তুমি কেমন করে গান করো হে গুণী ,
আমি অবাক হয়ে শুনি কেবল শুনি ।।
সুরের আলো ভুবন ফেলে ছেয়ে ,
সুরের হাওয়া চলে গগন বেয়ে ,
পাষাণ টুটে ব্যাকুল বেগে ধেয়ে
বহিয়া যায় সুরের সুরধুনী ।।
মনে করি অমনি সুরে গাই ,
কণ্ঠে আমার সুর খুঁজে না পাই ।
কইতে কী চাই , কইতে কথা বাধে ---
হার মেনে যে পরান আমার কাঁদে ,
আমায় তুমি ফেলেছ কোন ফাঁদে
চৌদিকে মোর সুরের জাল বুনি ।।
তুমি কেমন করে গান করো হে গুনি
তুমি কেমন করে গান করো হে
তুমি কেমন করে গান করো
তুমি কেমন করে গান করো হে গুণী
তুমি কেমন করে গান করো হে গুণী স্বরলিপি
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Don't forget to like, comment, share and subscribe to my Blog. Thank you.