#চিরন্তন
শিয়ালদা স্টেশনে নিত্যনতুন ক-ত যে গল্পের সাক্ষী হতে হয় ! এখন ট্রেন চলাচল বন্ধ থাকায় , এই গল্পগুলো খুব মিস করছি । একদিন সন্ধেবেলায় দেখা একটা ঘটনা বলি । অফিসফেরতা মানুষের ভিড়ে যথারীতি স্টেশন যেন উপচে পড়ছে । স্টেশনে ঢুকতে ঢুকতে ডিসপ্লে বোর্ড দেখে , যে ট্রেনে উঠবো ভেবেছিলাম , দেখলাম সেটাতে ঠিকমত দাঁড়ানোও যাবে না । সেই ট্রেনটা ছেড়ে দিয়ে , পরেরটার অপেক্ষায় দাঁড়িয়ে আছি । ট্রেন হুইসল দিয়ে আস্তে আস্তে চলতে শুরু করেছে । এমন সময়ে এক ভদ্রলোক কোথা থেকে দৌড়তে দৌড়তে এসে, এই চলন্ত ট্রেনটা লক্ষ্য করেই ছুটলেন । ভদ্রলোকের পোশাক , সঙ্গের চামড়ার ব্যাগ দেখে আপাতভাবে মনে হল, ভাল চাকরিই করেন । সম্ভবত ওনার শার্টের বুক পকেটে বেশ কিছু কয়েন ছিল । দৌড়ের ঝাঁকুনিতে সেগুলো টুংটাং করে প্ল্যাটফর্মে ছিটকে পড়তে থাকল । সবাই চেঁচিয়ে উঠল --- "আপনার পয়সা পড়ছে !" ভদ্রলোক কোনওমতে একবার ঘাড় ঘুরিয়ে বেশ জোরেই বললেন --- "লাগবে না ।" এক হকার আসছিলেন ভদ্রলোকের পাশ দিয়ে । এবার তিনি অপেক্ষমাণ যাত্রীদের উদ্দেশে বললেন --- "আপনারা সবাই শুনেছেন ওনাকে বলতে , যে পয়সাগুলো ওনার লাগবেনা । কিন্তু ওগুলো আমার লাগবে , আমি নিলাম ।" হকার প্ল্যাটফর্মে পয়সা কুড়োচ্ছেন , আর আমরা দাঁড়িয়ে সমাজের দুটি শ্রেণি দেখছি ---- হ্যাভস আর হ্যাভ নটস । যাঁদের পয়সা আছে , আর যাঁদের নেই । আর দেখছে শিয়ালদা স্টেশন । দেখেই চলেছে ।
https://sankhamanigoswami.blogspot.com/2020/04/pub-9792609886530610_26.html



