শনিবার, ২৭ মার্চ, ২০২১

ভোটে নৈকট্য ২০২১!

চিত্রতারকা ভোট প্রার্থী এসেছেন পাড়ায় । ভোটের কথা মাথায় উঠেছে । তারকার সাথে সবাই নিজস্বী তুলতে চায় । তেমনই এক ষোড়শী পুরুষ প্রার্থীর গা ঘেঁষে দাঁড়ালো সেলফি তুলবে বলে , স্বাভাবিক সঙ্কোচে একটু দূরত্ব বজায় রেখে , গায়ে গা না ঠেকিয়ে । পাশে , মা - কাকীমার বয়সের একজন মহিলা দাঁড়িয়ে ছিলেন । তিনি মুখ টিপে হেসে, চাপা গলায় বললেন --- "আরে যা না , আরেকটু কাছে" , বলে মেয়েটিকে তারকার দিকে ঠেলে দিলেন ! তারকা হওয়ার কত সুবিধা ! কাকীমারা পর্যন্ত নৈকট্যে বাধা হয়ে দাঁড়ান না ! একেবারে স্বপন বসুর 'নন্দলাল - দেবদুলাল' গানটির লাইন যেন চোখের সামনে --- "মন্ত্রী বা এম এল এ হলে , সব কলঙ্ক যাবে চলে / জয় কালী , জয় কালী বলে দাও ঝুলিয়ে , দাও ঝুলিয়ে !"

দৃশ্যটা দেখে একটা অভিজ্ঞতা মনে পড়লো । একটি কাগজ থেকে আমাকে একটি ফ্যাশন ইন্সটিটিউটের একটি অনুষ্ঠান কভার করতে পাঠানো হয়েছিল । আমি আসনে বসে অনুষ্ঠান দেখছি , হঠাৎ এক সুন্দরী তন্বী আমার পাশে এসে বসলেন । বুঝলাম , মিডিয়ার ব্যাপারটা উনিই সামলাচ্ছেন । সামলাতেই পারেন , কিন্তু নিজে বেশ বেসামাল হয়ে পড়ছিলেন , প্রথমে গা ঘেঁষে কথা বলা(ভালই লাগছিল), তারপর প্রায় কোলে চড়ার উপক্রম । বক্তব্য একটাই , রিভিউটা যেন বে-শ ব-ড় করে বের হয় ! যত বলি , সেটা আমার ওপর নির্ভর করে না , লেখা জমা দিয়েই আমার কাজ শেষ , তিনি সে কথা মানবেনই না । আমি যেন বিরাট কেউকেটা(কাজ হাসিল করার জন্য কাচ্চি ঘানি সর্ষের তেল দাওয়া , রিভিউ বেরোবার পরে দেখা হলে আর চিনবেনই না ! এই ধরণের মানুষদের অল্পবিস্তর চিনি অনেকদিন থেকে ) । প্রভাবিত করার রাস্তাটি বুঝে খুব বিরক্ত লেগেছিল । পরে বেরোনোর সময় সিগারেট ফুঁকতে ফুঁকতে আরেক দফা একই ঘটনার পুনরাবৃত্তি । আমি আবার মেয়েদের সিগারেট খাওয়ার ব্যাপারটা একেবারে মেনে নিতে পারিনা । চোখে লাগে । চোখ অভ্যস্ত নয় বলেই । জলপাইগুড়িতে পঁচিশ বছর কাটিয়েছি । কোনওদিন কোনও বান্ধবী সিগারেট খায়নি । বিরক্তিটা তাই আরও প্রবল হল । ঠিক করলাম , ফিরে গিয়ে অফিসকে ঘটনাটা জানাবো । এমন ঘটনা তো বড়দের বলা যায়না চট করে । তাই আমার প্রায় সমবয়সী এক বিখ্যাত সাংবাদিককে ঘটনাটা বললাম । বিরক্তিও গোপন করলাম না । কিমাশ্চর্যম অতঃপরম, সে সব শুনে অট্টহাসিতে ফেটে পড়লো ! তারপর , কিছুক্ষণ বাদে নিজেকে একটু সামলে নিয়ে বললো , তোমার যেটা মনে হয় , সেটাই লিখবে । লিখেওছিলাম ! সে গল্প আরেকদিন !



দিনলিপি

দিনলিপি লিখন

দিনলিপি কি


দিনলিপি রচনা

দিনলিপি মানে কি

দিনলিপি কাকে বলে


দিনলিপি অর্থ







কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Don't forget to like, comment, share and subscribe to my Blog. Thank you.

কেরালার বৃহত্তম জিপলাইন adventure sport

  ### কেরালার বৃহত্তম জিপলাইন ভারতের দক্ষিণাঞ্চলের রাজ্য কেরালা, যার প্রাকৃতিক সৌন্দর্য ও বৈচিত্র্যময় পরিবেশ পর্যটকদের আকর্ষণ করে, সেখানে এ...