শনিবার, ৩ অক্টোবর, ২০২০

কে। --- সত্য ভূতের গল্প

মেট্রোর সি রেকের এই দরজার পাশে দাঁড়ানোর জায়গাটা খুব পছন্দের অনসূয়ার পার্ক স্ট্রিটের আগে এদিককার দরজাটা খুলবে না , আর শুভ্র আর নামবে রবীন্দ্র সদনে দু'জনে আঙুলে আঙুল ছুঁইয়ে বেশ ঘনিষ্ঠভাবে দাঁড়িয়েই গল্প করছিল মানুষের ষষ্ঠ ইন্দ্রিয় সময় বিশেষে খুব প্রখর হয়ে ওঠে সেই কারণেই কি না কে জানে , অনসূয়ার চোখ হঠাৎ চলে গেল বিদ্যুৎবেগে ছুটে চলা মেট্রোর কাচের দরজার বাইরে অন্ধকারের দিকে আর তারপরেই যা চোখে পড়ল , তাতে হৃদপিণ্ডটা এক লাফে যেন গলার কাছে উঠে এল মেট্রোর অন্ধকার টানেলে লাইন ধরে উল্টোদিকে হাঁটছে জামা-প্যান্ট পরা একটা লোক জামা গুঁজে পরা , হাতে চামড়ার ব্যাগ , মুখ মাটির দিকে অনসূয়া প্রচণ্ড ভয় পেয়ে শুভ্রর দিকে তাকাতেই দেখল , তারও চোখ লোকটার দিকে শুভ্রর হাত এখন বরফের মত ঠাণ্ডা সে শুকনো গলায় কোনওমতে অনসূয়াকে বলল -- "চাঁদনি চক আসলে নেমে মোটর ম্যানকে বলবো " ওদের আর সেদিন অ্যাকাডেমিতে নাটক দেখা হল না দু'জনেই বাড়ি ফিরে গেল



পরদিন বহুল প্রচারিত বাংলা দৈনিকের পাঁচের পাতায় ছোট্ট করে একটা খবর বেরোল এই মর্মে --- "সেন্ট্রাল আর চাঁদনি চক মেট্রো স্টেশনের মাঝে , রেল লাইন ধরে এক ব্যক্তিকে উল্টোদিক বরাবর হাঁটতে দেখে মেট্রো কর্তৃপক্ষকে জানান দুই যাত্রী ট্রেন চলাচল বন্ধ রেখে দুই প্রান্ত থেকেই খোঁজাখুঁজি শুরু হয় , কিন্তু কারও দেখা মেলেনি "

একমাত্র অনসূয়া আর শুভ্র জানে তারা ভুল দেখেনি

https://sankhamanigoswami.blogspot.com/2020/04/pub-9792609886530610_57.html





ভয়ংকর ভূতের গল্প বাংলায়


ভূতের গল্প বাংলাতে



ভয়ানক ভূতের গল্প



ভয়ংকর ভূতের গল্প


সত্য ভূতের গল্প

ভূতের গল্প বাংলায়










কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Don't forget to like, comment, share and subscribe to my Blog. Thank you.

কেরালার বৃহত্তম জিপলাইন adventure sport

  ### কেরালার বৃহত্তম জিপলাইন ভারতের দক্ষিণাঞ্চলের রাজ্য কেরালা, যার প্রাকৃতিক সৌন্দর্য ও বৈচিত্র্যময় পরিবেশ পর্যটকদের আকর্ষণ করে, সেখানে এ...