শনিবার, ৩ অক্টোবর, ২০২০

খেজুরে আলাপ

 

#খেজুরে_আলাপ

 

ট্রেনে যাতায়াতের সময় আমি কখনও কাগজ বা ম্যাগাজিন পড়ি না প্রকৃতি দেখি , মানুষ দেখি কত বিচিত্র ধরণের মানুষ যে দেখা যায় যাত্রাপথে ! কিছু কিছু মানুষ আছেন খুব দিলখোলা টাইপের গল্প করতে ভালবাসেন ট্রেন যাত্রার একঘেয়েমি কাটাতে যেচে আলাপ করেন তেমনই এক ভদ্রলোকের সাথে পরিচয় হয়েছে পাকুড়ে নামবেন সবাই নিশ্চয়ই জানেন , পাকুড় পশ্চিমবঙ্গ আর বিহারের সীমান্তবর্তী অঞ্চল ভদ্রলোক বললেন , "বুঝলেন দাদা , জায়গাটা আমার জীবনের সঙ্গে একেবারে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছে " আমি বললাম , "কীভাবে ?" বললেন , "আমার একটু পানের অভ্যেস আছে বুঝলেন , এদিকে নিতীশজি তো বিহারে এসব খাওয়া বন্ধ করে দিয়েছেন ভালই করেছেন , কিন্তু আমার মত মানুষদের কী হবে , যাদের কিঞ্চিৎ পানের অভ্যেস আছে ?" আমি জিজ্ঞাসু চোখেই তাকিয়ে রইলাম জমিয়ে বসে আবার বলতে শুরু করলেন ভদ্রলোক ---- "আমি একটা বুদ্ধি বার করেছি বুঝলেন আপনার রাজ্যের এক ভদ্রলোকের সাথে বেরাদরি পাতিয়েছি সৌভাগ্যক্রমে তিনিও সুরাসক্ত আর আপনি তো নিশ্চয়ই জানেন , সঙ্গী পেলে আসর জমে ভাল তো আমি করি কি , বিহার থেকে ফোন করে দিনক্ষণ ঠিক করে নিই , বাংলায় ঢুকি , রাতে ঢুকুঢুকু করি বন্ধুর বাড়িতেই রাতটা কাটাই সকালবেলা , একটু বেলার দিকে ঘুম ভাঙলে বাইকে করে কর্মস্থলে ফিরে আসি হে , হে , হে , হে ! রাস্তায় পুলিশ ধরবে ? ধরুক না ! ব্রেদ আনালাইজারের বাপের সাধ্যি নেই আমাকে মাতাল প্রমাণ করে !" ওনাকে বলে লাভ নেই , বয়োজ্যেষ্ঠ মানুষ মনে মনেই বললাম , এত পরিশ্রম যদি নেশাটা ছাড়াবার কাজে লাগাতেন , তবে একটা কাজের মত কাজ হত

https://sankhamanigoswami.blogspot.com/2020/10/pub-9792609886530610_98.html





ফিচার প্রতিবেদন


ফিচার সংবাদ

ফিচার নিউজ


ফিচার পাতা

ফিচার লেখা


news feature article


news feature story


news feature example


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Don't forget to like, comment, share and subscribe to my Blog. Thank you.

কেরালার বৃহত্তম জিপলাইন adventure sport

  ### কেরালার বৃহত্তম জিপলাইন ভারতের দক্ষিণাঞ্চলের রাজ্য কেরালা, যার প্রাকৃতিক সৌন্দর্য ও বৈচিত্র্যময় পরিবেশ পর্যটকদের আকর্ষণ করে, সেখানে এ...