সোমবার, ২৪ আগস্ট, ২০২০

বাবার ডায়েরি থেকে

"আপাতত নিজেদের গ্রামের যে অবস্থা চোখে দেখা গেল,  তাহাতে দৃষ্টি জলে ঝাপসা হইয়া আসিল । বেচারীরা ঘরগুলিকে প্রাণপণে ছোট করিতে ত্রুটি করে নাই , তথাপি এত ক্ষুদ্র গৃহও যথেষ্ট খড় দিয়া ছাইবার মত খড় এই সোনার বাংলা দেশে তাহাদের ভাগ্যে জুটে নাই । এক ছটাক জমি জায়গা প্রায় কাহারও নাই , কেবলমাত্র চাঙ্গারি - চুপড়ি হাতে বুনিয়া এবং জলের দামে গ্রামান্তরের সৎগৃহস্থের দ্বারে বিক্রয় করিয়া কী করিয়া যে ইহাদের দিনপাত হয় , আমি তা ভাবিয়া পাইলাম না । তবুও এমন করিয়াই ইহাদের চিরদিন চলিয়া গিয়াছে , কিন্তু কোনদিন কেহ খেয়ালমাত্র করে নাই । পথের কুক্কুর যেমন জন্মিয়া গোটা কয়েক বৎসর যেমনতেমনভাবে জীবিত থাকিয়া কোথায় কী করিয়া মরে , তাহার যেমন কোনও হিসাব কেহ কখনও রাখেনা , এই হতভাগ্য মানুষগুলারও ইহার অধিক দেশের কাছে এক বিন্দু দাবিদাওয়া নাই । ইহাদের দুঃখ , ইহাদের দৈন্য , ইহাদের সর্বাবিধ হীনতা আপনার এবং পরের বক্ষে এমন সহজ এবং স্বাভাবিক হইয়া গিয়াছে যে , মানুষের পাশে মানুষের এত বড় লাঞ্ছনায় কোথাও কাহারও মনে লজ্জার কণামাত্র নাই ।" 


---- শ্রীকান্ত , তৃতীয় খণ্ড , চতুর্থ অধ্যায় , শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ।







Sarat Chandra Chattopadhyay

Novelist


https://g.co/kgs/AyDsHc


srikanta book



শরৎচন্দ্র চট্টোপাধ্যায় উপন্যাস সমূহ

শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ছোট গল্প সমগ্র


শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছোটগল্প

শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ছোট গল্প


শরৎচন্দ্র চট্টোপাধ্যায় উপন্যাস এর নাম


devdas sarat chandra chattopadhyay

 

রবিবার, ২৩ আগস্ট, ২০২০

বাবার ডায়েরি থেকে

 "সমস্ত রমণীর অন্তরেই নারী বাস করে কি না তাহা জোর করিয়া বলা অত্যন্ত দুঃসাহসের কাজ । কিন্তু নারীর চরম সার্থকতা যে মাতৃত্বে , এ কথা বোধ করি গলা বড় করিয়াই প্রচার করা যায় ।"


       ------ শ্রীকান্ত , ২ য় খণ্ড , শরৎচন্দ্র চট্টোপাধ্যায় । 






Sarat Chandra Chattopadhyay

Novelist


https://g.co/kgs/AyDsHc


srikanta book



শরৎচন্দ্র চট্টোপাধ্যায় উপন্যাস সমূহ

শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ছোট গল্প সমগ্র


শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছোটগল্প

শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ছোট গল্প


শরৎচন্দ্র চট্টোপাধ্যায় উপন্যাস এর নাম


devdas sarat chandra chattopadhyay

শনিবার, ২২ আগস্ট, ২০২০

বাবার ডায়েরি থেকে

"যাদের ভিতরে আগুন জ্বলছে , আর যাদের শুধু ছাই জমা হয়ে আছে ---- তাদের কর্মের ওজন এক তুলাদণ্ডে করা যায় না ।"



                               -----  শ্রীকান্ত , ২য় খণ্ড , শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ।


২ ) মানুষের শুভ ইচ্ছা যখন বুক থেকে সত্য হয়ে বার হয় , তখন সে চেষ্টা ব্যর্থ হয় না । 

--- শ্রীকান্ত , তৃতীয় খণ্ড , চতুর্দশ অধ্যায় । 


৩ ) কেবলমাত্র অবিশ্বাস ও উপহাসকেই মূলধন করিয়া সংসারে বৃহৎ বস্তু কে কবে লাভ করিয়াছে ? 

--- শ্রীকান্ত , চতুর্থ খণ্ড , দশম অধ্যায় । 




Sarat Chandra Chattopadhyay

Novelist


https://g.co/kgs/AyDsHc


srikanta book



শরৎচন্দ্র চট্টোপাধ্যায় উপন্যাস সমূহ

শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ছোট গল্প সমগ্র


শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছোটগল্প

শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ছোট গল্প


শরৎচন্দ্র চট্টোপাধ্যায় উপন্যাস এর নাম


devdas sarat chandra chattopadhyay

 
 

শুক্রবার, ২১ আগস্ট, ২০২০

বাবার ডায়েরি থেকে

 "মন দিয়া করো সবে বিদ্যা উপার্জন

এই ধন কেহ নাহি পারে নিতে কেড়ে 

সকল ধনের সার বিদ্যা মহাধন 

যতই করিবে দান তত যাবে বেড়ে ।"

