তনয়ের জন্য পাত্রী দেখছেন তার বাবা । রোববার কাগজ এলে গোটা সকালবেলাটা তার কেটে যায় পুত্রের জন্য সম্ভাব্য পাত্রী নির্বাচনে । একটা লাল কালির কলম নিয়ে বসেন সুজিতবাবু । টিক চিহ্ন দেন পছন্দের বিজ্ঞাপনে । বিকেল থেকে শুরু হয় ফোন করা , চলে শনিবার অব্দি । বাবার এই রুটিন তনয়ের মুখস্থ হয়ে গেছে । আপাত উদাসীন ভাব করে ও কান খাড়া করে শোনার চেষ্টা করে , কী কথা হয় । কিন্তু কখনও নিজে ফোন করে না । এমন নয় যে তনয়ের কোনও বান্ধবী নেই , বরং উল্টোটাই । কিন্তু নিজের জন্য এভাবে পাত্রী নির্বাচনের ব্যাপারে ওর ভেতরে এক অদ্ভুত আড়ষ্টতা কাজ করে কেন কে জানে ! তনয় একটা ছোট কাগজে রিপোর্টারের কাজ করে । এদিকে আজকাল অধিকাংশ পাত্রীরই চাহিদা সঃ চাঃ । তাই সুজিতবাবুর আন্তরিক চেষ্টা সত্ত্বেও অধিকাংশ ক্ষেত্রেই কথা বেশি দূর এগোয় না । যদিও তনয় প্রেম করে না , তবুও এতে ওর কেন যেন প্রতিবার একটা পরিত্রাণ পাওয়ার মত অনুভূতি হয় । আজ রবিবারও এই নিয়মের অন্যথা হয়নি । সুজিতবাবু বিকেল থেকে পরপর ফোন করে চা খেয়ে একটু শুয়েছেন । বাড়ির তিনটে ফোনই বসার ঘরে রাখা । সেখানে সোফায় শুয়ে রবিবারের গল্পগুলো পড়ছিল তনয় । হঠাৎ একটা ফোন বেজে উঠল । তনয় একটা গল্পে পুরো ডুবে ছিল । কিছুটা অন্যমনস্কভাবেই ধরল ফোনটা ---- ---- হ্যালো ---- হ্যালো আমি উত্তরপাড়া থেকে মৌলী মিত্র বলছি । এই নম্বর থেকে একটা মিসড কল এসেছিল । আমিই পাত্রী । বলুন... ---- আম... ... ... আম...আমি মানে , বাবাকে দিচ্ছি ! এক ছুটে শোওয়ার ঘরে গিয়ে বাবার হাতে ফোনটা ধরিয়ে দেয় তনয় --- ---- তোমার ফোন । বাপ রে ! এভাবে হয় ! তনয় আরও একবার বুঝল বান্ধবী নির্বাচন আর পাত্রী নির্বাচন --- এই দু'টো কাজে একেবারে আলাদা- আলাদারকম দক্ষতার প্রয়োজন । দ্বিতীয় কাজটা বেজায় কঠিন !
https://sankhamanigoswami.blogspot.com/2020/12/pub-9792609886530610_54.html
https://images.app.goo.gl/3x9eZQtxKuZ6UVmN9
পাত্রী চাই সরাসরি 2021
পাত্রী চাই সরাসরি টোটো
হিন্দু পাত্র চাই সরাসরি
পাত্র পাত্রী চাই আনন্দবাজার
পাত্র পাত্রী চাই দৈনিক ইত্তেফাক 2020
হিন্দু পাত্রী চাই 2020
অণুগল্প pdf
অণুগল্প অর্থ কি
অণুগল্প বৈশিষ্ট্য
অনুগল্পের উদাহরণ
অণুগল্পের ইতিহাস
বনফুলের অণুগল্প
২০ শব্দের অনুগল্প
অনুগল্পের বৈশিষ্ট্যপাত্র চাই বিজ্ঞাপন 2020 ১০০ শব্দের ছোট গল্প
অণুগল্প pdf
২০ শব্দের গল্প
অনুবাদ অনুগল্প
সামাজিক অনুগল্প
রোমান্টিক অনুগল্প
৫০ শব্দের গল্প
অণুগল্প







