শুক্রবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২২

হাল্লা চলেছে যুদ্ধে এবং হল্লা । রাশিয়া বনাম ইউক্রেন ।

 হল্লা


রাশিয়া মানে খুব ছোটবেলায় আমার কাছে আর্ট পেপারে ছাপা 'মিশা' পত্রিকা । ইন্দ্রজাল কমিক্সের মত , কিন্তু ভাষাটা ইংরেজি । বাবা পড়ে শোনাতেন , মানে বোঝাতেন । যতদূর মনে পড়ে পত্রিকাটি রাশিয়া থেকেই প্রকাশিত হত । রাশিয়া মানে আরেকটু বড় হয়ে আমার কাছে ভস্তক , রাদুগা প্রকাশনীর বই । তারপর যখন কাগজ পড়া শুরু করলাম একটু একটু করে , তখন কাগজে দু'টি শব্দ দেখতাম প্রায়ই -- 'গ্লাসনস্ত' আর 'পেরেস্ত্রোইকা' । মিখাইল গর্ভাচভ আর এই নীতি সমার্থক । মনে আছে , আমি বাবাকে বলতাম ,ওনার চকচকে টাকে ওরকম দাগ কেন ? চা পড়ে গেছিল ? ! দু'বছর আগেও ভুলে গেলে বাবার কাছে জেনে নিতাম 'গ্লাসনস্ত' কথাটির অর্থ হল মুক্ত চিন্তা আর 'পেরেস্ত্রইকা' মানে হল পুনর্গঠন । কমিউনিস্ট রাশিয়াকে স্বৈরাচারের কবল থেকে মুক্ত করতে চেয়ে এই নীতি প্রবর্তন করেছিলেন গর্ভাচভ ।
কিন্তু আজ ? রাশিয়ায় ভ্লাদিমির পুতিনের কথাই শেষ কথা । চিন - উত্তর কোরিয়া-ব্রাজিল-ভারত-মায়ানমার সর্বত্র একই ছবি । যায় যদি যাক প্রাণ , হীরকের রাজা ভগবান । এর অন্যথা ঘটলেই তাকে ঢুকিয়ে দেওয়া হবে মস্তিষ্ক প্রক্ষালন যন্ত্রে । মস্তিষ্ক প্রক্ষালক ? আহাম্মক ! মগজ ধোলাই ? আজ্ঞে, ঠিক তাই !
এল ডোরাডোর খোঁজ যেখানে পেয়েছে মানুষ , সেখানেই পরস্পরের সঙ্গে লড়াইয়ে মেতেছে । অল্পেতে সাধ মেটেনা , এ স্বাদের ভাগ হবে না ! রাশিয়া আর ইউক্রেন , যে দু'টি দেশের মধ্যে লড়াই বেধেছে , তার কারণ একটাই , খনিজ সম্পদে ঠাসা এলাকাগুলির দখল নেওয়া , যা বেচে রাশিয়া বৃহৎ শক্তিধর রাষ্ট্র । ভালয় ভালয় দিয়ে দিলে ল্যাটা চুকে যেত , দিলি না তো , এবার সামলা কার্পেট বম্বিং । কিছু নিরপরাধ মানুষ অবশ্য মরবে দু'দেশেই , ওটাকে কূটনীতিতে বলে 'সমান্তরাল ক্ষতি' । সভ্যতা আমাদের শিখিয়েছে ওটুকু মেনে নিতে হয় , মানিয়ে নিতে হয় ।
ফুটবল বিশ্বকাপ উপলক্ষে রাশিয়া গিয়েছিলেন এ বি পি আনন্দের প্রতিনিধি সুমন দে । ঘুরে দেখিয়েছিলেন , মস্কোর মেট্রো চলাচল ব্যবস্থা , যা কিনা পৃথিবীতে সবচেয়ে পুরনো পাতালরেল পরিষেবা । আজ সেই মেট্রো স্টেশনগুলিকেই বাঙ্কার হিসেবে ব্যবহার করছেন সাধারণ মানুষ , প্রাণের দায়ে , বোমারু বিমান থেকে রক্ষা পেতে । সুমন দে 'মেট্রো টু'-এর কথাও বলেছিলেন , আদতে এটি একটি উপন্যাস । কিন্তু অনেকের মনেই স্থির বিশ্বাস এ এক চূড়ান্ত গোপনীয় যোগাযোগ ব্যবস্থা , যার মাধ্যমে ক্ষমতার ভরকেন্দ্র ক্রেমলিনের সঙ্গে যোগাযোগ ছড়িয়ে থাকে বিভিন্ন প্রান্তে । কোনটা ঠিক , কতটুকু ঠিক--- কে জানে ? আমরা তো কেবল যুদ্ধের ফুটেজ দেখে যাব এবং গ্যাসের আর জিনিসপত্রের দাম মেটাতে নাকানিচোবানি খাব ।
sankhamanigoswami.blogspot.com


ইউক্রেন ও রাশিয়ার সামরিক শক্তি,
ইউক্রেন এর সামরিক শক্তি,
ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধের কারণ,
ইউক্রেন দেশের পরিচিতি,
রাশিয়া বনাম ইউক্রেন,
রাশিয়া বনাম,
ন্যাটো বনাম রাশিয়া


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Don't forget to like, comment, share and subscribe to my Blog. Thank you.

কেরালার বৃহত্তম জিপলাইন adventure sport

  ### কেরালার বৃহত্তম জিপলাইন ভারতের দক্ষিণাঞ্চলের রাজ্য কেরালা, যার প্রাকৃতিক সৌন্দর্য ও বৈচিত্র্যময় পরিবেশ পর্যটকদের আকর্ষণ করে, সেখানে এ...