দমদম সাবওয়ের মুখে আর শিয়ালদায় খুব কড়া টিকিট চেকিং হয় । যেটা দেখে অবাক হয়ে যাই , সেটা হল , কার কাছে টিকিট নেই , তা বোঝার ব্যাপারে ওঁদের অতুলনীয় দক্ষতা ! অনেকে সামনের মানুষটি কী ভাবছেন , তা অনেকটা বুঝে ফেলতে পারেন । কিন্তু কে বিনা টিকিটের যাত্রী , সেটা ওঁরা বোঝেন কী করে , এটা আমার কাছে একটা মস্ত বড় প্রশ্ন । অনেক কায়দা করে দেখেছি --- যেন পালাতে চাইছি , যেন ভয় পাচ্ছি বা যেন চেষ্টা করে বাড়াবাড়ি রকমের সপ্রতিভ ! যেমনটা হয় আরকি ! কিন্তু না , কিছুতেই ভবি ভোলেনা ! দীর্ঘক্ষণ ধরে লক্ষ্য করে দেখেছি , ওঁদের সাফল্যের হার প্রায় ৯৮% ।
https://sankhamanigoswami.blogspot.com/2020/10/pub-9792609886530610_39.html

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Don't forget to like, comment, share and subscribe to my Blog. Thank you.