বুধবার, ৬ এপ্রিল, ২০২২

খাওয়ার বয়স

সেদিন খানা-খাজানায় দেখলাম এক ষাটোর্ধ্ব ভদ্রলোক আমার সামনের চেয়ারে এই সপ্তাহের সাপ্তাহিক বর্তমানখানা খুলে বসলেন । ভাবলাম মালিকের পরিচিত , গরমে জিরিয়ে নিতে এসেছেন । একটু পরেই আমার ভুল ভেঙে দিয়ে দোকানের কর্মচারী ওনার সামনে এক প্লেট এগ-চাউ রেখে গেল । ওপরে বেশি করে চিলি এবং টম্যাটো সস , পেঁয়াজ আর শশা কুচনো । ভদ্রলোক একটু করে খাচ্ছেন , আর চিবাতে চিবাতে পড়ছেন । আহা , কী সুখ ! আমার একটা গল্প ভেবে নিতে ইচ্ছে হল । এনার শরীর ভর্তি রোগ । অনেক কিছু খাওয়া বারণ । বাড়ির লোক খুব শাসনে রাখে । তাই , দোকানে এসে ভালো করে সাঁটাচ্ছেন । গল্পটা ঠিক কিনা ভুল আমি জানিনা , কিন্তু সিনিয়র সিটিজেনদের ফুচকা , রোল , চাউ , কাটলেট , বিরিয়ানি খেতে দেখলে আপনাদের কী চোখ আটকে যায় ? আমার যায় । কিন্তু যাওয়া তো উচিত না । সত্তর বছর বয়সে ফুচকা খেতে ইচ্ছে করতে পারেনা ? আমি তো খাব । অল্প করে হলেও , খাব । খাওয়ার জন্যই তো বাঁচা !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Don't forget to like, comment, share and subscribe to my Blog. Thank you.

কেরালার বৃহত্তম জিপলাইন adventure sport

  ### কেরালার বৃহত্তম জিপলাইন ভারতের দক্ষিণাঞ্চলের রাজ্য কেরালা, যার প্রাকৃতিক সৌন্দর্য ও বৈচিত্র্যময় পরিবেশ পর্যটকদের আকর্ষণ করে, সেখানে এ...