"আপাতত নিজেদের গ্রামের যে অবস্থা চোখে দেখা গেল, তাহাতে দৃষ্টি জলে ঝাপসা হইয়া আসিল । বেচারীরা ঘরগুলিকে প্রাণপণে ছোট করিতে ত্রুটি করে নাই , তথাপি এত ক্ষুদ্র গৃহও যথেষ্ট খড় দিয়া ছাইবার মত খড় এই সোনার বাংলা দেশে তাহাদের ভাগ্যে জুটে নাই । এক ছটাক জমি জায়গা প্রায় কাহারও নাই , কেবলমাত্র চাঙ্গারি - চুপড়ি হাতে বুনিয়া এবং জলের দামে গ্রামান্তরের সৎগৃহস্থের দ্বারে বিক্রয় করিয়া কী করিয়া যে ইহাদের দিনপাত হয় , আমি তা ভাবিয়া পাইলাম না । তবুও এমন করিয়াই ইহাদের চিরদিন চলিয়া গিয়াছে , কিন্তু কোনদিন কেহ খেয়ালমাত্র করে নাই । পথের কুক্কুর যেমন জন্মিয়া গোটা কয়েক বৎসর যেমনতেমনভাবে জীবিত থাকিয়া কোথায় কী করিয়া মরে , তাহার যেমন কোনও হিসাব কেহ কখনও রাখেনা , এই হতভাগ্য মানুষগুলারও ইহার অধিক দেশের কাছে এক বিন্দু দাবিদাওয়া নাই । ইহাদের দুঃখ , ইহাদের দৈন্য , ইহাদের সর্বাবিধ হীনতা আপনার এবং পরের বক্ষে এমন সহজ এবং স্বাভাবিক হইয়া গিয়াছে যে , মানুষের পাশে মানুষের এত বড় লাঞ্ছনায় কোথাও কাহারও মনে লজ্জার কণামাত্র নাই ।"
---- শ্রীকান্ত , তৃতীয় খণ্ড , চতুর্থ অধ্যায় , শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Don't forget to like, comment, share and subscribe to my Blog. Thank you.