সেদিন আমাকে একটি বাংলা দৈনিক পত্রিকা থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়য়ের দ্বারভাঙা বিল্ডিঙে পাঠানো হয়েছে , যাঁরা সিভিল সার্ভিসে আসতে চান তাঁদের প্রশিক্ষণ দেয় , এমন একটি সংস্থার বাৎসরিক অনুষ্ঠান কভার করতে, তাদের পড়াশোনা বিষয়ক পাতার জন্য । তখন ২০০৭ সাল । প্রশাসনের বেশ কয়েকজন উচ্চপদস্থ আধিকারিক ঘরে উপস্থিত, নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নিতে । সবাই নিজের কর্মজগতের বিভিন্ন বিচিত্র অভিজ্ঞতার কথা বলছেন , যেমনটা নিজের লেখায় বলেন প্রাক্তন পুলিশ আধিকারিক ও জনপ্রিয় লেখক নজরুল ইসলাম , কিংবা বর্তমানে সুপ্রতিম সরকার । রুটিন আলোচনায় হঠাৎ বিরাট চমক এলো আমার কাছে , বিশেষ করে । কারণ আমার ছোট্ট জীবনের সিকিভাগ কেটেছে জলপাইগুড়ি শহরে । সম্ভবত নব্বই দশকের শেষের দিকে আমাদের জেলা সদর শহরে প্রায় একইসাথে বদলি হয়ে আসেন সেই জেলাশাসক - মহকুমা শাসক জুটি । প্রশাসনের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে 'জুটি' শব্দটি ব্যবহার করছি কারণ এই দু'জন তখন টিম হিসেবে বিভিন্ন কঠোর প্রশাসনিক পদক্ষেপে শহরে এবং জেলায় আলোড়ন তুলেছিলেন । বিশেষ করে ওই মহকুমাশাসক তখন আমাদের বাস্তবের হিরো । ওনার গল্প তখন মুখে মুখে ফেরে । প্রায় সিনেমার মত ওনার নানা অভিযানের কথা শহরের বাতাসে কান পাতলেই শোনা যায় । আচমকা একজন বি ডি ও ওনার গল্প বলা শুরু করলেন । যে গল্পগুলি উনি বলছিলেন , সেগুলো অনেকসময় আমার নিজের চোখে দেখা , নয়তো শোনা ! বি ডি ও ভদ্রলোক এও জানালেন , মহাকরণের অভ্যন্তরে , প্রশাসনিক মহলে তোলপাড় হয়ে গেছে ওনাকে নিয়ে । এককথায় , প্রশাসনিক মহলে উনি একজন অনুসরণযোগ্য দৃষ্টান্ত হয়ে উঠেছেন । উচ্ছ্বাসে অনেক কথা বলে ফেলে , হাল্কা চালে এই বলে শেষ করলেন যে --- আশা করি , এখানে জলপাইগুড়ির কেউ নেই ! অনুষ্ঠান শেষে আমার পূর্বাশ্রমের কথা ওনাকে বলতেই উনি চমকে উঠলেন এবং ওনার নাম গোপন রাখতে অনুরোধ করলেন প্রশাসনিক জটিলতার কথা বলে । সেই বি ডি ও সাহেবকে দেওয়া কথা রাখতেই কারও নাম লিখলাম না । যে কাগজ থেকে আমাকে পাঠানো হয়েছিল , সেই বহুল প্রচারিত কাগজেই উত্তরবঙ্গ সংস্করণের প্রথম পাতায় সেসময়ে সেই মহকুমা শাসকের জলপাইগুড়ি থেকে বদলির প্রতিবাদে, স্থানীয় 'মাদ্রাসা মাঠে' বিরাট নাগরিক প্রতিবাদ সভার খবর সবিস্তারে প্রকাশিত হয়েছিল ।
https://sankhamanigoswami.blogspot.com/2020/10/pub-9792609886530610_89.html

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Don't forget to like, comment, share and subscribe to my Blog. Thank you.