---- ঈশ্বর গুপ্ত 





Ishwar Chandra Gupta

Poet

https://g.co/kgs/L8czoX

ঈশ্বর গুপ্তের কবিতা সংগ্রহ


ঈশ্বর গুপ্তের আনারস কবিতা


ঈশ্বর গুপ্তের ব্যঙ্গ কবিতা

ঈশ্বর গুপ্তের পিঠা পুলি কবিতা


ঈশ্বর গুপ্তের বড়দিন কবিতা


ঈশ্বর গুপ্তের পাঁঠা কবিতা

বুধবার, ১৯ আগস্ট, ২০২০

জলকেলি খেলা

হেনরি কার্টিয়ের ব্রেসঁ হোকাস ফোকাস গিলি গিলি গে না করেই ছবি তুলতেন শুনেছি । বিশ্ব আলোকচিত্র দিবসে তিনিই অনুপ্রেরণা ।








জলকেলি


জলকেলি অর্থ



জলকেলি উৎসব

জলকেলি কাদের উৎসব

জলকেলি কি


জলকেলি খেলা

water sports near me





 

শুক্রবার, ২৯ মে, ২০২০

ভাল বাসা । Graffiti Visual art genre





Graffiti

Visual art genre

https://g.co/kgs/pqKFG4

graffiti art

graffiti drawings

graffiti art drawings

"পলাশের নেশা মাখি চলেছি দু'জনে / বাসনার রঙে মিশি শ্যামলে - স্বপনে / কুহু...






পলাশ ফুল in english
হলুদ পলাশ ফুল
সাদা পলাশ ফুল
পলাশ ফুল কোন ঋতুতে ফোটে
পলাশ ফুল কোন কালে ফোটে
পলাশ ফুল কবিতা
পলাশ ফুল গাছের চারা
লাল পলাশ ফুল









পলাশ ফুল গাছ,পলাশ ফুল গাছের চারা তৈরি,পলাশ ফুল গান,পলাশ ফুল পুরুলিয়া,পলাশ ফুল নিয়ে গান,পলাশ ফুল গাছের চারা,পলাশ ফুল গাছের ছবি,পলাশ ফুল আঁকা,পলাশ ফুল দেখতে কেমন,পলাশ ফুলের রং কেন লাল,পলাশ ফুলের গান,পলাশ ফুলের গেলাস ভরি,পলাশের ফুল,palash flower,পলাশ ফুল,palash flower pictures,palash flower benefits,palash flower tree,palash flower purulia,palash flower plant,palash flower colour,palash flower uses,palash flower for skin,palash flower season



সোমবার, ২৫ মে, ২০২০

রাস্তাঘাটে


রাস্তাঘাটে

এক ডাক্তারবাবুর চেম্বারে বসে আছি । পাশেই অপেক্ষারত এক মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ ফোনে ডাকছে কাউকে , তাড়াতাড়ি আসতে বলছে । একটু পরে সেই বন্ধুটি এলেন হন্তদন্ত হয়ে । তারপরের কথোপকথন এ রকম :
--- কি রে , এত দেরি করলি কেন ?
--- আরে , ট্রাম লাইনের কতগুলো পাত খাড়া হয়ে থাকে না , সেই রকমই একটা পাত ফাঁসিয়ে দিল পুরো ।
--- কী রকম ?
--- স্পিডে বাইক চালাচ্ছিলাম , খেয়াল করিনি । ব্যস , প্যান্টের কোণাটা লেগে ফ্যাচাৎ করে অনেকখানি ছিঁড়ে গেল ।
--- তারপর ?
--- একটা দোকান থেকে এক গোছা সেফটিপিন কিনলাম । সেগুলো দিয়েই রিফু করে নিয়েছি কাজ চালাবার মত । এখন আর দেখলেও চট করে কেউ বুঝবে না ।
   দু’জনেই পাশে বসে । ডান পা- টা সঙ্গীকে উঁচু করে দেখানোতে , লক্ষ্য করলাম সত্যিই ভাল করে নজর না করলে , কিস্যু বোঝা যাচ্ছে না । মনে মনে বললাম : সাবাশ উপস্থিত বুদ্ধি ! আমার মনের কথাটাই অন্য জনের মুখ দিয়ে বেরিয়ে এলো ।
   সেফটিপিনের নাম সার্থক !









