মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১

The campaign for the 2021 Assembly elections in Barrackpore saw impeccab...




raj chakraborty tmc,রাজ চক্রবর্তী ভোট প্রচার,Raju Chakraborty Indian film director,https://g.co/kgs/Mz8hWj,রাজ চক্রবর্তী,raj chakraborty,raj chakraborty first wife,raj chakraborty baby,raj chakraborty movie,raj chakraborty song,raj chakraborty lifestyle,raj chakraborty interview,raj chakraborty house,raj chakraborty new movie,raj chakraborty halisahar house,raj chakraborty family,raj chakraborty entertainment

রবিবার, ২৮ মার্চ, ২০২১

Trinamool Congress nominee Raj Chakraborty in the campaign for Assembly ...






raj chakraborty tmc,রাজ চক্রবর্তী ভোট প্রচার,Raju Chakraborty Indian film director,https://g.co/kgs/Mz8hWj,রাজ চক্রবর্তী,raj chakraborty,raj chakraborty first wife,raj chakraborty baby,raj chakraborty movie,raj chakraborty song,raj chakraborty lifestyle,raj chakraborty interview,raj chakraborty house,raj chakraborty new movie,raj chakraborty halisahar house,raj chakraborty family,raj chakraborty entertainment

শনিবার, ২৭ মার্চ, ২০২১

ভোটে নৈকট্য ২০২১!

চিত্রতারকা ভোট প্রার্থী এসেছেন পাড়ায় । ভোটের কথা মাথায় উঠেছে । তারকার সাথে সবাই নিজস্বী তুলতে চায় । তেমনই এক ষোড়শী পুরুষ প্রার্থীর গা ঘেঁষে দাঁড়ালো সেলফি তুলবে বলে , স্বাভাবিক সঙ্কোচে একটু দূরত্ব বজায় রেখে , গায়ে গা না ঠেকিয়ে । পাশে , মা - কাকীমার বয়সের একজন মহিলা দাঁড়িয়ে ছিলেন । তিনি মুখ টিপে হেসে, চাপা গলায় বললেন --- "আরে যা না , আরেকটু কাছে" , বলে মেয়েটিকে তারকার দিকে ঠেলে দিলেন ! তারকা হওয়ার কত সুবিধা ! কাকীমারা পর্যন্ত নৈকট্যে বাধা হয়ে দাঁড়ান না ! একেবারে স্বপন বসুর 'নন্দলাল - দেবদুলাল' গানটির লাইন যেন চোখের সামনে --- "মন্ত্রী বা এম এল এ হলে , সব কলঙ্ক যাবে চলে / জয় কালী , জয় কালী বলে দাও ঝুলিয়ে , দাও ঝুলিয়ে !"

দৃশ্যটা দেখে একটা অভিজ্ঞতা মনে পড়লো । একটি কাগজ থেকে আমাকে একটি ফ্যাশন ইন্সটিটিউটের একটি অনুষ্ঠান কভার করতে পাঠানো হয়েছিল । আমি আসনে বসে অনুষ্ঠান দেখছি , হঠাৎ এক সুন্দরী তন্বী আমার পাশে এসে বসলেন । বুঝলাম , মিডিয়ার ব্যাপারটা উনিই সামলাচ্ছেন । সামলাতেই পারেন , কিন্তু নিজে বেশ বেসামাল হয়ে পড়ছিলেন , প্রথমে গা ঘেঁষে কথা বলা(ভালই লাগছিল), তারপর প্রায় কোলে চড়ার উপক্রম । বক্তব্য একটাই , রিভিউটা যেন বে-শ ব-ড় করে বের হয় ! যত বলি , সেটা আমার ওপর নির্ভর করে না , লেখা জমা দিয়েই আমার কাজ শেষ , তিনি সে কথা মানবেনই না । আমি যেন বিরাট কেউকেটা(কাজ হাসিল করার জন্য কাচ্চি ঘানি সর্ষের তেল দাওয়া , রিভিউ বেরোবার পরে দেখা হলে আর চিনবেনই না ! এই ধরণের মানুষদের অল্পবিস্তর চিনি অনেকদিন থেকে ) । প্রভাবিত করার রাস্তাটি বুঝে খুব বিরক্ত লেগেছিল । পরে বেরোনোর সময় সিগারেট ফুঁকতে ফুঁকতে আরেক দফা একই ঘটনার পুনরাবৃত্তি । আমি আবার মেয়েদের সিগারেট খাওয়ার ব্যাপারটা একেবারে মেনে নিতে পারিনা । চোখে লাগে । চোখ অভ্যস্ত নয় বলেই । জলপাইগুড়িতে পঁচিশ বছর কাটিয়েছি । কোনওদিন কোনও বান্ধবী সিগারেট খায়নি । বিরক্তিটা তাই আরও প্রবল হল । ঠিক করলাম , ফিরে গিয়ে অফিসকে ঘটনাটা জানাবো । এমন ঘটনা তো বড়দের বলা যায়না চট করে । তাই আমার প্রায় সমবয়সী এক বিখ্যাত সাংবাদিককে ঘটনাটা বললাম । বিরক্তিও গোপন করলাম না । কিমাশ্চর্যম অতঃপরম, সে সব শুনে অট্টহাসিতে ফেটে পড়লো ! তারপর , কিছুক্ষণ বাদে নিজেকে একটু সামলে নিয়ে বললো , তোমার যেটা মনে হয় , সেটাই লিখবে । লিখেওছিলাম ! সে গল্প আরেকদিন !



