রবিবার, ৪ অক্টোবর, ২০২০

আদর্শ

            সেদিন আমাকে একটি বাংলা দৈনিক পত্রিকা থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়য়ের দ্বারভাঙা বিল্ডিঙে পাঠানো হয়েছে , যাঁরা সিভিল সার্ভিসে আসতে চান তাঁদের প্রশিক্ষণ দেয় , এমন একটি সংস্থার বাৎসরিক অনুষ্ঠান কভার করতে, তাদের পড়াশোনা বিষয়ক পাতার জন্য । তখন ২০০৭ সাল প্রশাসনের বেশ কয়েকজন উচ্চপদস্থ আধিকারিক ঘরে উপস্থিত, নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নিতে । সবাই নিজের কর্মজগতের বিভিন্ন বিচিত্র অভিজ্ঞতার কথা বলছেন , যেমনটা নিজের লেখায় বলেন প্রাক্তন পুলিশ আধিকারিক ও জনপ্রিয় লেখক নজরুল ইসলাম , কিংবা বর্তমানে সুপ্রতিম সরকার ।  রুটিন আলোচনায় হঠাৎ বিরাট চমক এলো আমার কাছে , বিশেষ করে কারণ আমার ছোট্ট জীবনের সিকিভাগ কেটেছে জলপাইগুড়ি শহরে সম্ভবত নব্বই দশকের শেষের দিকে আমাদের জেলা সদর শহরে প্রায় একইসাথে বদলি হয়ে আসেন সেই জেলাশাসক - মহকুমা শাসক জুটি প্রশাসনের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে 'জুটি' শব্দটি ব্যবহার করছি কারণ এই দু'জন তখন টিম হিসেবে বিভিন্ন কঠোর প্রশাসনিক পদক্ষেপে শহরে এবং জেলায় আলোড়ন তুলেছিলেন বিশেষ করে ওই মহকুমাশাসক তখন আমাদের বাস্তবের হিরো ওনার গল্প তখন মুখে মুখে ফেরে । প্রায় সিনেমার মত ওনার নানা অভিযানের কথা শহরের বাতাসে কান পাতলেই শোনা যায় ।  আচমকা একজন বি ডি ওনার গল্প বলা শুরু করলেন যে গল্পগুলি উনি বলছিলেন , সেগুলো অনেকসময় আমার নিজের চোখে দেখা , নয়তো শোনা ! বি ডি ভদ্রলোক এও জানালেন , মহাকরণের অভ্যন্তরে , প্রশাসনিক মহলে তোলপাড় হয়ে গেছে ওনাকে নিয়ে এককথায় , প্রশাসনিক মহলে উনি একজন অনুসরণযোগ্য দৃষ্টান্ত হয়ে উঠেছেন উচ্ছ্বাসে অনেক কথা বলে ফেলে , হাল্কা চালে এই বলে শেষ করলেন যে --- আশা করি , এখানে জলপাইগুড়ির কেউ নেই ! অনুষ্ঠান শেষে আমার পূর্বাশ্রমের কথা ওনাকে বলতেই উনি চমকে উঠলেন এবং ওনার নাম গোপন রাখতে অনুরোধ করলেন প্রশাসনিক জটিলতার কথা বলে ।  সেই বি ডি সাহেবকে দেওয়া কথা রাখতেই কারও নাম লিখলাম না যে কাগজ থেকে আমাকে পাঠানো হয়েছিল , সেই বহুল প্রচারিত কাগজেই উত্তরবঙ্গ সংস্করণের প্রথম পাতায় সেসময়ে সেই মহকুমা শাসকের জলপাইগুড়ি থেকে বদলির প্রতিবাদে, স্থানীয় 'মাদ্রাসা মাঠে' বিরাট নাগরিক প্রতিবাদ সভার খবর সবিস্তারে প্রকাশিত হয়েছিল

https://sankhamanigoswami.blogspot.com/2020/10/pub-9792609886530610_89.html






ফিচার প্রতিবেদন


ফিচার সংবাদ

ফিচার নিউজ


ফিচার পাতা

ফিচার লেখা


news feature article


news feature story


news feature example


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Don't forget to like, comment, share and subscribe to my Blog. Thank you.

কেরালার বৃহত্তম জিপলাইন adventure sport

  ### কেরালার বৃহত্তম জিপলাইন ভারতের দক্ষিণাঞ্চলের রাজ্য কেরালা, যার প্রাকৃতিক সৌন্দর্য ও বৈচিত্র্যময় পরিবেশ পর্যটকদের আকর্ষণ করে, সেখানে এ...