শতবর্ষে সত্যজিৎ ---- একটি জীবন , একটি প্রতিষ্ঠান

শতবর্ষে সত্যজিৎ ---- একটি জীবন , একটি প্রতিষ্ঠান

       সত্যজিৎ রায়ের জন্ম ২ মে ১৯২১ সালে এবং মৃত্যু ২৩ এপ্রিল ১৯৯২ – এ । ছ‘ফুট চার ইঞ্চির মানুষটি লাইফ টাইম অ্যাচিভমেন্টের জন্য অস্কার পেয়েছিলেন । তাঁর আগে এই বিরল কৃতিত্বের অধিকারী হয়েছেন গ্রেটা গার্বো , ক্যারি গ্রান্ট , সোফিয়া লোরেন , স্যর চার্লি চ্যাপলিন এবং আকিরা কুরোসাওয়া । উৎকৃষ্ট সাহিত্য সৃষ্টি , বিজ্ঞাপনের ছবি আঁকা , নামাঙ্কন , সুরসৃষ্টি , গান লেখা , এবং বইয়ের প্রচ্ছদ নির্মাণেও তিনি প্রতিভার স্বাক্ষর রেখেছেন আজীবন । কার্যত , যখন যে কাজে হাত দিয়েছেন , তাতেই সোনা ফলেছে । যদিও ‘আমাদের কথা’য় বিজয়া রায় স্পষ্ট লিখেছেন যে , সংসার চলত মূলত লেখার টাকায় । সঙ্গে এটাও লিখেছেন , দৈনন্দিন সাংসারিক বিষয়ে কোনও দিন মাথা ঘামাননি সত্যজিৎ । ভাগ্যিস ঘামাননি ! তাই শতবর্ষে পৌঁছে তিনি নিজেই এক প্রতিষ্ঠান । ১/১, বিশপ লেফ্রয় রোডের বাসিন্দার মত শিক্ষক কোটিকে গুটিক । তাঁর চলে যাওয়ার এতগুলো বছর পরে , আমরা যদি আর একবার , সারা জীবনে যত পুরস্কার পেয়েছেন তিনি , তার একটা কালানুক্রমিক তালিকায় চোখ বুলিয়ে নিই , তবে তাঁর বহুমুখী প্রতিভার বিস্তার ও গভীরতা সম্পর্কে আমাদের যে ধারণা আছে , তা খানিকটা পুষ্ট হয় । তাঁর কাজ থেকে আমরা যদি অনুপ্রেরণা খুঁজে নিই , লাভ আমাদেরই ।
         জীবনের প্রথম স্বীকৃতি যে কোনও মানুষের জীবনেই অবিস্মরণীয় হয়ে ওঠে । সত্যজিতের ক্ষেত্রেও এর অন্যথা হয়নি । জীবনের শেষদিন পর্যন্ত তিনি মনে রেখেছিলেন , ১৯৩৬ সালে ভয়েটল্যান্ডার ক্যমেরায় ছবি তুলে বিলেতের ‘বয়েজ ওন পেপার’ পত্রিকায় প্রথম পুরস্কার পাওয়ার কথা । ১৯৫৫ সালের ২৬ অগাস্ট তাঁর তৈরি প্রথম কাহিনিচিত্র ‘পথের পাঁচালি’ মুক্তি পায় । দেশে, এই বছরেই ছবিটি রাষ্ট্রপতির স্বর্ণ ও রৌপ্য পদকে সম্মানিত হয় । এই বিন্দু থেকেই ‘পথের পাঁচালি’র জয়যাত্রা শুরু হয় ও সত্যজিতের সৃষ্টিশীল জীবনের অভিমুখ নির্দিষ্ট হয়ে যায় । ১৯৫৬ সালে তিনি দিল্লিতে আন্তর্জাতিক প্রচ্ছদ প্রদর্শনীতে সুধীন্দ্রনাথ দত্তের ‘সংবর্ত’ বইটির প্রচ্ছদ অঙ্কনের জন্য স্বর্ণপদক পান । এই বছরেই ১১ অক্টোবর ‘অপরাজিত’ মুক্তি পায় । ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবে ‘পথের পাঁচালি’, ‘শ্রেষ্ঠ মানবিক দলিল’ হিসেবে পুরস্কৃত হয় । এছাড়াও ছবিটি, স্কটল্যান্ডের এডিনবার্গ চলচ্চিত্র উৎসবে ‘ডিপ্লোমা অব মেরিট’ , ফিলিপিন্সের ম্যানিলা চলচ্চিত্র উৎসবে ‘গোল্ডেন ক্যারবাও’ এবং রোম চলচ্চিত্র উৎসবে ভ্যাটিকান পুরস্কার লাভ করে । ১৯৫৭ সালে সানফ্রান্সিস্কো চলচ্চিত্র উৎসবে ‘পথের পাঁচালি’, শ্রেষ্ঠ ছবি ও শ্রেষ্ঠ পরিচালনা বিভাগে এবং বার্লিন চলচ্চিত্র উৎসবে ‘সেলজনিক গোল্ডেন লরেল’ পুরস্কার পায় । এই বছরেই ‘অপরাজিত’ ভেনিস চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ ছবি হিসেবে ‘গোল্ডেন লায়ন অব সেন্ট মার্ক’ , ‘সিনেমা ন্যুভো’ পুরস্কার পায় ও সমালোচকদের বিচারে শ্রেষ্ঠ ছবি হিসেবে বিবেচিত হয় । ২৩ সেপ্টেম্বর কলকাতায় , ইডেন গার্ডেনসে তাঁকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয় । ১৯৫৮ সালের ১৭ জানুয়ারি ‘পরশ পাথর’ ছবিটি কলকাতায় মুক্তি পায় । ১০ অক্টোবর মুক্তি পায় ‘জলসাঘর’ । এই বছরেই ‘পথের পাঁচালি’ কানাডার ভ্যাঙ্কুবার চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ ছবি নির্বাচিত হয় এবং স্ট্রাটফোর্ড চলচ্চিত্র উৎসবে চিত্র সমালোচকদের বিচারে সেরা ছবি হিসেবে নির্বাচিত হয় । ‘অপরাজিত’ এই বছরে সানফ্রান্সিস্কো চলচ্চিত্র উৎসবে সমালোচকদের বিচারে শ্রেষ্ঠ ছবি ও শ্রেষ্ঠ পরিচালনার জন্য পুরস্কৃত হয় । এই বছরেই সত্যজিৎ ভারত সরকার কর্তৃক ‘পদ্মশ্রী’ পুরস্কারে ভূষিত হন । ‘জলসাঘর’ , জাতীয় চলচ্চিত্র উৎসবে দ্বিতীয় শ্রেষ্ঠ ছবি ও রাষ্ট্রপতির রৌপ্যপদক পায় । ১৯৫৯ সালে সত্যজিৎ , ‘সঙ্গীত নাটক আকাদেমি’র বিশেষ সম্মান পান । ‘অপুর সংসার’ জাতীয় চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ ছবি হিসেবে বিবেচিত হয় এবং রাষ্ট্রপতির স্বর্ণপদক লাভ করে । ‘জলসাঘর’ মস্কো চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ সঙ্গীত বিভাগে পুরস্কৃত হয় । ‘পথের পাঁচালি’ নিউ ইয়র্কে শ্রেষ্ঠ বিদেশি ছবি হিসেবে সাংস্কৃতিক পুরস্কার পায় এবং ‘অপরাজিত’ ১৯৫৮ – ’৫৯ সালের শ্রেষ্ঠ বিদেশি ছবি হিসেবে ‘গোল্ডেন লরেল’ পুরস্কার পায় । ১৯৬০ সালের ১৯ ফেব্রুয়ারি কলকাতার কয়েকটি প্রেক্ষাগৃহে ‘অপুর সংসার’ এবং কয়েকটিতে ‘দেবী’ মুক্তি পায় । ‘অপরাজিত’ বার্লিন চলচ্চিত্র উৎসবে ‘সেলজনিক গোল্ডেন লরেল’ পুরস্কার পায় । ‘অপুর সংসার’ লন্ডন চলচ্চিত্র উৎসবে ‘বেস্ট অরিজিনাল অ্যান্ড ইমাজিনেটিভ ফিল্ম’ হিসেবে সাদারল্যান্ড অ্যাওয়ার্ড ট্রফি , এডিনবার্গ চলচ্চিত্র উৎসবে ‘ডিপ্লোমা অব মেরিট’ , এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল বোর্ড অব রিভিউ অব মোশন পিকচার্স’ থেকে শ্রেষ্ঠ বিদেশি ছবির পুরস্কার পায় । অপু ট্রিলজি লন্ডন চলচ্চিত্র উৎসবে প্রতিটি ছবির জন্য ‘উইংটন’ পুরস্কার পায় । ‘দেবী’ ছবিটি দেশে সেরা ছবি নির্বাচিত হয় এবং রাষ্ট্রপতির স্বর্ণপদক পায় ।  সত্যজিৎ ভিয়েনা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিচারক হিসেবে মনোনীত হন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে বিশেষ সম্মান পান । ১৯৬১ সালের ৫ মে ‘তিনকন্যা’ মুক্তি পায় । এই বছরেই ন্যাশনাল ফিল্মস ডিভিশনের প্রযোজনায় সত্যজিতের নিজের ভয়েস ওভার , চিত্রনাট্য ও পরিচালনায় তৈরি হয় তথ্যচিত্র ‘রবীন্দ্রনাথ’ । ‘তিনকন্যা’র ‘সমাপ্তি’ ছবিটির জন্য তিনি রাষ্ট্রপতির রৌপ্যপদক পান । ‘রবীন্দ্রনাথ’ তথ্যচিত্রটি দেশে রাষ্ট্রপতির স্বর্ণপদক এবং লোকার্নো (সুইৎজারল্যান্ড) চলচ্চিত্র উৎসবে সেরা তথ্যচিত্রের পুরস্কার --- ‘গোল্ডেন শিল’ পায় । সত্যজিৎ বার্লিন চলচ্চিত্র উৎসবে , বিচারক মণ্ডলীর সভাপতি নির্বাচিত হন এবং জার্মানির বেটা ফিল্মসের মতে বিশ্বের ছয়জন সেরা পরিচালকের অন্যতম বিবেচিত হন । আত্মপ্রকাশের কয়েক বছরের মধ্যেই যে তিনি সিনেমা জগতের সমীহ আদায় করে নিতে পেরেছিলেন , এই তথ্য থেকে তা স্পষ্ট বোঝা যায় ।
       ‘কাঞ্চনজঙ্ঘা’ ১৯৬২ সালের ১৯ মে মুক্তি পায় । ওই বছরেই ২৮ সেপ্টেম্বর মুক্তি পায় ‘অভিযান’ । এই বছরে অস্ট্রেলিয়ার মেলবোর্নে ‘সমাপ্তি’ ও ‘পোস্টমাস্টার’ শ্রেষ্ঠ ছবি হিসেবে মেলবোর্ন ট্রফি – ‘গোল্ডেন বুমেরাং’ পায় । ‘অভিযান’ দেশে রাষ্ট্রপতির রৌপ্যপদক এবং ‘রবীন্দ্রনাথ’ তথ্যচিত্রটি উরুগুয়ের মন্টেভিডোতে তথ্যচিত্র ও পরীক্ষামূলক চলচ্চিত্র উৎসবে ‘বিশেষভাবে উল্লেখযোগ্য তথ্যচিত্র’ হিসেবে পুরস্কৃত হয় । ১৯৬৩ সালে মার্কিন টাইম পত্রিকার মতে সত্যজিৎ বিশ্বের সেরা এগারোজন চলচ্চিত্র পরিচালকের অন্যতম হিসেবে বিবেচিত হন এবং মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিচারকমণ্ডলীর