হাত দিতেই একটা আর্ত চিৎকার ভেসে এল ওদের বাড়ি
থেকে । প্রচণ্ড যন্ত্রণায় কেউ কাঁদছে । গলাটা চিনতে অসুবিধে হলনা । হঠাৎ ভীষণ ভয় পেল
রাপ্তী । গা ছমছম করে উঠল ওর । স্বাগতকে বাইক নিয়ে তাড়াতাড়ি আসতে বলে, অনেকটা আলো আছে
এমন একফালি জায়গা খুঁজে দাঁড়িয়ে পড়ল রাস্তায় । জনবিরল রাস্তায় হঠাৎ হঠাৎ কুকুরের ডাকে
চমকে চমকে উঠতে লাগল ও । বারবার কানে বাজতে লাগল তিয়াশার কান্নাভেজা গলার আওয়াজ । নাহ
, আর দেরী নয় । ও কালকেই স্বাগতকে নিয়ে আবার আসবে এই বাড়িতে । এভাবে একজন মানুষকে তিলে
তিলে মরতে দেওয়া যায়না । দূরে বাইকে স্বাগতকে আসতে দেখে, ধড়ে প্রাণ ফিরে পেল রাপ্তী
।
পরদিন সকালে আবার ওরা ফিরে আসল তিয়াশার
পাড়ায় । আসার আগে স্বাগত এক উকিল বন্ধুর সাথে পুরো ব্যাপারটা নিয়ে আগাম কথা বলে এসেছে
। গোলমাল বুঝলে আইনি সাহায্য নিতে দেরী করা চলবে না আর । ঝলমলে রোদ উঠেছে আজ । পাড়ায়
ঢুকে কিছুতেই তিয়াশাদের বাড়িটা খুঁজে পাচ্ছিল না ওরা । অথচ রাস্তা চিনতে কোনও ভুল হয়নি
। ওই তো একটু ফাঁকা জায়গায় , সামনের ওই মাঠের একপাশে --- ওখানেই তো দেখেছিল বাড়িটা
। একটা আস্ত বাড়ি ভোজবাজির মত উবে গেল নাকি ! দিশেহারা হয়ে ওরা একজন স্থানীয় বয়স্ক
মানুষকে ওদের ব্যাপারে জিজ্ঞেস করে যা শুনল , তাতে দিনের আলোতেও গলা শুকিয়ে কাঠ হয়ে
গেল দু’জনের । হ্যাঁ, ওখানেই বাড়ি ছিল ওদের । দাম্পত্য কলহ লেগেই থাকত । পারিবারিক
ব্যাপার বলে , সব দেখে-শুনে-বুঝেও ওদের ব্যাপারে কোনও প্রতিবেশী বা আত্মীয়-পরিজন নাক
গলাতেন না বিশেষ । তিয়াশার স্বামী শিক্ষক , তাঁর রাজনৈতিক প্রতিপত্তিও যথেষ্ট । সে
ব্যাপারটা ভদ্রলোক পরিচিত মহলে বেশ জাহিরও করতেন । রোজ রাতে মদ্য পান করা এবং কারণে-অকারণে
স্ত্রীকে নির্যাতনের ব্যাপারটাতে আশপাশের মানুষেরা একরকম অভ্যস্তই হয়ে গিয়েছিলেন বলা
চলে । যেচে এই ধরণের দাম্পত্য-ঝামেলায় আজকাল আর কে-ই বা জড়াতে চায় । স্ত্রীকে জড়িয়ে
যে কোনও কাউকে সন্দেহ করার অভ্যেসটা, মাত্রাতিরিক্ত পর্যায়ে পৌঁছেছিল তিয়াশার স্বামীর
। তাই পরিচিতজনেরাও ইদানীং ওঁদের যতটা সম্ভব এড়িয়েই চলতেন দুর্নামের ভয়ে ।
এর ফল যা হওয়ার তা-ই হল একদিন । ঘটে গেল এক
মর্মান্তিক দুর্ঘটনা । নেশাগ্রস্ত অবস্থায় ওই মানুষটি তিয়াশার গায়ে আগুন লাগিয়ে দিয়েছিলেন
বলেই স্থানীয় মানুষের দাবি । দাউ দাউ করে জ্বলতে জ্বলতে , মৃত্যুযন্ত্রণায় ‘বাঁচাও-বাঁচাও’
বলে চিৎকার করতে করতে তিয়াশা কোনওমতে সে রাতে বাড়ির বাইরে বেরিয়ে আসতেই, ওকে প্রাণে
বাঁচাতে ছুটে যান পাড়ার কয়েকজন । কিন্তু দুর্ভাগ্য , হাসপাতালে নিয়ে গেলেও শেষ পর্যন্ত
ওকে আর বাঁচানো যায়নি । তিয়াশার শরীরের বেশিরভাগটাই পুড়ে গেছিল বলে জানিয়েছিলেন ডাক্তারবাবুরা
। এদিকে , স্ত্রীর এই পরিণতিতে , গণপিটুনির ভয়ে তিয়াশার স্বামীও বাথরুমের দরজা এঁটে
অ্যাসিড খেয়ে আত্মঘাতী হন । আসবাবপত্রে আগুন লেগে বাড়িটাও পুড়ে গিয়েছিল একেবারে । এই
ঘটনার পর থেকে প্রতি বছরই ওই বিশেষ দিনটিতে , সেদিনের ঘটনার পুনরাবৃত্তি হয় । এমন অভিজ্ঞতা
আরও কয়েকজনের হয়েছে ।
তাহলে গতকাল , অমাবস্যার রাতে , ট্রেনে যার
পাশে বসে এতটা পথ এল রাপ্তী --- সে কে ? তিয়াশা কি কিছু বোঝাতে চেয়েছিল তাকে ? এটা
কী রাপ্তীর প্রতি তিয়াশার একটা অব্যক্ত বার্তা , যে এমনটা তোমার জীবনেও ঘটতে পারে
, নাকি অন্যকিছু ? আর ভাবতে পারল না রাপ্তী ।
জ্ঞান হারিয়ে রাপ্তীর শরীরটা কাটা কলা গাছের
মত সশব্দে মাটিতে লুটিয়ে পড়ার আগেই স্বাগতর দু’টো বলিষ্ঠ হাত শেষ মুহূর্তে ওকে ধরে
ফেলল ।
-------------------
https://sankhamanigoswami.blogspot.com/2020/04/pub-9792609886530610_57.html
https://sankhamanigoswami.blogspot.com/2020/10/pub-9792609886530610_15.html
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Don't forget to like, comment, share and subscribe to my Blog. Thank you.