সোমবার, ২৫ মে, ২০২০

রাস্তাঘাটে


রাস্তাঘাটে

এক ডাক্তারবাবুর চেম্বারে বসে আছি । পাশেই অপেক্ষারত এক মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ ফোনে ডাকছে কাউকে , তাড়াতাড়ি আসতে বলছে । একটু পরে সেই বন্ধুটি এলেন হন্তদন্ত হয়ে । তারপরের কথোপকথন এ রকম :
--- কি রে , এত দেরি করলি কেন ?
--- আরে , ট্রাম লাইনের কতগুলো পাত খাড়া হয়ে থাকে না , সেই রকমই একটা পাত ফাঁসিয়ে দিল পুরো ।
--- কী রকম ?
--- স্পিডে বাইক চালাচ্ছিলাম , খেয়াল করিনি । ব্যস , প্যান্টের কোণাটা লেগে ফ্যাচাৎ করে অনেকখানি ছিঁড়ে গেল ।
--- তারপর ?
--- একটা দোকান থেকে এক গোছা সেফটিপিন কিনলাম । সেগুলো দিয়েই রিফু করে নিয়েছি কাজ চালাবার মত । এখন আর দেখলেও চট করে কেউ বুঝবে না ।
   দু’জনেই পাশে বসে । ডান পা- টা সঙ্গীকে উঁচু করে দেখানোতে , লক্ষ্য করলাম সত্যিই ভাল করে নজর না করলে , কিস্যু বোঝা যাচ্ছে না । মনে মনে বললাম : সাবাশ উপস্থিত বুদ্ধি ! আমার মনের কথাটাই অন্য জনের মুখ দিয়ে বেরিয়ে এলো ।
   সেফটিপিনের নাম সার্থক !









কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Don't forget to like, comment, share and subscribe to my Blog. Thank you.

কেরালার বৃহত্তম জিপলাইন adventure sport

  ### কেরালার বৃহত্তম জিপলাইন ভারতের দক্ষিণাঞ্চলের রাজ্য কেরালা, যার প্রাকৃতিক সৌন্দর্য ও বৈচিত্র্যময় পরিবেশ পর্যটকদের আকর্ষণ করে, সেখানে এ...