দিনলিপি

দিনলিপি লিখন

দিনলিপি কি


দিনলিপি রচনা

দিনলিপি মানে কি

দিনলিপি কাকে বলে


দিনলিপি অর্থ







শুক্রবার, ২৬ মার্চ, ২০২১

জীবন যেমন

২০১১ সাল । একটা এস এম এস প্রতিযোগিতায় জিতে এ বি পি আনন্দের এক তর্কযুদ্ধের আসরে গিয়েছি । আমন্ত্রণ পত্রের নীচেই লেখা , শেষে 'হাই টি'-এর আয়োজন আছে । কথাটার মানে জানতাম না , বাবার কাছ থেকে জেনে নিলাম । প্রসঙ্গত , আমি অভিধান দেখা শুরু করেছি বাবা গত হওয়ার পরে । যাইহোক , অনুষ্ঠানে তাবড় তাবড় সব বক্তা ছিলেন । তালিকা দিয়ে লেখা দীর্ঘায়িত করতে চাইনা । ওঁদের তো টিভিতে দেখিই । আমি আমার চারপাশটা ভালভাবে দেখছিলাম । অনুষ্ঠানটি আয়োজিত হয়েছিল পার্ক স্ট্রিটের 'দ্য পার্ক' হোটেলের প্রেক্ষাগৃহ 'গ্যালাক্সিতে' । সত্যিই সেদিন নক্ষত্র সমাবেশ হয়েছিল ওখানে । পাশেই 'ট্রিঙ্কা'জ' । ঊষা উথথুপের উত্থান এখান থেকেই , কাগজে পড়েছিলাম । 'দ্য পার্ক'- এ ক'টা তারা ? আমার জানা নেই । জানার আগ্রহও নেই । তবে কাচের দরজার সামনে দাঁড়ালে স্বয়ংক্রিয় দরজা আপনিই খুলে যায় , বেসিনের কলের তলায় হাত রাখলে জল পড়ে , হাত সরালে জল পড়া বন্ধ হয়ে যায় । হাত শুকানোর জন্য রুমাল বের করার দরকার হয়না , একটা মেশিনের নীচে হাত পাতলে , হাত নিজেই শুকিয়ে যায় , কিন্তু কষ্ট করে হাতটা পাততে হয় ! আমার কাছে সম্পূর্ণ এক নতুন জগৎ । এসব দেখছিলাম ঘুরে ঘুরে । এ বি পি আনন্দের গেস্ট , ঘ্যাম ব্যাপার । অবশ্য শুধু আমি নই , আরও অনেকেই আমন্ত্রিত ছিলেন । প্রেক্ষাগৃহে আমাদের বসার জায়গার বাঁদিকে টি ভি চ্যানেলের যন্ত্রের সারি বা প্যানেল । উপর থেকে ছবি নেওয়ার জন্য ছোট ক্রেন । আমি যে টেবিলে বসেছি , তারই একদিকে বসেছেন শাঁওলি মিত্র । প্যানেলের পিছন দিকে , হাতে স্ক্রিপ্ট নিয়ে, খুব টেনশনে ভোগা ছাত্রের মত চিন্তিত মুখে পায়চারি করছেন সুমন দে । এই অবস্থাটা আমার খুব চেনা , কারণ ছোটবেলায় এবং বড়বেলায় আমি পড়া মুখস্থ করতে হলে এভাবেই করি , এবং আরও অনেককে জানি যাঁদের একই অভ্যেস । কিছুক্ষণ পরে সুমন আসনে এসে বসলেন । অতিথিদের সাথে কথা বলছেন , কিন্তু চোখেমুখে টেনশনের ছাপ স্পষ্ট পড়া যায় । হঠাৎ আমাদের পিছন দিক থেকে অনুষ্ঠান পরিচালকের গলা ভেসে এল মাইক্রোফোনে । প্রথম নির্দেশ দর্শকদের প্রতি --- অনুষ্ঠান চলাকালীন আপনারা উঠবেন না বা হাঁটাহাঁটি করবেন না । তার পরের কথাটা সুমন দে-কে উদ্দেশ্য করে বলা ---- সুমন রেডি ? এবার যাব । সুমন অস্ফুটে উত্তর দিলেন --- রেডি । তারপর স্টার্ট সাউন্ড , রোল ক্যামেরা ... ফাইভ , ফোর , থ্রি , টু , ওয়ান ... তারপর ঠিক দশ সেকেন্ড মত বিরতি দিয়ে সুমন সহাস্যে ক্যামেরার দিকে তাকিয়ে বলতে শুরু করলেন -- নমস্কার , আমি ... ... ... । মুখে টেনশনের চিহ্নমাত্র নেই । এই সুইচ অফ আর অনটা উনি কী করে করলেন , আমি এখনও বুঝে উঠতে পারিনি ।

অনুষ্ঠান শেষে আমাদের 'সামান্য' আপ্যায়নের আয়োজন । দামি ডিশ -কাঁটা-চামচ । কাঁটা-চামচ সামলাবার চেষ্টাই করিনা কোনওদিন । যে যাই করুক , আমার দক্ষিণ হস্তের উপরেই খাওয়ার ব্যাপারটা ছেড়ে দিই । দেখলাম একজন চামচ দিয়ে আলু ভাঙতে যাওয়ায় , আলু ছিটকে পড়ল দামি কার্পেটে । মনে আরও একটু বল পেলাম । বুফে সিস্টেমে খাওয়ার ব্যবস্থায় সম্ভবত মোট চব্বিশ রকম পদ ছিল সেদিন । বিখ্যাত মানুষদের কেউই কিচ্ছু খেলেন না , একজন ছাড়া --- সুগত মারজিত । উনি নামী অধ্যাপক , কলাম লেখক , শাস্ত্রীয় সঙ্গীত গায়ক জানতাম , । জানা ছিল না , উনি খুব খাদ্যরসিকও । সেদিন দু'জন মাত্র , স-ব পদ্গুলি এক হাতা করে চেখে দেখেছিল । প্রথমজন উনি , দ্বিতীয় আমি । আক্ষরিক অর্থেই সেদিন ওনাকে আমি অনুসরণ এবং অনুকরণ করছিলাম । কিছু পদের নাম আমি সেদিনই প্রথম শুনেছিলাম । যেমন -- আর্জেন্টিনার বিখ্যাত চিকেন স্যালাড । আমি তো সাধারণ স্যালাডের মধ্যে সিদ্ধ করা মাংসের লম্বা লম্বা টুকরো ছাড়া আর কোনও পার্থক্য খুঁজে পাইনি । তবে হ্যাঁ , দ্য পার্কের রাঁধুনি বড় ভাল রাঁধে , তাই খাওয়াটা কিঞ্চিৎ বেশি হয়ে গিয়েছিল । তারপর আরেক টেবিলের আয়োজনও ছিল ! এবার ছোট্ট করে একটা চেনা গল্প বলি । একবার শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাছে এসে এক ভক্ত বললেন , ওই জায়গায় খুব বড় সঙ্গীতানুষ্ঠান হচ্ছে । এক ওস্তাদ আসবেন , তিনি বড় ভাল গান । কথাসাহিত্যিকের প্রশ্ন ছিল ---- তোমার ওস্তাদ থামতে জানে তো ? শেষ করলাম , কেমন !
sankhamanigoswami.blogspot.com

এ বি পি আনন্দ খবর



এ বি পি আনন্দ বাংলা খবর


এ বি পি আনন্দ আজকের খবর


এ বি পি আনন্দ লাইভ


এ বি পি আনন্দ খবর লাইভ






বুধবার, ২৪ মার্চ, ২০২১

After a busy day in the hot summer, drinking a glass of yoghurt before s...





"yoghurt","lassi","https://g.co/kgs/wRMjF4","Salted lassi","sweet lassi","salted lassi benefits","salted lassi calories","salted lassi vs sweet lassi","masaledar lassi","salt lassi recipe","masala lassi","sweet and salt lassi","barrackpore","vlog","west bengal","north 24 parganas","kolkata",After a busy day in the hot summer,drinking a glass of yoghurt before sunset will add to the soul.

বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১

মিত্র না অমিত্র ? সাংবাদিকতার নীতিমালা

মাস কমিউনিকেশন যারা পড়তে যায় তাদের একটা বড় লাভ এই যে , তাবড় তাবড় সাংবাদিকদের শিক্ষক হিসেবে পাওয়া যায় । ২০০৫ সালে আমাদের তেমনি সম্পাদনা(Editing) পড়াতেন আনন্দবাজার পত্রিকার সাংবাদিক রথীন মুখোপাধ্যায় । স্যর একজন অগ্রজের গল্প করেছিলেন একদিন । হয়ত নিউজ বিভাগে খবর এল , কোনও এক জায়গায় একটা দুর্ঘটনায় সাতজন মারা গেছে । এই শুনে ওই বিভাগীয় প্রধান বলতেন --" ধুর , মাত্র সাত জন !" এরকম মন্তব্য তখন শিক্ষানবিশ স্যরের কানে লাগত । খারাপ লাগত । একদিন সাহস করে বিভাগীয় প্রধানকে জিজ্ঞেসই করে ফেলেছিলেন --- "আপনার খারাপ লাগে না এরকম কথা বলতে ? আরও বেশি লোক মারা গেলে আমাদের কী লাভ ?" শিক্ষানবিশের সংবেদনশীলতার জায়গাটি বুঝতে পেরে অল্প হেসে স্যরের বস উত্তর দিয়েছিলেন --- "আমাদের লাভ, ভাল শিরোনাম হবে । ৭ জনের মৃত্যু মানুষের মনে-চোখে-মস্তিষ্কে যতটা প্রভাব ফেলে , ৭০ জনের প্রভাব বা ৭০০ জনের প্রভাব তার চেয়ে অ-নে-ক বেশি । আর খবরটা যদি একমাত্র আমরাই দিই , তবে তো আরও বেশি লাভ ।" পোড় খাওয়া সেই সাংবাদিক সেদিন মানবিকতা আর ব্যবসা -- দু'দিকেই ভারসাম্য বজায় রেখে চলার ক্ষেত্রে সাংবাদিকদের কঠিন দায়িত্বের কথা অনেকটা সময় ধরে স্যরকে বুঝিয়ে দিয়েছিলেন ।