সভাপতি নির্বাচিত হন । ২৭ সেপ্টেম্বর মুক্তি পায়  ‘মহানগর’ । ‘তিনকন্যা’ এ বছর বার্লিন চলচ্চিত্র উৎসবে ‘সেলজনিক গোল্ডেন লরেল’ পুরস্কার এবং ‘মহানগর’ রাষ্ট্রীয় মানপত্র পায় । ১৯৬৪ সালের ২৭ সেপ্টেম্বর মুক্তি পায় ‘চারুলতা’ । এই বছরে দূরদর্শন চিত্র ‘টু’ নির্মিত হয় এসো ওয়ার্ল্ড থিয়েটারের প্রযোজনায় , সত্যজিতের কাহিনি – চিত্রনাট্য – সঙ্গীত ও পরিচালনায় । বার্লিন চলচ্চিত্র উৎসবে ‘মহানগর’ সেরা পরিচালকের পুরস্কার – ‘সিল্ভার বিয়ার’ এনে দেয় সত্যজিতের হাতে । ‘চারুলতা’ ছবিটির জন্য সত্যজিৎ রাষ্ট্রপতির স্বর্ণপদক পান । পরে একাধিক সাক্ষাৎকারে সত্যজিৎ আত্মসমীক্ষা করে বলেছেন যে , তিনি নিজে মনে করেন, ‘চারুলতা’ ছবিতে তিনি সবচেয়ে কম ভুল করেছেন ।  ১৯৬৫ তে সত্যজিৎ ‘পদ্মভূষণ’ পুরস্কার পান এবং দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিচারকমণ্ডলীর সভাপতির আসন অলঙ্কৃত করেন । এই বছরে ৭ মে ‘কাপুরুষ ও মহাপুরুষ’ মুক্তি পায় । ‘চারুলতা’ বার্লিন চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার --- ‘সিলভার বিয়ার’ ও বিশেষ ক্যাথলিক পুরস্কার পায় এবং মেক্সিকোর আকাপুলকা চলচ্চিত্র উৎসবে সেরা ছবি হিসেবে বিবেচিত হয় । ১৯৬৬ সালের ৬ মে মুক্তি পায় ‘নায়ক’ । ‘পথের পাঁচালি’ ডেনমার্কের চলচ্চিত্র সম্পাদক সমিতি কর্তৃক সেরা বিদেশি ছবি হিসেবে ‘বোডিল’ পুরস্কার এবং জাপানে শ্রেষ্ঠ বিদেশি ছবি হিসেবে ‘কিনিমা জামপো’ পুরস্কার পায় । ‘কাপুরুষ ও মহাপুরুষ’ - এর , ‘কাপুরুষ’-- বিশেষ পুরস্কার পায় ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবে । ‘নায়ক’ দেশে দ্বিতীয় সেরা ছবি হিসেবে রাষ্ট্রপতির রৌপ্যপদক পায় শ্রেষ্ঠ চিত্রনাট্য ও কাহিনি বিভাগে । এছাড়াও এই ছবি বার্লিন চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার এবং সিনেমা সমালোচক সঙ্ঘ থেকে ‘ইউনিক্রিট’ পুরস্কার পায় । ১৯৬৭ সালে ‘প্রফেসর শঙ্কু’ , বছরের শ্রেষ্ঠ শিশু সাহিত্য গ্রন্থ হিসেবে অ্যাকাডেমি পুরস্কার পায় । সত্যজিৎ ম্যাগসাইসাই পুরস্কার পান এবং বার্লিন চলচ্চিত্র উৎসবে বিচারক মনোনীত হন । ২৯ সেপ্টেম্বর ‘চিড়িয়াখানা’ মুক্তি পায় । ‘অপরাজিত’ ডেনমার্কে বছরের শ্রেষ্ঠ অ – ইউরোপীয় ছবি হিসেবে বোডিল পুরস্কার পায় এবং ‘চিড়িয়াখানা’ শ্রেষ্ঠ পরিচালকের জাতীয় পুরস্কার পায় এবং মহানায়ক উত্তমকুমার সেরা অভিনেতার পুরস্কার পান ।  ১৯৬৮ সালে মেলবোর্ন চলচ্চিত্র উৎসবে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত হন সত্যজিৎ । ১৯৬৯ – এ আংশিক রঙিন ছবি গুপি গায়েন বাঘা বায়েন মুক্তি পায় ৮ মে । এই ছবিটি সত্যজিৎ রায়ের সবচেয়ে বাণিজ্য – সফল ছবি । এই ছবিটি দেশে শ্রেষ্ঠ ছবি হিসেবে রাষ্ট্রপতির স্বর্ণপদক এবং সেরা পরিচালক বিভাগে রৌপ্যপদক পায় । অস্ট্রেলিয়ার অ্যাডিলেড চলচ্চিত্র উৎসবে অসাধারণ গুণসম্পন্ন শ্রেষ্ঠ কাহিনিচিত্র হিসেবে ‘সিলভার সাদার্ন ক্রস’ এবং নিউজিল্যান্ডের অকল্যান্ড চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ মৌলিক ছবির জন্য সেরা পরিচালকের পুরস্কার এনে দেয় । ১৯৭০ সালে সুনীল গঙ্গোপাধ্যায়ের কাহিনি অবলম্বনে পরপর দু’টি   ছবি মুক্তি পায় । ১৬ জানুয়ারি ‘অরণ্যের দিনরাত্রি’ এবং ২৯ অক্টোবর ‘প্রতিদ্বন্দ্বী’ কলকাতার বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পায় । গুগাবাবা টোকিও চলচ্চিত্র উৎসবে ‘মেরিট অ্যাওয়ার্ড’ এবং মেলবোর্ন চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ ছবি হিসেবে পুরস্কৃত হয় । ১৯৭১ সালে যুগোস্লাভিয়া সরকার কর্তৃক সত্যজিৎ ‘স্টার অব যুগোস্লাভিয়া’ সম্মানে ভূষিত হন । এই বছরেই তিনি সাহিত্যে ‘আনন্দ পুরস্কার’ (সুরেশচন্দ্র স্মৃতি পুরস্কার) পান । এছাড়াও তেহরান চলচ্চিত্র উৎসবে বিচারক মনোনীত হন ।  ‘প্রতিদ্বন্দ্বী’ দ্বিতীয় শ্রেষ্ঠ ছবি হিসেবে রাষ্ট্রপতির রৌপ্যপদক পায় এবং সত্যজিৎ দেশের সেরা পরিচালক হিসেবে পুরস্কৃত হন । এই বছরেই সিকিমের রাজার উদ্যোগে , সত্যজিতের পরিচালনায় রঙিন তথ্যচিত্র ‘সিকিম’ তৈরি হয় । আংশিক রঙিন চলচ্চিত্র ‘সীমাবদ্ধ’ মুক্তি পায় ২৪ সেপ্টেম্বর । ১৯৭২ সালে ‘সীমাবদ্ধ’ শ্রেষ্ঠ ছবি হিসেবে রাষ্ট্রপতির স্বর্ণপদক পায় । এছাড়া ভেনিস চলচ্চিত্র উৎসবে , চলচ্চিত্র সমালোচক সঙ্ঘ ‘FIPRESCI’ কর্তৃক পুরস্কৃত হয় । এ বছর ‘দ্য ইনার আই’ তথ্যচিত্রটি দেশে প্রধানমন্ত্রীর স্বর্ণপদক পায় । এই বছরেই কানাডার টরেন্টো চলচ্চিত্র উৎসবে সত্যজিৎ বিচারক হিসেবে যোগ দেন । ১৯৭৩ সালে সত্যজিৎ দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে ‘ডক্টর অব লেটারস’ শিরোপা পান । শিকাগো চলচ্চিত্র উৎসবে ‘গোল্ডেন হুগো’ খেতাব পান । সম্পূর্ণ রঙিন ছবি ‘অশনি সঙ্কেত’ ১৫ অগাস্ট করমুক্ত ছবি হিসেবে মুক্তি পায় । ছবিটি দেশে শ্রেষ্ঠ ছবি হিসেবে রাষ্ট্রপতির স্বর্ণপদক পায় এবং শ্রেষ্ঠ আবহ সঙ্গীতের জন্যও পুরস্কৃত হয় । এছাড়াও ছবিটি পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক ‘শ্রেষ্ঠ অভিনেতা’ বিভাগে পুরস্কার পায় । ১৯৭৪ সালে সত্যজিতের নিজের কাহিনি অবলম্বনে রঙিন ছবি ‘সোনার কেল্লা’ করমুক্ত ছবি হিসেবে মুক্তি পায় ২৭ ডিসেম্বর । ‘অশনি সঙ্কেত’ বার্লিন চলচ্চিত্র উৎসবে সেরা ছবির পুরস্কার ‘গোল্ডেন বিয়ার’ পায় এবং ‘সোনার কেল্লা’ দেশে দ্বিতীয় শ্রেষ্ঠ ছবি হিসেবে রাষ্ট্রপতির রৌপ্যপদক  পায় । ‘সোনার কেল্লা’ শ্রেষ্ঠ পরিচালক – শ্রেষ্ঠ চিত্রনাট্য – এবং শ্রেষ্ঠ রঙিন ছবির খেতাব জেতে । পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক ছবিটি শ্রেষ্ঠ ছবি ও শ্রেষ্ঠ পরিচালকের সম্মানে ভূষিত হয় । সত্যজিৎ লন্ডনের রয়াল কলেজ অব আর্টস থেকে ডক্টরেট উপাধি পান । এই বছরে বিশ্বকোষ --- ‘এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা’তে তাঁর নাম নথিভুক্ত হয় । ১৯৭৫ সালে ‘সোনার কেল্লা’ ইরানের তেহরান চলচ্চিত্র উৎসবে – কিশোর ও তরুণদের জন্য নির্মিত শ্রেষ্ঠ প্রাণবন্ত কাহিনিচিত্র হিসেবে ‘গোল্ডেন স্ট্যাচুয়েট’ পুরস্কার পায় । মণিশঙ্কর মুখোপাধ্যায়ের কাহিনি অবলম্বনে নির্মিত ‘জন – অরণ্য’ ছবিটি জাতীয় চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার পায় । এছাড়াও পশ্চিমবঙ্গ সরকার থেকে শ্রেষ্ঠ ছবি – শ্রেষ্ঠ পরিচালক – শ্রেষ্ঠ চিত্রনাট্য বিভাগে পুরস্কার পায় । সত্যজিৎ দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিচারকমণ্ডলীর সভাপতি হন । ‘ব্রিটিশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটি’ তাঁকে বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধের শ্রেষ্ঠ চিত্র পরিচালক হিসেবে সম্মান জানায় । মহারাষ্ট্রের পুণে শহরে তাঁকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয় ।  ১৯৭৬ সালে পদ্মবিভূষণ পান সত্যজিৎ । ‘জন-অরণ্য’ ছবিটি মুক্তি পায় ২০ ফেব্রুয়ারী । তৈরি হয় রঙিন তথ্যচিত্র ‘বালা’ । ‘জন-অরণ্য’ ছবিটি চেকোস্লোভাকিয়ার কার্লোভি ভ্যারি চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পায় । ১৯৭৭ সালে সত্যজিৎ দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিচারকমণ্ডলীর সভাপতি হন এবং যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ‘নর্টন লেকচারস’ দেওয়ার জন্য আমন্ত্রিত হন । এই বছরে শতরঞ্জ কে খিলাড়ি ছবিটি ভারতে শ্রেষ্ঠ হিন্দি ছবি এবং শ্রেষ্ঠ রঙিন চলচ্চিত্র হিসেবে জাতীয় পুরস্কার পায় । ১৯৭৮ সালে ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ‘ডি-লিট’ খেতাব পান । বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে পান ‘দেশিকোত্তম’ । বার্লিন চলচ্চিত্র উৎসব কমিটি তাঁকে ‘সর্বকালের তিনজন সেরা চিত্রপরিচালকের অন্যতম’ আখ্যা দেয় । অপর দু’জন হলেন চার্লি চ্যাপলিন এবং ইঙ্গমার বার্গম্যান । এই বছর ২৯ সেপ্টেম্বর দেশে মুক্তি পায় রঙিন ছবি ‘শতরঞ্জ কে খিলাড়ি’ । ‘জয়বাবা ফেলুনাথ’ শ্রেষ্ঠ শিশু-চলচ্চিত্র হিসেবে জাতীয় পুরস্কার পায় । ১৯৭৯ সালের ৫ জানুয়ারি দেশে মুক্তি পায় রঙিন ছবি ‘জয়বাবা ফেলুনাথ’ । হংকং চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ ছবি হিসেবে পুরস্কৃত হয় ছবিটি । এই বছরই সাইপ্রাস চলচ্চিত্র উৎসবে ‘হীরক রাজার দেশে’ বিশেষ পুরস্কার পায় । সত্যজিৎ রায় ‘বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে বিশ্ব – চলচ্চিত্রে সেরা ন’জন চিত্রপরিচালকের অন্যতম’ হিসেবে সম্মানিত হন মস্কো চলচ্চিত্র উৎসবে । ১৯৮০ সালে সত্যজিৎ বর্ধমান ও যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ‘ডি-লিট’ খেতাব পান । এছাড়া ‘পথের পাঁচালি’র ২৫ বছর পূর্তি উপলক্ষে DAVP-র উদ্যোগে বর্ষব্যাপী ভ্রাম্যমাণ প্রদর্শনীর উদ্বোধন হয় বেঙ্গালুরু চলচ্চিত্র উৎসবে এবং ভারতীয় ডাক বিভাগ বিশেষ ক্যান্সেলেশন প্রকাশ করে । এই বছরে ১৯ ডিসেম্বর করমুক্ত ছবি হিসেবে মুক্তি পায় ‘হীরক রাজার দেশে’ । শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক ও শ্রেষ্ঠ গীতরচনার জন্য জাতীয় পুরস্কার পায় ছবিটি । প্রসঙ্গত , এই ছবিটি তৈরি হয়েছিল পশ্চিমবঙ্গ সরকারের প্রযোজনায় । ১৯৮১ সালে সত্যজিৎ বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক ডক্টরেট এবং উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে ডি-লিট পান । তিনি শিশিরকুমার সাহিত্য পুরস্কারও পান এবছর । এছাড়া ‘একেই বলে শুটিং’ বইটির জন্য শিশু সাহিত্য পরিষদ থেকে পান বছরের শ্রেষ্ঠ শিশু সাহিত্যিক হিসেবে ফটিক স্মৃতি পুরস্কার । ১৯৮২ সালে ম্যানিলা চলচ্চিত্র উৎসবে সত্যজিৎ বিচারকমণ্ডলীর সভাপতি মনোনীত হন । কান চলচ্চিত্র উৎসব কমিটি তাঁকে বিশ্ব চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য ‘হেডলেস অ্যাঞ্জেল ট্রফি’ দিয়ে সম্মান জানায় । এই বছরই তিনি ভেনিস চলচ্চিত্র উৎসবে বিচারক হিসেবে যোগ দেন । ওই উৎসবে তাঁকে বিশ্বের সেরা দশজন চিত্র পরিচালকের অন্যতমরূপে ‘গোল্ডেন লায়ন অব সেন্ট মার্ক’ প্রদান করা হয় । রোম চলচ্চিত্র উৎসবে তিনি ‘ভিসকান্তি’ পুরস্কার পান । শিশু সাহিত্যে বিশেষ অবদানের জন্য পশ্চিমবঙ্গ সরকার তাঁকে বিদ্যাসাগর পুরস্কার দেয় । ২৫ এপ্রিল ভারতীয় দূরদর্শন প্রযোজিত ‘সদ্গতি’ টেলিফিল্মটি প্রদর্শনের মাধ্যমে জাতীয় টিভি চ্যানেলে রঙিন ছবির সম্প্রচার শুরু হয় । এই টেলিফিল্মটি জাতীয় চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার