শনিবার, ৩ অক্টোবর, ২০২০

ঘুরে ট্যুরে

 

২০০২ -এর পুজোর সময় আমরা সপরিবারে গেছিলাম হরিদ্বারে চারটে অভিজ্ঞতা কোনওদিন ভোলার নয়



) আমরা উঠেছিলাম ভোলাগিরি ধর্মশালায় বেশ শীত কলের জল কনকনে ঠাণ্ডা দাঁত মাজছি , আর নীচে হর কি পউরী ঘাটে লোকের যাতায়াত দেখছি হঠাৎ কোথা থেকে একটা হনুমান এলো কল খুলে , আঁজলা ভরে জল খেল পেট ভরে , এবং যাওয়ার সময় প্যাঁচ ঘুরিয়ে কল বন্ধ করে গেল ! দেখলাম মানুষ ভুলে যায় , ওরা ভোলে না ! স্বচক্ষে না দেখলে এমন দৃশ্য যে বাস্তবে সম্ভব তা আমিও বিশ্বাস করতাম না



) দাদা - বৌদির হোটেলের নিরামিষ রান্না খাওয়ার শুরুটা গাওয়া ঘি দিয়ে আর রান্নার স্বাদ ? আহা , যাহা খাইলাম তাহা জন্ম -জন্মান্তরেও ভুলিব না --- বলতেই হবে খাওয়ার পরে দোকানের উপরে বড় বড় করে লেখা --- নৈহাটির লোকের দোকান



) মনসা পাহাড় থেকে চণ্ডী পাহাড়ে আমরা যাচ্ছি রোপওয়েতে বাড়ির সবাই একটা বাক্সয় আর আমার সাথে অপিরিচিত এক বাঙালি আরেকটায় ঠিক মাঝপথে গিয়ে পাওয়ার কাট রোপওয়ে থেমে গেল বহুউউউ নীচে সরু সুতোর মত গঙ্গা নদী বয়ে চলেছে ,আড়চোখে দেখলাম পরিস্থিতিটা উপভোগ করার মত অবস্থায় একেবারেই ছিলাম না , বলাই বাহুল্য ;কারণ আমাদের নিয়ে বাক্সটা প্রবল হাওয়ায় তিরতির করে কাঁপছিল ! হয়ত মিনিট দু'য়েক চলাচল বন্ধ ছিল , কিন্তু আমার মনে হয়েছিল কয়েক ঘণ্টা বা কয়েক যুগ !

) ঘুরতে বেড়িয়ে খুব পরিচিত কারও দেখা পেলে একরকম আবিষ্কারের আনন্দ হয় একদিন আমরা 'নৈহাটির লোকের দোকানে' খাচ্ছি , হঠাৎ দেখি আমাদের সামনের টেবিলে এসে বসলেন আমার এক সহপাঠী -- বুবুনের(শুভজিৎ সাহা) বাবা - মা - বোন কোথায় জলপাইগুড়ি আর কোথায় হরিদ্বার ! মেলালেন, তিনি মেলালেন কাছাকাছি অভিজ্ঞতা হয়েছিল আগ্রায় তাজমহল দেখার ঘোর তখনও কাটেনি , আমরা সবে বাইরে বেরিয়েছি এমন সময় হঠাৎ ইলেকট্রিক ব্লু কালারের একটা মার্সিডিজের ভেতর থেকে মনে হল স্যর - স্যর বলে কেউ ডাকছে টিন্টেড গ্লাস , তাই প্রথমে কাউকে দেখতে পাইনি তারপর পাওয়ার উইন্ডো নেমে একজন ভদ্রলোকের মুখ বেরিয়ে এল , তারপর তিনি নিজেই বেরিয়ে এলেন বাবার ছাত্র জলপাইগুড়ির সোনাউল্লা হাই স্কুলে পড়েছেন , বাবা ক্লাস টিচার ছিলেন ভদ্রলোক এখন নয়ডায় থাকেন , আমাদের বাড়ি নিয়ে যাবেনই কিন্তু আমরা নিরুপায় , সেদিনই দিল্লি ফিরতে হবে আবেগঘন দৃশ্যের শেষে দেখলাম ছাত্র - শিক্ষক দু'জনের চোখেই জল

https://sankhamanigoswami.blogspot.com/2020/10/pub-9792609886530610_49.html


 






হরিদ্বার ভ্রমণ


হরিদ্বার ভ্রমণ কাহিনী



haridwar trip experience


taj mahal visit experience

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Don't forget to like, comment, share and subscribe to my Blog. Thank you.

কেরালার বৃহত্তম জিপলাইন adventure sport

  ### কেরালার বৃহত্তম জিপলাইন ভারতের দক্ষিণাঞ্চলের রাজ্য কেরালা, যার প্রাকৃতিক সৌন্দর্য ও বৈচিত্র্যময় পরিবেশ পর্যটকদের আকর্ষণ করে, সেখানে এ...