বেশ কয়েক বছর আগে কাশ্মীর ঘুরতে গিয়ে পর্যটকদের একটা দল জঙ্গিদের গ্রেনেড হামলার মুখে পড়েছিল । ওই ঘটনায় বেশ কয়েকজন পর্যটক মারা যান , বাকিরা মারাত্মক আহত হন এবং তাঁদের অঙ্গহানি হয় । পর্যটকদের কফিনবন্দী দেহ যখন কলকাতা বিমানবন্দরে নামানো হয় , তখন অন্য সাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়েছিল , বেশ কয়েকজন সাংবাদিক কফিনবন্দী দেহগুলির ওপর দাঁড়িয়ে ছবি তুলছেন । সমাজে ছিছিক্কার পড়ে গিয়েছিল , বহু কাগজের উত্তর সম্পাদকীয় ও সম্পাদকীয় স্তম্ভে উঠে এসেছিল সেই পুরনো প্রশ্ন । মানবিকতা আগে , না সাংবাদিকতা আগে ? সাংবাদিকদের অবস্থাটা আসলে শাঁখের করাতের মত , আসতেও কাটে , যেতেও । খবর না করলে তুমুল প্রতিযোগিতার বাজারে কাগজ বা চ্যানেল উঠে যাবে । আবার কাজের সময় সব দিক বজায় রেখে - চিন্তা করে কাজ করতে হলে হয় কাজটাই হবে না , নয়ত অন্য কেউ আগে করে ফেলবে । ফলে সাংবাদিকদের একটা কথাই মাথায় থাকে , যেন তেন প্রকারেণ কাজটা করতে হবে এবং সফলভাবে করতে হবে । আজ থেকে একশো বছর পরে ছবিটা বা ভিডিওটা থাকবে , সেটা কফিনের ওপর দাঁড়িয়ে তোলা হয়েছিল কিনা সে কথা কেউ মনে রাখবে না । এটাই নির্মম বাস্তব ।
আজ এই প্রসঙ্গ আসছে কেন ? কারণ আজ, ১৮- ০৩ -২০২১
সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলবার পর, কয়েক ঘণ্টার মধ্যে মারা গেছেন এক রাজনীতিক । একটি চ্যানেলে দেখছিলাম , সাংবাদিক একই প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে সেই রাজনীতিককে বারবার করছিলেন । আপনি কি ওই দল থেকে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে প্রার্থী হচ্ছেন ? উত্তরে না বলা সত্ত্বেও প্রতিবার একই প্রশ্ন করা হচ্ছিল । দেখা গেল , পাশে বসে থাকা ওই রাজনীতিকের পুত্র একবার কথা বলতে বাধা দেওয়ার চেষ্টাও করলেন । কিন্তু তাঁকে থামিয়ে দিয়ে পোড় খাওয়া রাজনীতিক আবারও একই উত্তর দিলেন । কারণ তিনি দীর্ঘ অভিজ্ঞতায় খুব ভালভাবে জানতেন , এটা সাংবাদিকদের খবর জোগাড়ের একটা কৌশল । রাজনীতিকরা একটা কথা বলে বা কোনও কাজ করে পরমুহূর্তেই বলবেন যে সেই কথাটা আদৌ কোনওদিন তিনি বলেনইনি বা সেই কাজটা করেনইনি । আর সাংবাদিকও তাঁর পেট থেকে সত্যি কথাটা বের করতে একই প্রশ্ন বারবার করে যাবেন এই আশায় যে , বিরক্ত হয়ে বা ভুল করে যদি তিনি সত্যি কথাটা বলে ফেলেন । পরিবারের রন্ধ্রে রন্ধ্রে রাজনীতি থাকায় , এই খেলার সঙ্গে তিনি পরিচিত ছিলেন , তাই চ্যালেঞ্জটা নিয়েছিলেন স্বেচ্ছায় ।

কিন্তু খুব কাকতালীয় ও দুর্ভাগ্যজনক ভাবে এই খবর সম্প্রচার হওয়ার পর একই দিনে তিনি গত হলেন । হয়ত তিনি অসুস্থ ছিলেন , হয়ত সেই কারণেই তাঁর পুত্র তাঁকে নিবৃত্ত করার চেষ্টা করছিলেন । কিন্তু কিছু মানুষ এখন বলবেনই কেন তাঁকে একই প্রশ্ন বারবার করা হল ? অসুস্থ শরীরে এমন ইমোশনাল অত্যাচারই তাঁর মৃত্যুর কারণ এমন জল্পনাই দৃঢ় হওয়ার সম্ভাবনা আগামিদিনে প্রবল ।

sankhamani goswami




সাংবাদিকতা

সাংবাদিকতার বৈশিষ্ট্য

সাংবাদিকতা ও গণযোগাযোগ


সাংবাদিকতার সংজ্ঞা


সাংবাদিকতার নীতিমালা





বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১

বিধানসভা নির্বাচন ২০২১-এর প্রচারে ব্যারাকপুর কেন্দ্র থেকে মনোনীত তৃণমূল কংগ্রেস প্রার্থী রাজ চক্রবর্তী ।

১০৮ব্যারাকপুরে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২১- এর নির্বাচনী প্রচারে তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী রাজ চক্রবর্তী , তৃণমূলের উত্তর চব্বিশ পরগনা জেলা পর্যবেক্ষক জ্যোতিপ্রিয় মল্লিক , কলকাতার মেয়র তথা পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, ব্যারাকপুর পুর প্রশাসকমণ্ডলীর প্রধান উত্তম দাস প্রমুখ । প্রথমবার , রবিবার , ০৭/০৩/২০২১ তারিখে । ছবি : শমীক গোস্বামী । 

raaj chakraborty.

raaj chakraborty

raaj chakraborty in his constituency nona chandanpukur, barrackpore.

raaj chakraborty in barrackpore constituency

raaj chakraborty in barrackpore constituency

raaj chakraborty in barrackpore constituency

raaj chakraborty

raaj chakraborty

raaj chakraborty

raaj chakraborty

raaj chakraborty

Uttam das. chairman, barrackpore municipality

Uttam Das. chairman, barrackpore municipality




raj chakraborty tmc,রাজ চক্রবর্তী ভোট প্রচার,Raju Chakraborty Indian film director,https://g.co/kgs/Mz8hWj,রাজ চক্রবর্তী,raj chakraborty,raj chakraborty first wife,raj chakraborty baby,raj chakraborty movie,raj chakraborty song,raj chakraborty lifestyle,raj chakraborty interview,raj chakraborty house,raj chakraborty new movie,raj chakraborty halisahar house,raj chakraborty family,raj chakraborty entertainment

 

মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১

Raj Chakraborty, TMC nominee from Barrackpore constituency in WestBengal...





raj chakraborty tmc,রাজ চক্রবর্তী ভোট প্রচার,Raju Chakraborty Indian film director,https://g.co/kgs/Mz8hWj,রাজ চক্রবর্তী,raj chakraborty,raj chakraborty first wife,raj chakraborty baby,raj chakraborty movie,raj chakraborty song,raj chakraborty lifestyle,raj chakraborty interview,raj chakraborty house,raj chakraborty new movie,raj chakraborty halisahar house,raj chakraborty family,raj chakraborty entertainment

