বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২০

মনুষ্যেতর' শব্দটি কি ভুল ?

আজ রাস্তায় একটা মর্মস্পর্শী দৃশ্য চোখে পড়ল । রাস্তা দিয়ে যাচ্ছে  পুরসভার একটা ANIMAL MORTUARY VAN । আর তার পেছন পেছন ছুটছে সরবে , অন্তত দশ থেকে বারোটা রাস্তার কুকুর । 'বল হরি' বলছিল কি ? আমি বুঝতে পারিনি ওদের ভাষা । তবে এটুকু বুঝেছি ওদের কোনও নিকটাত্মীয় মারা গেছে । অথবা একই পাড়ার কুকুর । আগে - পরে খেয়াল করেছি, এমনটা প্রায়ই হয় । মানুষের ক্ষেত্রে শববাহী শকট হয় স্বচ্ছ , মৃতদেহ দেখা যায় বাইরে থেকে । অনেকে তা দেখে ঘন ঘন কপালে-বুকে ডানহাতের তর্জনী ছোঁয়ান । কিন্তু মানুষের চেয়ে ইতর প্রাণী যারা, তাদের দেহবাহী গাড়ি তো আগাগোড়া ঢাকা থাকে , তাহলে কুকুরেরা বোঝে কী করে স্বজাতির কেউ মারা গেছে ? নিশ্চয়ই গন্ধে । কুকুরের ঘ্রাণশক্তি এবং স্মৃতিশক্তির কথা তো সর্বজনবিদিত । সম্প্রতি রাজ্যে প্রাণীদেহ দাহ করার আলাদা শ্মশান হয়েছে , গোর দেওয়ার ব্যবস্থাও হয়েছে । সাধারণ কুকুরেরা কী সেই খবর জানে এবং শ্মশানযাত্রী হয় ? কে না জানে --- রাজদ্বারে-শ্মশানে চ য তিষ্ঠত স বান্ধব । মানুষ প্রভু মারা গেলে কুকুরকে কাঁদতে দেখেছি, গরুর কাঁদার গল্প শুনেছি, আর কুকুর মারা গেলে কুকুর কাঁদবে না , তাও কী হয় ? আসলে ইতরদের কান্নার ভাষা আমরা বুঝি না , চেষ্টাও করিনা ।  মনে পড়ল কয়েকদিন আগে ব্যারাকপুরে তথাকথিত সমাজ পরিত্যক্ত একজন পরিচিত মারা গেছেন । আমরা একসময়ে তাঁর বাড়িতে ভাড়া থাকতাম । ওই ভদ্রলোকের জ্ঞাতি এবং এলাকায় অত্যন্ত জনপ্রিয় এক ডাক্তারবাবু , যিনি শহরের একজন পুরনো বাসিন্দাও বটে , নিজে উদ্যোগী হয়ে ডাকাডাকি করেও রাতে শ্মশানযাত্রী হওয়ার জন্য তিন - চারজনের বেশি লোক পাননি । আবার আজ, স্টেশনে ঢোকার পথে দেখলাম একজন ট্রেনে কাটা পড়েছেন । মাঝেমধ্যেই পড়েন । পুলিশ-ডোম ঘিরে রয়েছে দেহটিকে । পুলিশ আধিকারিক দেহের উল্টোদিকে মুখ করে দাঁড়িয়ে আছেন । ওঁদের তো এসব গাসওয়া , তবুও দেখে মনে হল, ওঁর ভেতরে কোথাও একটা অস্বস্তি কাজ করছে । আর দেখলাম কিছু অপেক্ষমাণ যাত্রী খুব আগ্রহ নিয়ে কাজটা দেখছেন, মধুর ওপরে পিঁপড়ে জমা হওয়ার মত করে , ঠিক যেমনটা দেখেন এসব ক্ষেত্রে । আচ্ছা, একটা কাটা পড়া মানুষের দেহ বিন্যস্ত করার প্রক্রিয়া ঠিক কতখানি দর্শনীয় হতে পারে ? সিগমুন্ড ফ্রয়েড বেঁচে থাকলে হয়ত এ প্রশ্নের উত্তর দিতে পারতেন । বীভৎসতার প্রতি আগ্রহ-নির্মমতা বোধহয় মানুষের সহজাত । অবচেতনে সুপ্ত অবস্থায় থাকে , আর সুযোগ পেলে জেগে ওঠে ।  মানুষ নাকি বুদ্ধিবৃত্তিসম্পন্ন সামাজিক জীব ! কুকুর আর মানুষের সমাজের মধ্যে ফারাকটা দেখে ওদের মনুষ্যেতর বলতে লজ্জা হয় । ইতর কারা ? বিচার করে কে ?   

https://sankhamanigoswami.blogspot.com/2020/08/%20pub-9792609886530610_61.html


মনুষ্যেতর শব্দটি কি ঠিক ?




ফিচার প্রতিবেদন


ফিচার সংবাদ

ফিচার নিউজ


ফিচার পাতা

ফিচার লেখা


news feature article


news feature story


news feature example



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Don't forget to like, comment, share and subscribe to my Blog. Thank you.

কেরালার বৃহত্তম জিপলাইন adventure sport

  ### কেরালার বৃহত্তম জিপলাইন ভারতের দক্ষিণাঞ্চলের রাজ্য কেরালা, যার প্রাকৃতিক সৌন্দর্য ও বৈচিত্র্যময় পরিবেশ পর্যটকদের আকর্ষণ করে, সেখানে এ...