বুধবার, ৪ নভেম্বর, ২০২০

STAND & PEE

 

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটা ডিপ্লোমা কোর্স করছিলাম ২০০৫ সালে সন্ধেবেলা ক্লাস হত। একদিন টয়লেট থেকে বেরিয়েই দেখি এক সহপাঠিনী দাঁড়িয়ে আছে পাশেই মেয়েদেরটা ওর বাথরুম যাওয়ার দরকার পড়েছিল আমাকে বললো , ----" আমাদেরটা তে কেউ গেছে দরজা খুলছেনা তোদের বাথরুমে কি কেউ আছে ?" বললাম , --- "না" বললো , --- "আমি একটু যাচ্ছি দরজা ভেতর থেকে বন্ধ করে দেব , কেউ আসলে একটু বলিস " মাথা নেড়ে সায় দিলাম বেরনোর আগেই দু'জন সহপাঠীর যাওয়ার প্রয়োজন হল ফলে ব্যাপারটা তাদের খুলে বলতেই হল কিন্তু তারপরেই শুরু হল আদিরসাত্মক রসিকতা ওই বয়সে খুব স্বাভাবিক , কিন্তু সেদিন আমার ভাল লাগেনি মনে হয়েছিল এটা করা ছাড়া ওই মুহূর্তে ওই সহপাঠিনীর কাছে অন্য কোনও বিকল্প তো ছিলনা পাশের বিভাগে যেতে হলেও অনেকটা সময় লাগতো এই অবস্থায় আমি কী করতাম ? এই অবস্থায় আমরা , ছেলেরা , যেটা জনবহুল জায়গায় করে থাকি , সেটা না বলাই ভাল !

 

ঘটনাটা বহুদিন পরে মাথায় খেলে গেলো আধা শহর (সেমি আরবান , এস বি আই ) ব্যারাকপুরের একটি ওষুধের দোকানে এই বিজ্ঞাপনটি দেখে সেই ব্যারাকপুরে , যেখানে মন্দিরে মহিলাদের 'ভরওঠে , তাঁরা মাথা নাড়িয়ে অপ্রকৃতিস্থের মত করতে থাকেন কালী পুজোর সময় , আর মন্দিরের পেছন দিক দিয়ে তীব্রবেগে চলে যায় এম ইউ ট্রেন তাই ব্যারাকপুরের এক ওষুধের দোকানে এই বিজ্ঞাপনকে ঠাই দেওয়াটা আমার খুব , খুব ব্যতিক্রমী পদক্ষেপ মনে হয়েছে দ্বিতীয়ত বিজ্ঞাপনটি অভিনব গণমাধ্যমে এমন পণ্যের বিজ্ঞাপন আমি আগে দেখিনি  

 

লেখা বা ছবিতে যদি কোথাও শালীনতার সীমা অতিক্রম করে থাকি , তবে ক্ষমা করবেন  

https://sankhamanigoswami.blogspot.com/2020/11/pub-9792609886530610_32.html



stand & pee.








stand and pee stick

stand and pee review


stand and pee kya hota hai



stand and pee flipkart


stand and pee products in india



stand and pee disposable


stand and pee device iit delhi









 

#দুর্গা_পুজো২০২০ #BARRACKPORE_CITY #NORTH24PARGANAS #WEST_BENGAL #DURG...


           



durga puja in kolkata,durga puja in kolkata 2021,durga puja in kolkata reaction,durga puja in kolkata 2020,durga puja in kolkata 2019,durga puja in kolkata status,durga puja celebration in kolkata,durga puja crowd in kolkata,biggest durga puja in kolkata,durga puja pandal in kolkata,durga puja aarti in kolkata,durga puja in west bengal,durga puja ban in west bengal,durga puja west bengal festival

মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০

দূরত্ববিধি

 দূরত্ববিধি



করোনা-কালে আমরা শারীরিক ও যথারীতি সামাজিক দূরত্ববিধি বজায় রেখে চলেছি । এর মধ্যে একদিন একটা ছেলের টি-শার্টে ছাপা দেখলাম , এই ক'মাসে, এই দেশে খুব পরিচিত একটা কথা --- "দূর সে হি নমস্তে !" আর ইদানীংকালে দেখা সবচেয়ে নান্দনিক একটা মুখাবরণ দেখলাম আজকে । এক ভদ্রমহিলা সঙ্গীর সাথে বাইকে যাচ্ছিলেন পিছনে বসে , মুখে মাস্ক । স্বীকার করতেই হবে মাস্কটা অপূর্ব । ঘন কালো রঙের মাস্কের ওপর নিপুণ হাতে গোলাপি লিপস্টিক দেওয়া আধখোলা ঠোঁট আঁকা বা ছাপা, হিসেব করে ঠিক ঠোঁটের জায়গায় । নিশ্চয়ই কোনও বুটিকের কাজ । তবে যারই করা হোক না কেন, কাজটা অপূর্ব , চোখ টানবেই । মানুষের উদ্ভাবনী শক্তি সত্যি তারিফযোগ্য । সবে মনে হতে শুরু করেছিল লিপস্টিক কোম্পানিগুলোর দিন গেল , আর ছেলেদেরও কপাল পুড়ল ! অর্ধেক মুখই তো এখন থেকে ঢাকা থাকবে , কার মুখ দেখবে ! উল্টোটাও কী সত্যি নয় ! কিন্তু ধন্য মানুষের উদ্ভাবনী ক্ষমতা , ঢাকা অবস্থাতেও যে মুখকে আকর্ষণীয় করে তোলা যায় , মাত্র ক'মাসের মধ্যে, মানুষ সেটা দেখিয়ে দিল ! ভাবতে অবাক লাগে, এ বছরের গোড়ার দিকেও বেশ কিছুদিন আমরা সারা পৃথিবী জুড়ে পর্দা-প্রথা এভাবে নবকলেবরে ফিরে আসার কথা স্বপ্নেও ভাবতে পারিনি !

এ তো গেল শারীরিক দূরত্ববিধি পালনের গল্প , এবার আসি সামাজিক দূরত্ব বজায় রাখার গল্পে , যাতে আরও ভাল করে বোঝা যায় কেন অনেকের 'সামাজিক দূরত্ববিধি বজায় রাখা' ---- এই কথাটিতে ঘোর আপত্তি । রাস্তা দিয়ে যেতে যেতে দেখি , এক ভদ্রমহিলার ওড়না রিক্সার চাকায় প্রায় জড়িয়ে যাব যাব করছে । গলা তুলে ওনাকে সতর্ক করলাম , উনি ওড়নাটা টেনে নিলেন , রিক্সাটা চলে গেল । সবটাই হল কয়েক সেকেন্ডের মধ্যে । এবার আমি সাইকেল নিয়ে এগিয়ে যেতে গিয়ে দেখলাম , এক ভদ্রলোক আমাকে কিছু বলার চেষ্টা করছেন । সাইকেল থামিয়ে সপ্রশ্ন দৃষ্টিতে তাকালাম । ভদ্রলোক বললেন --- "দেখলাম , কাজটা ভালই করলেন আপনি । কিন্তু একই কাজ আমি একদিন করতে গিয়ে অপমানিত হয়েছি ।"
বললাম --- "কেন ?"
ভদ্রলোক উত্তরে জানালেন ---- "সেদিন একটা মেয়ে সঙ্গীর সাথে বাইকে চড়ে যাচ্ছিল । আমি যখন দেখি , তখন আর একটু দেরী করলে বাইকের পিছনের চাকায় ওড়না জড়িয়ে যাবে । চিৎকার করে সতর্ক করলাম । মেয়েটা পোশাক সামলে নিল । বাইকটা দাঁড়াল । তারপর পুরুষ সঙ্গী মুখ খোলার আগেই মেয়েটা বলল ---- 'আমার ওড়না চাকায় জড়িয়ে গেলে আপনার কোনও অসুবিধে আছে ?' আমি তো হাঁ । রাস্তার মাঝখানে এমনভাবে জীবনে অপমানিত হইনি , বুঝলেন । তাই বলছি , পরেরবার থেকে একটু ভেবেচিন্তে লোকের উপকার করবেন ।" গল্পটা শুনে আমিও তাজ্জব বনে গিয়েছিলাম । অন্যমনস্কভাবে কোনও উত্তর না দিয়েই সামনে এগিয়ে গেলাম । আর যেতে যেতে ঠিক করলাম , আগামীকাল একই দৃশ্যের পুনরাবৃত্তি হলে , আমি আমার কর্তব্যটুকু করবই । গালাগালি খেতে হলেও করব ।





সামাজিক দূরত্ব বজায় রাখুন


সামাজিক দূরত্ব


সামাজিক দূরত্ব কত ফুট

সামাজিক দূরত্বের ছবি

সামাজিক দূরত্ব বজায়

সামাজিক দূরত্ব মানছে না


শারীরিক দূরত্ব

শারীরিক দূরত্ব বজায় রাখুন

শারীরিক দূরত্ব বলতে কি বুঝায়



কেরালার বৃহত্তম জিপলাইন adventure sport

  ### কেরালার বৃহত্তম জিপলাইন ভারতের দক্ষিণাঞ্চলের রাজ্য কেরালা, যার প্রাকৃতিক সৌন্দর্য ও বৈচিত্র্যময় পরিবেশ পর্যটকদের আকর্ষণ করে, সেখানে এ...