সোমবার, ৮ মার্চ, ২০২১

সহযাত্রী

বেশ কয়েক বছর আগের কথা , ২০১০ বা ২০১১ হবে । বাবা জলপাইগুড়ি যাবেন তিস্তা তোর্সায় , সাথে আমি যাচ্ছি শিয়ালদায় তুলে দিতে । ব্যারাকপুরে লালগোলা ফাস্ট প্যাসেঞ্জার দাঁড়িয়ে । উঠে পড়লাম । কারণ, এর পরে শিয়ালদার আগে একটাই স্টপে থামবে , দমদম । তো দমদম পর্যন্ত ট্রেন পক্ষীরাজ ঘোড়ার মত ছুটল । তারপর দমদম স্টেশনের একটু আগে দাঁড়িয়ে পড়ল , এবং দাঁড়িয়েই রইল পরবর্তী পাক্কা দু'ঘণ্টা । ট্রেন থেকে নেমে, আমরা যখন তিস্তা তোর্সার সামনে হাঁপাতে হাঁপাতে পৌঁছলাম , তখন গা ঝাড়া দিয়ে ট্রেন চলতে শুরু করেছে । প্ল্যাটফর্ম ছাড়ার আগে, সব ট্রেনের গার্ডই দরজার সামনে দাঁড়িয়ে সামনে নজর রাখেন , যাতে শেষ মুহূর্তে ওঠানামা করতে গিয়ে কোনও দুর্ঘটনা না ঘটে । আমি দেখলাম ট্রেন যদি না থামে , বাবার পক্ষে ওঠা অসম্ভব । নিরুপায় হয়ে বাবার কাছ থেকে টিকিটটা নিয়ে দৌড়তে দৌড়তে গার্ডের কাছে পৌঁছে গপ্পোটা ছোট করে বললাম । গার্ড দূরে দাঁড়ানো বাবার দিকে ইঙ্গিত করে বললেন , ওনাকে ডাকুন । ট্রেন কয়েক সেকেন্ডের জন্য থামল । ওনার নির্দেশে বাবাকে গার্ডের কেবিনের পর, ট্রেনের লেজের দিকে প্রথম, মহিলা কামরায় তুলে দিলাম । বাবার যাওয়ার ঠিক আগে চলন্ত ট্রেনের মহিলা কামরা থেকে, অনন্যোপায় হয়ে মহিলা কামরায় ওঠা পুরুষ যাত্রীকে ঠেলে ফেলে দেওয়ার ঘটনা কাগজে বেরিয়েছিল । সেটা মাথায় ছিল । ফলে বারে বারে ট্রেনের ওই কামরার মহিলা যাত্রীদের বলে দিয়েছিলাম , বাবা নৈহাটিতেই কামরা বদল করে নেবেন । বাবা তখনও হাঁপাচ্ছেন , তাই দেখে আমার নম্বরটা দিয়ে বলেছিলাম , প্রয়োজনে দয়া করে যেন ফোন করেন ।

এরপর বাড়িতে ফিরে এসে কিছুক্ষণ খুব উদ্বেগে কাটল । তারপর বাবার বহু আকাঙ্ক্ষিত ফোনটা এলো । বাবা জানালেন , নৈহাটি পর্যন্ত কামরার সব বয়সী মহিলারা রীতিমত বাবার পরিচর্যা করেছেন । নৈহাটি এলে বাবা তুলনামূলক ভাবে সুস্থ , এ বিষয়ে নিশ্চিত হয়ে তারপর গার্ডকে বলে, নিজেরাই বাবার ব্যাগ বয়ে নির্দিষ্ট কামরায় তুলে দিয়েছেন শতবার বারণ করা সত্ত্বেও । কথাগুলো বলতে বলতে বাবা আবেগাপ্লুত হয়ে পড়লেন , আর আমরাও । এমন সহযাত্রী পেলে বেঁচে থাকাটা সত্যিই খানিকটা সহজ হয়ে ওঠে ।



ladies compartment

দিনলিপি


দিনলিপি লিখন

দিনলিপি কি




বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১

Violin for 3 year old. My first violin toy.Violin for beginners.Toy Viol...





বাদ্যযন্ত্র বাজানো,জলতরঙ্গ বাদ্যযন্ত্র,সারেঙ্গী বাদ্যযন্ত্র,কাহন বাদ্যযন্ত্র,এসরাজ বাদ্যযন্ত্র,musical instruments sounds,musical instruments songs,musical instruments for kids,musical instruments names,musical instruments drawing,musical instruments ringtone,musical instruments cocomelon,musical instruments and their sounds,musical instruments sounds for kids,musical instruments,music musical instruments names and sounds

বুধবার, ৩ মার্চ, ২০২১

বসন্তের বার্তা দিতে শিমুল গাছের ডালে পাখিদের কিচিরমিচির , নীল আকাশের বুক...








শিমুল ফুলের উপকারিতা,শিমুল গাছের ফুল,bombax ceiba,red cotton tree,cotton tree,shimul flower,shimul flower drawing,shimul flower in bengali,shimul flower season,red cotton tree bombax ceiba,red silk cotton tree,bombax ceiba tree,bombax ceiba seed germination,bombax ceiba bonsai,bombax ceiba cotton,bombax ceiba root powder benefits,bombax ceiba flower,bombax ceiba seeds,bombax ceiba leaf,bombax ceiba flowering season,bombax ceiba fruit

রবিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২১

সংস্কারের অভাবে ২৪০ বছরের পুরনো জগদ্ধাত্রী ও শিব মন্দির ধূলিসাৎ হওয়ার দি...




Jagaddhatri Temple,Titagarh,ব্যারাকপুর,West Bengal,places to visit in barrackpore,places to visit around barrackpore,"vlog","entertainment","barrackpore","barrackpore1780","chanak barrackpore","সংস্কারের,অভাবে,২৪০ বছরের,পুরনো,জগদ্ধাত্রী ও শিব,মন্দির,ধূলিসাৎ,হওয়ার,দিন গুনছে,ব্যারাকপুরে","historical places in barrackpore","Barrackpore history","Barrackpore Tourist spot ","Historical places in Kolkata"

শুক্রবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২১

কিছুটা ঘটে । ভূতের গল্প বাংলায় ।

রোমানিয়ার হোয়া বাচু অরণ্যের নাম শুনেছেন নিশ্চয়ই । এটিকে পৃথিবীর সবচেয়ে ভৌতিক অরণ্য বলা হয় । গভীর অরণ্যের মাঝখানে একটি ফাঁকা জায়গা আছে , যেখানে ঘাসও জন্মায় না । গাছ লাগালেও মরে যায় । বারমুডা ট্রায়াঙ্গেলের মত, এই রহস্য উন্মোচন করতেও বহু অভিযান করা হয়েছে । কিন্তু ভৌতিক-অলৌকিক ঘটনাগুলি কেন ঘটে , এই প্রশ্নের কোনও সদুত্তর পাওয়া যায়নি । রোমানিয়া যেতে সময় লাগবে । আপাতত , খুব নিকটজনেদের কাছে শোনা তিনটি ঘটনা বলি । 