পায় । এই বছরই সত্যজিৎ আরও একটি রঙিন টেলিছবি ‘পিকু’ তৈরি করেন । ১৯৮৩ সালে ব্রিটিশ ফিল্ম ইন্সটিটিউট থেকে তিনি বিশেষ ফেলোশিপ পান । ১৯৮৪ সালের ১৩ সেপ্টেম্বর লন্ডনে মুক্তি পায় ‘ঘরে-বাইরে’ । রঙিন ছবিটি পরের বছর ৪ জানুয়ারি মুক্তি পায় কলকাতায় । ছবিটি এ বছর জাতীয় পুরস্কার পায় শ্রেষ্ঠ ছবি , শ্রেষ্ঠ পোশাক পরিকল্পনা ও শ্রেষ্ঠ সহ-অভিনেতা , এই তিনটি বিভাগে । ১৯৮৫ সালে সত্যজিৎ কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট পান । এই বছরেই দেশের চলচ্চিত্র জগতের সবচেয়ে বড় সরকারি সম্মান ‘দাদাসাহেব ফালকে পুরস্কার’ পান । এছাড়া এই বছর ‘সোভিয়েত দেশ নেহ্রু পুরস্কার’ পান । ‘ঘরে বাইরে’ সিরিয়ার দামাস্কাস চলচ্চিত্র উৎসবে বিশেষ স্বর্ণপদক পায় । ১৯৮৬ --- এ বছর সত্যজিৎ সঙ্গীত নাটক আকাদেমির বিশেষ ফেলোশিপ পান । ১৯৮৭ তে ফরাসি সরকার থেকে ফ্রান্সের সর্বোচ্চ সম্মান ‘লিজিয়ন অব অনার’ পান । এই বছরেই রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে ডি-লিট পান । পান দাদাভাই নওরোজি স্মৃতি পুরস্কার । ফেলুদা কাহিনি ‘টিনটোরেটোর যিশু’ বইটির জন্য ন্যাশনাল কাউন্সিল অব এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং থেকে শিশু সাহিত্যের পুরস্কার পান । সত্যজিৎ এ বছর তাঁর বাবা সুকুমার রায়কে নিয়ে একটি রঙিন তথ্যচিত্র তৈরি করেন । ১৯৮৮ – নেই । ১৯৮৯ সালে প্যারিসে ২৮ জুন এবং লন্ডনে ২৯ ডিসেম্বর মুক্তি পায় ‘গণশত্রু’ । ছবিটি পরের বছর ১৯ জানুয়ারি মুক্তি পায় কলকাতায় । ছবিটি শ্রেষ্ঠ আঞ্চলিক ছবি হিসেবে এ বছর জাতীয় পুরস্কার পায় । সত্যজিৎ অসম সরকার থেকে শঙ্করদেব বঁটা পুরস্কার এবং ফ্রান্সে সেরা বিদেশি গ্রন্থের জন্য বিশেষ পুরস্কার পান । এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের সান্তা ক্রুজ বিশ্ববিদ্যালয় থেকে অরসন ওয়ালেস পুরস্কার পান । ১৯৯০ সালে এশিয়ান পেন্টস শিরোমণি পুরস্কার পান । ১৯৯১ সালে প্যারিসে ‘শাখা-প্রশাখা’ মুক্তি পায় ২১ অগাস্ট , জাতীয় টিভি চ্যানেলে প্রদর্শিত হয় ৫ মে । ‘আগন্তুক’ মুম্বইয়ে মুক্তি পায় ২০ ডিসেম্বর । এই ছবিটি ভেনিস চলচ্চিত্র উৎসবে চলচ্চিত্র সমালোচক পুরস্কার পায় । টোকিও চলচ্চিত্র উৎসব কমিটি থেকে বিশেষ সম্মান পান সত্যজিৎ । কান চলচ্চিত্র উৎসবে ‘সত্যজিৎ রায় রেট্রোস্পেক্টিভ’ এবং সত্যজিৎ বিষয়ক আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয় । ১৯৯২ তে নিউ ইয়র্কের অ্যাকাডেমি অব মোশন পিকচার্স থেকে সত্যজিৎ লাইফটাইম অ্যাচিভমেন্টের জন্য ‘অস্কার পুরস্কার’ পান , যা তিনি অসুস্থ অবস্থায় কলকাতার বেল্ভিউ নার্সিংহোমের শয্যায় শুয়ে গ্রহণ করেন । এ বছরই তাঁকে জাতীয় অধ্যাপক সম্মান জ্ঞাপন করা হয় ।
                                  
তথ্যসূত্র : বিশেষ সত্যজিৎ সংখ্যা , দেশ পত্রিকা , ২৮ মার্চ ১৯৯২     






www.httpssankhamanigoswami.xyz







Satyajit Ray

Indian film director


https://g.co/kgs/xd7Hdf



satyajit ray awards


satyajit ray movies



ফিচার প্রতিবেদন


ফিচার সংবাদ

ফিচার নিউজ


ফিচার পাতা

ফিচার লেখা


news feature article


news feature story


news feature example



কেরালার বৃহত্তম জিপলাইন adventure sport

  ### কেরালার বৃহত্তম জিপলাইন ভারতের দক্ষিণাঞ্চলের রাজ্য কেরালা, যার প্রাকৃতিক সৌন্দর্য ও বৈচিত্র্যময় পরিবেশ পর্যটকদের আকর্ষণ করে, সেখানে এ...