বুধবার, ৪ নভেম্বর, ২০২০

STAND & PEE

 

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটা ডিপ্লোমা কোর্স করছিলাম ২০০৫ সালে সন্ধেবেলা ক্লাস হত। একদিন টয়লেট থেকে বেরিয়েই দেখি এক সহপাঠিনী দাঁড়িয়ে আছে পাশেই মেয়েদেরটা ওর বাথরুম যাওয়ার দরকার পড়েছিল আমাকে বললো , ----" আমাদেরটা তে কেউ গেছে দরজা খুলছেনা তোদের বাথরুমে কি কেউ আছে ?" বললাম , --- "না" বললো , --- "আমি একটু যাচ্ছি দরজা ভেতর থেকে বন্ধ করে দেব , কেউ আসলে একটু বলিস " মাথা নেড়ে সায় দিলাম বেরনোর আগেই দু'জন সহপাঠীর যাওয়ার প্রয়োজন হল ফলে ব্যাপারটা তাদের খুলে বলতেই হল কিন্তু তারপরেই শুরু হল আদিরসাত্মক রসিকতা ওই বয়সে খুব স্বাভাবিক , কিন্তু সেদিন আমার ভাল লাগেনি মনে হয়েছিল এটা করা ছাড়া ওই মুহূর্তে ওই সহপাঠিনীর কাছে অন্য কোনও বিকল্প তো ছিলনা পাশের বিভাগে যেতে হলেও অনেকটা সময় লাগতো এই অবস্থায় আমি কী করতাম ? এই অবস্থায় আমরা , ছেলেরা , যেটা জনবহুল জায়গায় করে থাকি , সেটা না বলাই ভাল !

 

ঘটনাটা বহুদিন পরে মাথায় খেলে গেলো আধা শহর (সেমি আরবান , এস বি আই ) ব্যারাকপুরের একটি ওষুধের দোকানে এই বিজ্ঞাপনটি দেখে সেই ব্যারাকপুরে , যেখানে মন্দিরে মহিলাদের 'ভরওঠে , তাঁরা মাথা নাড়িয়ে অপ্রকৃতিস্থের মত করতে থাকেন কালী পুজোর সময় , আর মন্দিরের পেছন দিক দিয়ে তীব্রবেগে চলে যায় এম ইউ ট্রেন তাই ব্যারাকপুরের এক ওষুধের দোকানে এই বিজ্ঞাপনকে ঠাই দেওয়াটা আমার খুব , খুব ব্যতিক্রমী পদক্ষেপ মনে হয়েছে দ্বিতীয়ত বিজ্ঞাপনটি অভিনব গণমাধ্যমে এমন পণ্যের বিজ্ঞাপন আমি আগে দেখিনি  

 

লেখা বা ছবিতে যদি কোথাও শালীনতার সীমা অতিক্রম করে থাকি , তবে ক্ষমা করবেন  

https://sankhamanigoswami.blogspot.com/2020/11/pub-9792609886530610_32.html



stand & pee.








stand and pee stick

stand and pee review


stand and pee kya hota hai



stand and pee flipkart


stand and pee products in india



stand and pee disposable


stand and pee device iit delhi









 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Don't forget to like, comment, share and subscribe to my Blog. Thank you.

কেরালার বৃহত্তম জিপলাইন adventure sport

  ### কেরালার বৃহত্তম জিপলাইন ভারতের দক্ষিণাঞ্চলের রাজ্য কেরালা, যার প্রাকৃতিক সৌন্দর্য ও বৈচিত্র্যময় পরিবেশ পর্যটকদের আকর্ষণ করে, সেখানে এ...