     রবীন্দ্রনাথ সত্যিই প্ল্যানচেট করতেন কিনা জানা নেই , তবে কয়েক দশক আগে পর্যন্ত প্ল্যানচেট করার খুব চল ছিল । আমার এক নিকটাত্মীয়ের এতে খুব আগ্রহ ছিল । ঠাকুরদার এ ব্যাপারে কড়া নিষেধ ছিল বলে , তাঁর অজ্ঞাতে গ্রামের বাড়ির একটা অংশে বোর্ড বসেছিল । সেই ঘটনার আগে আমাদের এক জ্ঞাতি মারা যান । ঠিক করা হয়, তাঁকেই ডাকা হবে । পরিকল্পনামাফিকই সব এগোচ্ছিল । হঠাৎ মিডিয়াম হয়েছিলেন যিনি , তিনি কাগজে পেনসিল দিয়ে খসখস করে ঝড়ের বেগে কিছু লিখে দেন । সবাই দেখেন , তাতে লেখা --- "এভাবে ডেকো না , বড্ড কষ্ট হয় ।" এর অব্যবহিত পরেই গোটা বাড়ি মড়া পোড়ার গন্ধে ভরে ওঠে । ঠাকুরদা ছুটে আসেন । সবাই ভীষণ বকা খান । 

     দ্বিতীয় ঘটনাটা আমার এক বন্ধুর স্বর্গত বাবার মুখ থেকে শোনা । কাকু উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থায় কাজ করতেন । চাকরিজীবনের প্রথম দিকের ঘটনা , তখন কাকুর পোস্টিং কোচবিহারে । বয়স কম , বিয়ে করেননি , রক্তে অ্যাডভেঞ্চারের নেশা । যা হয় , ইচ্ছে করেই একটা পাণ্ডববর্জিত জায়গায় ঘর ভাড়া নিয়েছেন । একাই থাকেন । বাড়ির চারপাশে ফাঁকা মাঠ । তখন শীতকাল । এটা সেই সময়ের কথা বলছি , যখন উত্তরবঙ্গে সত্যিই মাঘের শীতে বাঘ পালাত । একদিন কাকু ডিউটি করে এসে , রাতের খাওয়া সেরে শুয়ে পড়েছেন । ঘণ্টা দুয়েক কাটার পর , কাকুর আচমকা ঘুম ভাঙল, দরজা আর জানলাগুলোয় একসঙ্গে প্রচণ্ড কাঁপুনির শব্দে । কালবৈশাখী ঝড় এলে যেমনটা হয় । অথচ শীতকাল । মেঘমুক্ত আকাশ , ঝড়ের আভাসটুকুও নেই । কাকু প্রথম ভাবলেন পাড়ায় নতুন অতিথির সাথে বোধহয় পাড়ার ছেলেরা মশকরা করছে ! "অ্যাই , কে রে" -- হাঁক ছেড়ে দরজা খুলে বাইরে বেরিয়ে এসে দেখলেন কেউ নেই । চক্ষু-কর্ণের বিবাদভঞ্জন করতে গোটা বাড়ি বড় টর্চ হাতে পাক খেলেন । নাহ , কেউ কোথাও নেই । ভাবলেন ভয় পেয়ে সবাই লুকিয়ে পড়েছে । নিশ্চিন্ত হয়ে ঘরে ফিরে শুতেই একই ঘটনার পুনরাবৃত্তি । এবার কাকু দৌড়ে বাইরে বেরোলেন । চারিদিকে ফাঁকা মাঠ , একপাশে জঙ্গল । লুকোতেও তো সময় লাগবে । হাতেনাতে পাকড়াও করবেন সবাইকে , এমন একটা ভাব নিয়ে বাইরে বেরোতেই আবারও একই অভিজ্ঞতা হল । সে রাতে আরও কয়েকবার দরজা-জানলা কেঁপেছিল , কাকু আর দরজা খোলেননি । এই ঘটনার কোনও ব্যাখ্যাও স্থানীয় মানুষদের থেকে না পেয়ে বাড়ি পাল্টে নিয়েছিলেন । 

      তৃতীয় ঘটনাটা ব্যারাকপুরে আমাদের এক প্রতিবেশীর কাছ থেকে শোনা । অভিজ্ঞতাটা লোকাল ট্রেনে তাঁর সহযাত্রীর । এখানে সাইকেল-স্কুটার গ্যারেজগুলো রাত এগারোটা , বড়জোর সাড়ে এগারোটার পর সব বন্ধ হয়ে যায় । ট্রেন বিভ্রাটে সেদিন কাকুর সহযাত্রী সেই ভদ্রলোকের ফিরতে সাড়ে বারোটা হয়ে গেছে । গ্যারেজ বন্ধ হয়ে গেছে বলে বাইক নিতে পারেননি , হেঁটেই বাড়ি ফিরছেন । ওনার বাড়ি যাওয়ার পথে তেরো নব্বর রেল গেট পড়ে । অভ্যেসবশত দু'দিক দেখতে দেখতে লেভেল ক্রসিং পার হওয়ার সময়, হঠাৎ ভদ্রলোক রেল লাইন ধরে সালোয়ার-কামিজ পড়া এক ভদ্রমহিলাকে হেঁটে আসতে দেখেন । এই সময় ট্রেন চলাচল প্রায় বন্ধ হয়ে আসে বলে অনেকেই রেল লাইন ধরে হেঁটে আসেন , সময় বাঁচাতে । কিন্তু অত রাতে একজন মহিলাকে লাইন ধরে অন্ধকারের মধ্যে এগিয়ে আসতে দেখে ভদ্রলোক স্বাভাবিকভাবেই একটু অবাক হন । চেনা কেউ কিনা দেখতে দাঁড়িয়ে যান । ততক্ষণে মহিলা অনেকটা কাছে চলে এসেছেন । তারপর ভদ্রলোক যা দেখেন তা রীতিমত রোমহর্ষক । ওঁর নিজের কথায় -- "সবই ঠিক আছে , শুধু ধড়ের ওপর মাথাটা নেই ।" চেতনার শেষ পর্যায়ে গিয়েও কোনওমতে নিজেকে সামলে ভদ্রলোক দৌড়তে দৌড়তে বাড়ি পৌঁছন সেদিন । আজব ব্যাপার , এই ঘটনার কিন্তু পুনরাবৃত্তি হয়নি ।

      বিশ্বাসে মিলায় বস্তু , তর্কে বহুদূর ।   

কিছুটা ঘটে । ভূতের গল্প ।




ভয়ঙ্কর ভূতের গল্প

সত্য ভূতের গল্প

ভয়ঙ্কর ভূতের গল্প বলো

ভয়াবহ ভূতের গল্প

একটি ভূতের গল্প

একটা ভূতের গল্প বলো

একটি ভূতের গল্প শোনাও

ভূতের গল্প pdf




TEDDY BEAR , LET US CHEER ! @ Surendranath Banerjee Road, Barrackpore. F...





"teddy bear","let's cheer","teddy bear toy","teddy bear 5 feet","teddy bear flipkart","6 feet teddy bear online shopping","12 foot teddy bear","teddy bear amazon","archies soft toys","big teddy bear","soft toys for babies","12 foot teddy bear india","6 feet teddy bear","giant teddy bear","50 foot teddy bear","15 foot teddy bear","12 foot teddy bear flipkart","barrackpore","west bengal","north 24 parganas"

মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২১

সরস্বতী পুজোর বাজার । নোনা চন্দনপুকুর ও তালপুকুর , ব্যারাকপুর । বসন্ত পঞ...





সরস্বতী পূজার ভিডিও,শেয়ারচ্যাট সরস্বতী পূজার ভিডিও,"সরস্বতী","পুজোর",ব্যারাকপুর,"বসন্ত পঞ্চমী উদযাপনের আয়োজন","saraswati puja","Basant Panchami","https://g.co/kgs/VuTGz6","saraswati puja 2020","saraswati puja 2021","saraswati puja bengali","saraswati puja vidhi","saraswati puja 2021 bangladesh","saraswati puja 2021 videos",সরস্বতী পূজা ২০২১,সময়সূচী,তারিখ,বাংলা,পূজা,২০২১,সরস্বতী পূজা ২০২১ ছবি

সোমবার, ২২ ফেব্রুয়ারি, ২০২১

"কেউ যদি বেশি খাও , খাওয়ার হিসেব নাও ; কেননা অনেক লোক ভাল করে খায়না ।" ছ...




