চুম্বক
“শুধু নিউজ প্রিন্ট নয় ,অনেক কিছুই রিসাইকেল
হয় বুঝলি !” চায়ে একটা লম্বা চুমুক দিয়ে বলল শুভাশিস । আমি বললাম – “কী রকম ?”
--- “এই যে ধর, যে লোকটা পটল তুলল , তার
সাথে যে জিনিসগুলো শ্মশানে যায় , যেমন বালিশ – চাদর- গামছা ইত্যাদি , সেগুলো শ্মশানে
গেলেই আলাদা করে রাখে একজন , দেখেছিস তো ?”
--- “দেখেছি । সেগুলো রিসাইকেল হয়ে আমাদের
মত অনেক লোকের ঘরে ফিরে আসে, সেটাই বলতে চাইছিস তো ?”
--- “না , সেটা বলতে চাইছিনা । কাল একটা
নতুন জীবিকা দেখলাম , যেটা এই তালিকায় সর্বশেষ সংযোজন ।“ চায়ের কাপটা টেবিলে নামিয়ে
রাখতে রাখতে বলল শুভাশিস । আমি আসল কথাটা শোনার জন্য উন্মুখ হয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে
তাকিয়ে রইলাম ।
--- “পরশু মহালয়া ছিল, খেয়াল আছে ?”
--- “আছে , তর্পণ করলাম তো ।“
--- “হুম । গতকাল অন্নপূর্ণা ঘাটে গেছিলাম
সকালে । এমনিই , ঘুরতে । তো দেখি , একটা বাচ্চা ছেলে কোমর জলে একটা নাইলন দড়ি ধরে জলের
মধ্যে হাঁটাহাঁটি করছে । দড়িটা জলে ডুবে রয়েছে । চোখ আটকে গেল । ঘাটের একেবারে শেষ
সিঁড়িতে গিয়ে দাঁড়িয়ে পড়লাম ওর উদ্দেশ্যটা কী বোঝার জন্য । কিছুক্ষণ পরে দেখলাম, দড়ি
দিয়ে বাঁধা কালো মত কী একটা জিনিস টেনে তুলল । বুঝলাম ওটা চুম্বক ।“
--- “বাকিটা আমি বলি ? পরশু তর্পণ করতে
বহু লোক এসেছিল অন্নপূর্ণা ঘাটে । তর্পণ করতে গিয়ে বহু লোক সংস্কার মেনে পয়সা ফেলে
গঙ্গায় । কোনও কোনও কুসংস্কারাচ্ছন্ন লোক আংটি –দুলও ফেলে । ছেলেটা জলে চুম্বক ফেলে
পয়সা ধরছিল !”
--- “একেবারে । কথায় বলে , কলকাতার বাতাসে
টাকা-পয়সা ওড়ে , শুধু ধরতে জানা চাই । পরিস্থিতির চাপে ওইটুকু ছেলেটা , এই অল্প বয়সেই
চুম্বক দিয়ে পয়সা টেনে নিতে শিখে গেছে । পয়সাও ঘুরছে , বুঝলি ! হাত বদলাচ্ছে শুধু ।“
আমি চুপ করেই রইলাম । এভাবে তো ভেবে দেখিনি
কখনও ।
https://sankhamanigoswami.blogspot.com/2020/11/pub-9792609886530610_1.html

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Don't forget to like, comment, share and subscribe to my Blog. Thank you.