বুধবার, ৩১ মার্চ, ২০২১

কলকাতায় জলপাইগুড়ি

বেশ কয়েকবার খুব চমকপ্রদ অভিজ্ঞতা হয়েছে । আপাতত দু'টো ঘটনা বলি । যাদবপুরে আমাদের টি ভি সাংবাদিকতার ক্লাস নিতেন (২০০৫ সালে) কলকাতা দূরদর্শনের বার্তা সম্পাদক স্নেহাশিস শূর । সেদিন ওঁর প্রথম ক্লাস । আলাপ - পরিচয় পর্ব চলছে । ছাত্রছাত্রীরা প্রত্যেকে দাঁড়িয়ে উঠে নিজেদের পরিচয় দিচ্ছি । আমার বাড়ি(তখনও) জলপাইগুড়ি শুনে থমকে গেলেন ।

--- জলপাইগুড়ি , মানে জলপাইগুড়ি টাউন ? --- হ্যাঁ স্যর । --- কোথায় বাড়ি ? --- শান্তিপাড়া বাস স্ট্যান্ডের কাছে । --- শান্তি পাড়া বাস ডিপোর পাশে অনেক পাড়া । তোমার বাড়ি কোথায় ? (একটু অধৈর্য হয়ে ) এবার আমার অবাক হওয়ার পালা । কথা হচ্ছে কলকাতায় বসে , কথা বলছি বিখ্যাত সাংবাদিকের সঙ্গে । জলপাইগুড়ি শহর চিনতেই পারেন , কিন্তু এতো খুঁটিয়ে প্রশ্ন করার অর্থ খুব ভাল ভাবে শহরটাকে চেনেন , হাতের তালুর মত , কিন্তু কীভাবে ? যাইহোক উত্তর দিলাম --- ডঃ অনুপম সেন... ---হুম... --- ওনার ডিসপেনসারির উল্টোদিকের পাড়ায় । শিল্পসমিতি পাড়ায় । সুহৃদ লেনে । --- সে তো শান্তি পাড়ার অনেক আগে ! আচ্ছা , তোমাদের পাড়ার মোড়ে একটা বড় দুর্গা পুজো হয় কি ? --- দিশারী ক্লাব । না স্যর , ওটার দু'টো রাস্তা আগে । --- আআআআচ্ছা । বুঝলাম । বসো । বসবো কী , আমার তখন হতভম্ব অবস্থা ! পরে, আমাদের পাশের বাড়ির মাসির কাছ থেকে শুনলাম , ওনার দিদি জলপাইগুড়িতে থাকতেন । কিন্তু সেই মুহূর্তে এমন ভাবে কথা বলছিলেন , যেন নিয়মিত যাতায়াত করেন । পরে জিজ্ঞেস করে জেনেছি , আদৌ তা নয় । প্রসঙ্গত , আমাদের জলপাইগুড়ি ছেড়ে আসার প্রায় সতেরো বছর হতে চলল! এখানে , মানে ব্যারাকপুরে মাঝেমধ্যেই অ্যাটেস্ট করাতে যেতে হত প্রশাসনিক ভবনে , ডেপুটি ম্যাজিস্ট্রেট ও কালেক্টরেটের কাছে । মোট ছ'জন আছেন বোধহয় । যাইহোক , একজনের ঘরে ঢুকেছি । তিনি সই করে আমাকে বসতে বললেন । ইতিমধ্যেই আমার মার্কশিট , সার্টিফিকেট দেখে জেনেছেন , যে আমার পড়াশোনা জলপাইগুড়িতে । ততদিন অব্দি বাড়িটাও ছিল আমাদের । উনি একসময়ে জলপাইগুড়িতে পোস্টেড ছিলেন । অবসর গ্রহণের পরে বাকি জীবনটা ওখানেই কাটানোর ইচ্ছে । ভালবেসে ফেলেছেন শহরটাকে । নাটক দেখতেন নিয়মিত । জেনে , দারুণ লেগেছিল । লোকে বলে , কলকাতা হল যৌবনের বৃন্দাবন, আর জলপাইগুড়ি বার্ধক্যের বারানসী । কেন বলে , সেদিন আরেকবার বুঝলাম !


কলকাতায় জলপাইগুড়ি




জলপাইগুড়ি লোকাল খবর আজকের


জলপাইগুড়ি শহর


জলপাইগুড়ি শহরের খবর

জলপাইগুড়ি শহরের ইতিহাস

জলপাইগুড়ি

জলপাইগুড়ি জেলা

জলপাইগুড়ি লোকাল খবর




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Don't forget to like, comment, share and subscribe to my Blog. Thank you.

কেরালার বৃহত্তম জিপলাইন adventure sport

  ### কেরালার বৃহত্তম জিপলাইন ভারতের দক্ষিণাঞ্চলের রাজ্য কেরালা, যার প্রাকৃতিক সৌন্দর্য ও বৈচিত্র্যময় পরিবেশ পর্যটকদের আকর্ষণ করে, সেখানে এ...