"sankhamanigoswami","vlog","video of hunger in india","news","hunger",কেউ,যদি,বেশি,খাও,খাওয়ার,হিসেব,নাও ;,কেননা,অনেক,লোক,ভাল,করে,খায়না,State,Hunger,Index,"hunger,in,west bengal","hunger index",hunger,in india,in india 2021",hunger deaths,2021,"causes of,hunger in,india","effects,of hunger,in india","https://g.co/kgs/b41hNr","hunger meaning",hunger meaning,in bengali,"hunger in india","what causes hunger","barrackpore","north 24 parganas","kolkata"

সারদা মায়ের বাড়ি ও গঙ্গায় স্নানের ঘাট , উদ্বোধন কার্যালয় , প্রথম মঠ ও মি...





মা সারদা মায়ের বাড়ি,সারদা মায়ের বাড়ি,শ্রী শ্রী সারদা মায়ের বাড়ি,Baghbazar,Kolkata,West Bengal,"mother's house","maayer bari bagbazar","maayer ghat","udbodhon office","bagbazar kolkata","travelogue","west bengal","india","kolkata","bagbazar ghat","bagbazar ghat video","bagbazar ganga ghat","bagbazar location","bagbazar ghat kolkata","history of bagbazar","সকলের,মা সারদা",মায়ের,জীবনী,মাতৃরুপে মা,সারদা,মা,সারদার,মা সারদার,জন্মতিথি,২০২১,বাণী

রবিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২১

হরেক স্পাইডার ম্যান মাত্র দশ টাকায় হট কেকের মত বিকোচ্ছে কলকাতার লোকাল ট্...




"spiderman toy","spiderman toys amazon india","spiderman toys for kids","spider-man toy set","spiderman toys for boys","spider-man big toys","spider-man toys flipkart","spider-man homecoming toys india","spiderman toys for sale","spiderman toys for girls","damn cheap","west bengal","kolkata","moving spiderman toy","climbing spiderman toy",সস্তায়,স্পাইডারম্যান,খেলনা,বিক্রি,হচ্ছে,কলকাতায়,লোকাল,ট্রেনে

সোমবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২১

সরস্বতী পুজো ২০২১

 সরস্বতীপুজো২০২১


জেগে থেকে আলপনা আঁকা হবে সারারাত
তাই দেখে কাল স্কুলে, কতজনে কুপোকাত !
দেখা হবে তিথি মেনে ,নর আর নারীতে
গায়ে হলুদ হবে ,পাঞ্জাবি-শাড়িতে !






ভালবাসা মানে কি কবিতা

সেরা প্রেমের কবিতা

রোমান্টিক প্রেমের কবিতা

ভালবাসা নিয়ে কবিতা







রাতের ভালবাসার কবিতা

গভীর রাতের প্রেমের কবিতা

গভীর ভালবাসার কবিতা

বিরহের কবিতা

Page navigation

সরস্বতী পূজা ২০২১ সময়সূচী

সরস্বতী পূজা ২০২১ তারিখ বাংলা

সরস্বতী পূজা ২০২১ বাংলাদেশ

সরস্বতী পূজা মন্ত্র







সরস্বতী পূজা পদ্ধতি pdf

স্বরসতী পূজা ২০২১ তারিখ বাংলাদেশ

সরস্বতী পূজার মন্ত্র pdf

সরস্বতী ছবি






বাংলার কবিতা

ভালবাসা কবিতা

কবিতা আবৃত্তি

বাংলা শর্ট কবিতা


প্রেমের কবিতা

বিখ্যাত কবিতা

সাম্প্রতিক বাংলা কবিতা

ছোট কবিতা



শুক্রবার, ১২ ফেব্রুয়ারি, ২০২১

Prinsep Ghat , Kolkata. প্রিন্সেপ ঘাট , কলকাতা




how to reach princep ghat

is princep ghat open now

is princep ghat open today

princep ghat quotes

princep ghat boat ride for couple price

princep ghat images

princep ghat kolkata opening time

princep ghat to millennium park




princep,ghat,kolkata,opening,time,princep ghat open timing,"princep ghat open today","princep ghat open now","princep ghat open or close","princep ghat park timing","princep ghat kolkata west bengal","princep ghat","prinsep meaning","prinsep ghat","james prinsep","James Prinsep","https://g.co/kgs/jasedb","travelogue","west bengal","kolkata","প্রিন্সেপ ঘাট","কলকাতা","2nd hooghly bridge"," river ganges "


শনিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২১

বিদ্যাসাগর সেতু । দ্বিতীয় হুগলী সেতু । কলকাতা । নাক বরাবর নবান্ন ।





Vidyasagar Setu video,বিদ্যাসাগর সেতু ভিডিও,vidyasagar setu,vidyasagar setu image,vidyasagar setu history,vidyasagar setu photo,vidyasagar setu at night,vidyasagar setu is built on the river,vidyasagar setu location,vidyasagar setu pictur,বিদ্যাসাগর সেতু কলকাতা,বিদ্যাসাগর সেতু,বিদ্যাসাগর সেতু গঙ্গাবক্ষে,বিদ্যাসাগর সেতু ছবি,বিদ্যাসাগর সেতু দেখব,বিদ্যাসাগর সেতু হাওড়া,বিদ্যাসাগর সেতু সম্পর্কে

শুক্রবার, ৫ ফেব্রুয়ারি, ২০২১

তিলোত্তমাসম্ভব । ছোট ছবি । শঙ্খমণি গোস্বামী ।





Vidyasagar Setu video,বিদ্যাসাগর সেতু ভিডিও,vidyasagar setu,vidyasagar setu image,vidyasagar setu history,vidyasagar setu photo,vidyasagar setu at night,vidyasagar setu is built on the river,vidyasagar setu location,vidyasagar setu pictur,বিদ্যাসাগর সেতু কলকাতা,বিদ্যাসাগর সেতু,বিদ্যাসাগর সেতু গঙ্গাবক্ষে,বিদ্যাসাগর সেতু ছবি,বিদ্যাসাগর সেতু দেখব,বিদ্যাসাগর সেতু হাওড়া,বিদ্যাসাগর সেতু সম্পর্কে

বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২১

"পারো যদি দেখে যেও বেঁচে থাকা কারে বলে , এসো আমার শহরে একবার ।" বড় বাজার...





"sankhamani goswami","vlog","entertainment?","list of slums in kolkata","slum areas in kolkata","slum kolkata","slums in kolkata","slums in india","slum population in kolkata census 2011","bustees the recognized slums of kolkata","bustees in kolkata ","west bengal","kolkata","কলকাতা বস্তি",পারো,যদি,দেখে,যেও,বেঁচে,থাকা,কারে,বলে,এসো,আমার,শহরে,একবার,"বড়বাজার","কলকাতা","বিপজ্জনক জীবনযাপন","barabazar","risky living"

বুধবার, ৩ ফেব্রুয়ারি, ২০২১

দোলযাত্রা বা হোলি নিয়ে ভারতে প্রচলিত নানা পৌরাণিক কাহিনি Mythological s...





