সোমবার, ১৮ এপ্রিল, ২০২২

খোলা চিঠি

 ভাই সঞ্জীব প্রামাণিক ,

আগের আমলে , মানে বামপন্থীদের রাজত্বকালে এক বিরাট নেতা(কখনও নিজেকে ছোট মনে করতে নেই , অরণ্যের প্রাচীন প্রবাদ !) তাঁর বাড়িতে ঢোকার মুখে, দেওয়ালে একটি বাণী খোদাই করে রেখেছিলেন --- "সবার উপরে মানুষ সত্য / তাহার উপরে বিনয় দত্ত ।" কথাটা শুনে মনে হয় না , হাসব না কাঁদবো ? নিন্দুকদের দাবি আপনি বলেছেন, যাদবপুরের যে কোনও শিক্ষকের কলার ধরার ক্ষমতা আপনি রাখেন । ভালই করেন । সঞ্জীব প্রামাণিক হাসলেন , চাকরি পাবেন এই ভরসায় ! একটা ঘটনা বলি , চাইলে কিছু শিখতে পারবেন । আমি ব্যারাকপুরে থাকি । এখানকার খুব পুরনো বাসিন্দা এবং সর্বজনশ্রদ্ধেয় একজন বয়স্ক ডাক্তারবাবুর কাছে শুনেছি , নোনা চন্দনপুকুর এলাকায় এক সি পি এম নেতা এত ক্ষমতা ধরতেন, যে বলতেও ভয় লাগে ! পালাবদলের তিন দিনের মধ্যে সেই নেতা নোনা চন্দনপুকুর বাজার এলাকায় তাঁর দ্বিতল গৃহ জলের দরে বিক্রি করে নিরুদ্দেশ হয়ে যান , মানে কোথায় যাচ্ছেন বাড়ি বিক্রি করে প্রতিবেশীদেরও বলে যাওয়ার সময় পাননি আর কি ! একটা ছোট্ট অনুরোধ, পরামর্শও বলতে পারেন । বড় নেতার ভরসায় কোনও মন্তব্য করবেন না( আমি আপনার নামে প্রচারিত অডিও ক্লিপের সত্যতা যাচাই করিনি ! )। বড় নেতারা কতক্ষণ চিনবেন , গ্যারান্টি নাই । কিন্তু আপনার জীবনে সমস্যার মেঘ ঘনিয়ে আসার ফুল গ্যারান্টি আছে রাতারাতি নেতার অচেনা হয়ে গেলে । হাসিখুশি মুখে সর্বনাশ করতে বড় নেতাদের জুড়ি নেই ! তাই , সাবধানে থাকবেন । ভাল থাকবেন , সুস্থ থাকবেন ।

ইতি --- শঙ্খমণি গোস্বামী । নোনা চন্দনপুকুর , ব্যারাকপুর ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Don't forget to like, comment, share and subscribe to my Blog. Thank you.

কেরালার বৃহত্তম জিপলাইন adventure sport

  ### কেরালার বৃহত্তম জিপলাইন ভারতের দক্ষিণাঞ্চলের রাজ্য কেরালা, যার প্রাকৃতিক সৌন্দর্য ও বৈচিত্র্যময় পরিবেশ পর্যটকদের আকর্ষণ করে, সেখানে এ...