"sankhamani goswami","vlog","entertainment","holi","দোলযাত্রা",দোলযাত্রা,বা হোলি,নিয়ে,ভারতে,প্রচলিত,নানা,পৌরাণিক,কাহিনি,"Mythological,stories,related to,Holi in,india","দোল উৎসব রচনা ছোটদের","দোল উৎসবের তাৎপর্য","বসন্ত উৎসব সম্পর্কে","হোলি শব্দের উৎপত্তি কোথা থেকে","দোল পূর্ণিমা ২০২১","বসন্ত উৎসব","হোলি খেলা","হোলি কবে","শুভ দোলযাত্রা","দোল পূর্ণিমা","দোলযাত্রা 2021","শুভ দোল পূর্ণিমা","story of holi","story of holika","why is holi celebrated with colours"

রাতপরী

              পঁচিশ বছর আগেকার কথা । মামাবাড়িতে ঘুরতে বোলপুরে এসেছি । অবশ্য এখানে আসার সেটাই একমাত্র কারণ নয় , হাতে কিছু কাজও আছে । আর সেগুলো নিয়েই খুব ছোটাছুটি করতে করতেই দু’তিন দিন কোথা দিয়ে যে বেরিয়ে গেল , টেরই পেলাম না । যাইহোক নির্দিষ্ট দিনে ফেরার জন্য রাতের খাওয়া সেরে স্টেশনে গিয়ে ট্রেনের অপেক্ষায় দাঁড়ালাম । আমার সঙ্গে আছে একটা সুটকেস আর একটা শান্তিনিকেতনী ঝোলা ব্যাগ । খোঁজ নিয়ে জেনেছি , ট্রেন বেশ খানিকটা লেটে চলছে । প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছেন বেশ কয়েকজন যাত্রী । আমি একমনে উল্টোদিকের প্ল্যাটফর্মের দেওয়ালে বহুবার দেখা বিরাট টাইলসের ম্যুরালটা দেখছি । কতক্ষণ এভাবে তাকিয়েছিলাম খেয়াল নেই । হঠাৎ বাঁদিকে তাকিয়ে লক্ষ্য করলাম , গেট পেরিয়ে স্টেশনে ঢুকছে এক ক্ষীণকায়া তরুণী । চোখে চশমা , চলাফেরার ভঙ্গী খুব চটপটে । পরনে একখানা বাটিক প্রিন্টের লাল রঙা সালোয়ার-কামিজ । একই রঙের ওড়নাখানা গলার দু’পাশ দিয়ে নেমে গেছে পিঠের দিকে । আমার দিকে বেশ খানিকটা এগিয়ে আসাতে দেখলাম , দু’গালে বেশ কিছু ব্রণের দাগ আছে । মেয়েটি আহামরি কিছু সুন্দরী নয় , তবে চেহারায় সজীবতা আছে , স্নিগ্ধতা আছে । চোখের ভাষায় স্পষ্ট পড়া যায় বুদ্ধির ছাপ । মেয়েটির দু’হাতে দু’টি ব্যাগ । সঙ্গে একজন বয়স্ক ভদ্রলোক এসেছেন ।

            কিছুক্ষণ বাদে ট্রেন এলো । সঙ্গের ভদ্রলোকটির তীব্র আপত্তি সত্ত্বেও দেখলাম , মেয়েটি নিজেই ভারী ব্যাগ দু’টো বয়ে কামরায় উঠল । আমার সাথে , একই কামরায় । বোলপুরে দার্জিলিং মেল খুব অল্প সময় দাঁড়ায় । মেয়েটির সাথে যে ভদ্রলোক এসেছিলেন , তিনি ব্যস্তভাবে মেয়েটির বার্থ নম্বর খুঁজতে লাগলেন । আর আমি তাঁর পেছন পেছন ধীরে ধীরে, ইতি-উতি তাকাতে তাকাতে এগোতে লাগলাম । শেষে দেখা গেল , একই কুপেতে প্যাসেজের মধ্যে আমার আপার বার্থ , বিপরীত দিকে লোয়ার বার্থটি সেই মেয়েটির । ট্রেন হুইসল দিচ্ছে এবার । আমি তখনও ব্যাগ নিয়ে দাঁড়িয়ে । আমার বার্থটা ফাঁকা পেয়ে একজন মোটাসোটা ভদ্রলোক সেটার দখল নিয়ে অঘোরে ঘুমোচ্ছেন । তাঁর নিদ্রাভঙ্গের জন্য খুব গলা ফাটাচ্ছি – এমন সময়ে পাশ দিয়ে দরজার দিকে দ্রুত এগিয়ে যেতে যেতে , সেই মেয়েটিকে ট্রেনে তুলে দিতে যিনি এসেছিলেন , তিনি বেশ জোরেই বললেন --- “রাতের গাড়ি… … …একসঙ্গেই যখন যাচ্ছ ভাই… … একটু দেখো ।“ ঘাড় নেড়ে সম্মতিসূচক ভঙ্গী করতে গিয়ে মেয়েটির দিকে চোখ পড়ল । ভ্রূকুটি দেখে বুঝলাম , ভদ্রলোকের এই অনুরোধটি মেয়েটিকে বিশেষ সন্তুষ্ট করতে পারেনি । এটাই তো স্বাভাবিক । প্রত্যেকটা মানুষই স্বয়ংসম্পূর্ণ হতে ভালবাসে । মেয়ে হলেই যে নিজের দায়িত্ব নিজে নিতে পারবেনা --- এরকম একটা ধারণা করা তো ভুল । ভদ্রলোক এরপর তাড়াতাড়ি টা – টা গুডবাই করে নেমে পড়লেন । ট্রেন দুলকি চালে চলতে শুরু করল । এতক্ষণ খেয়াল করিনি , কিন্তু এবার মনে হল মেয়েটি বোধহয় আমার সমবয়সীই হবে । কিছুক্ষণ পরে যখন চেকার এলেন , তখন সব সংশয়ের অবসান হল । আমি চেকারের পাশে ইচ্ছে করেই দাঁড়িয়েছিলাম , টিকিটের মধ্যে বয়সের অঙ্কটা স্পষ্ট চোখে পড়ল । নীচের সিটে মেয়েটির একখানা সুটকেস তখনও খাড়াভাবে রাখা ছিল । তাতে দেখলাম বড় বড় করে ইংরেজি হরফে লেখা একটি নাম --- মৌমিতা চ্যাটার্জি । চটপট সঙ্গের জিনিসপত্র ঠিকঠাক মত গুছিয়ে রেখে শোওয়ার ব্যবস্থা করে , যে যার জায়গায় চলে গেলাম । ঝড়ের বেগে ট্রেন ছুটতে শুরু করেছে । কামরার ভেতরটা নীল আলোয় প্রায়ান্ধকার ।  

              চুপচাপ শুয়ে আছি , বেশ গরম লাগছে । জামার উপরের দু’টো বোতাম খুলে দিলাম । কিছুটা সময় কাটল , কিন্তু কেন জানিনা কিছুতেই দু’চোখের পাতা এক করতে পারছিনা । ডানদিকে কাত হয়ে নীচের দিকে তাকালাম । চুম্বকের মত চোখ টানছে একটি নারী শরীর । মেয়েটি বুক পর্যন্ত একটা পাতলা চাদর টেনে , ডানহাতটা চোখের ওপর আড়াআড়িভাবে রেখে চিত হয়ে শুয়ে রয়েছে । জানলা দিয়ে আসা দমকা হাওয়ায় মাঝেমধ্যেই সরে যাচ্ছে আবরণ । একদৃষ্টে তাকিয়ে রইলাম মেয়েটির ফর্সা মুখের দিকে । মেয়েটিকে পক্কবিম্বাধরোষ্ঠী বলা যেতেই পারে । বারে বারে চোখ যেতে লাগল অল্প ফাঁক করা , যেন তৃষ্ণার্ত ঠোঁট দু’টোর দিকে । এ মুখ আমার যেন খুব চেনা , এমনটা মনে হতে লাগল বারবার । আমি কোনও মহাপুরুষ নই যে চোখ ফিরিয়ে নেব , তবু একভাবে তাকিয়ে থাকতে থাকতে একসময় মনে হল , এভাবে তাকিয়ে থাকাটা উচিত হচ্ছেনা । আচমকা চোখে চোখ পড়ে গেলে , সেটা দু’জনের পক্ষেই চরম অস্বস্তির ব্যাপার হবে । পাশ ফিরে শুলাম কিছুটা অনিচ্ছা নিয়েই । নিজের অজান্তে কখন যেন ঘুমে দু’চোখ জড়িয়ে এল ।

             যখন ঘুম ভাঙল , তখন বেশ বেলা হয়ে গেছে । রিস্টওয়াচের দিকে তাকিয়ে দেখলাম পৌনে আটটা বাজে । অর্থাৎ নিউ-জলপাইগুড়ি পৌঁছোবার আর বেশি দেরী নেই । নেমে এসে চোখ-মুখে জল দিয়ে এসে জানলার ধারে মেয়েটির মুখোমুখি বসলাম । জানলা দিয়ে আসা হাওয়ার ঝাপটা ধীরে ধীরে দূর করে দিচ্ছে আমার শরীর ও মনের সমস্ত জড়তা । জানলার বাইরে প্রতি মুহূর্তে বদলে যাচ্ছে দৃশ্যপট । কিছুক্ষণ বাদে , পাশে বসা সেই মোটামত ভদ্রলোকটি নিজে থেকেই আলাপ জমালেন । বিভিন্ন বিষয় নিয়ে কথা চলতে লাগল তার সাথে । মেয়েটি বাবু হয়ে বসে একখানা পেপারব্যাক ইংরেজি গল্পের বই পড়ছিল সিডনি শেলডনের । হঠাৎ বই থেকে মুখ তুলে কয়েক মুহূর্ত সরাসরি আমার মুখের দিকে তাকিয়ে , আমার বকবকানি শুনতে লাগল । তারপর উপরের ঠোঁট দিয়ে নীচের ঠোঁট চেপে গম্ভীরভাবে জানলার দিকে একপলক তাকিয়ে , আবার বইয়ে মনোনিবেশ করল । আরও কিছুক্ষণ বাদে , নির্ধারিত সময়ের বেশ কিছুটা পরে ট্রেন এন জে পি পৌঁছল । আমি হেলতে –দুলতে ট্রেন থেকে নেমে এসে একটা ফাঁকা জায়গায় দাঁড়ালাম । জিনিসপত্র নিয়ে মেয়েটিও এগিয়ে এলো আমার দিকে । তারপর ব্যস্তভাবে বলল ---“চার নম্বরে লোকাল ট্রেনটা এখনও আছে বোধহয় । তাড়াতাড়ি চল , না হলে আর জায়গা পাব না । জলপাইগুড়ি পর্যন্ত দাঁড়িয়েই যেতে হবে ।“

               আমরা দু’জনে একসাথে ওভারব্রিজের দিকে এগিয়ে গেলাম !





প্রেমের গল্প বাংলা


প্রেমের গল্প রোমান্টিক

প্রেমের গল্প প্রেমের গল্প

প্রেমের গল্প লাভ স্টরি




মঙ্গলবার, ২ ফেব্রুয়ারি, ২০২১

Thinking aloud

Thinking aloud --- উচ্চস্বরে ভাবা । কানে, প্রায় অদৃশ্য হেডফোন গুঁজে কথা বলতে বলতে রাস্তা দিয়ে অন্যমনস্ক হয়ে চলার কথা বা মোবাইলের পর্দায় নিমগ্ন হয়ে রাস্তা দিয়ে হাঁটার কথা বলছিনা , সেটা আলাদা রোগ । ওটা ডিজিঠ্যালা । ডিজিটালের ঠ্যালা , বলা ভাল গুঁতো । আমি বলছি এমনি এমনিই রাস্তা দিয়ে বিড়বিড় করতে করতে হাঁটা বা বাস-ট্রেন-ট্রামের সহযাত্রীর কথা । একবার শুনেছিলাম এক ভদ্রলোক বিড়বিড় করে বলছেন --- "বাড়ি ফেরার সময় কর্নফ্লেক্সটা নিয়ে ফিরতে হবে , দুধ কিনতে হবে , কেলগস... কেলগস ...!" এটা হয় কেন , মনোবিদরা বলতে পারবেন , তবে আজকাল চলাফেরার পথে এই ব্যাপারটা খুব কমন । আরেকবার এ বি পি আনন্দের একটি বিতর্কের অনুষ্ঠানে থাকার সুযোগ হয়েছিল । দেখছিলাম , একজন প্রয়াত অর্থনীতিবিদ সমানে বিড়বিড় করে যাচ্ছেন , যখন চুপ করে আছেন । ঘটনাচক্রে এই অনুষ্ঠানের কিছুদিন পরেই উনি মারা যান ।  আমার ব্যক্তিগত ধারণা আমাদের জীবনযাপনের চাপ মাত্রাতিরিক্ত বেড়ে যাওয়াই এর কারণ । ভাবনাটা আর মনে-মাথায় জায়গায় কুলোচ্ছে না , মেমোরি কার্ড ওভারলোডেড । তাই মাথা আর মনের ভাবনাগুলো মুখ দিয়ে বেরিয়ে আসছে । কাকতালীয় হলেও একটা রসিকতা করাই যায় ! মেমোরি কার্ড পরিমাপের একক হল গিগা বাইট , সংক্ষেপে জিবি । যে মেমোরি কার্ডে বুদ্ধি আর নানারকমের চিন্তা ভরা থাকে , তাকে কী বলা হবে --- বুদ্ধিজীবী ? বাঙালির বুদ্ধিজীবী হিসেবে সারা দেশে খ্যাতি বা কুখ্যাতি আছে । আমার এক বন্ধু বলে --- যার ইন্টেলেক্ট চোয়ালে আটকে থাকে , তাকেই ইন্টেলেকচুয়াল বলে ! অনেকে বলবেন , বাঙালি ভাবে বেশি , করে কম । মানে কাজ করে কম । তাই চোয়াল নিজের অজান্তেও সচল থাকে । 

             আমার পর্যবেক্ষণ একটু অন্যরকম । আমার মনে হয় গড় হিসেবে , সামাজিকভাবে আমাদের জীবন অনেক বেশি ব্যয়বহুল হয়ে উঠছে দিনে দিনে । আবার এর বিপরীতে 'মিনিমাল লিভিং' বা ন্যূনতম প্রয়োজনমাফিক জীবনযাপনও ক্রমশ জনপ্রিয় হচ্ছে সারা বিশ্বে । কিন্তু তাতে অভ্যস্ত হওয়া আপাতভাবে কঠিন কাজ । তাই, আপাতত যদি নিজের যে কোনও একটা দিন সকাল থেকে রাত পর্যন্ত যদি বিচার করি , তাহলেই ব্যাপারটা বেশ ভালভাবে বোঝা যায় । এই খরুচে জীবন যাপনের রসদ জোগানের তো একটা চাপ আছে , ভীষণ চাপ আছে । সেটা সবাই নিতে পারছেন না । এর সঙ্গে যোগ হয়েছে ব্যতিক্রম ছাড়া শারীরচর্চা তলানিতে এসে ঠেকা । নিজেকে দিয়েই বিচার করি । আমার এখনকার বয়সে বাবা সারাদিনে যতটা হাঁটতেন শুধু , যোগ -ব্যায়াম ছাড়া , তার এক চতুর্থাংশও আমি সারাদিনে , সারা মাসে , সারা বছরে হাঁটি না । আর কে না জানে মনের সাথে শরীরের ঘনিষ্ঠ সম্বন্ধ রয়েছে । যার শরীর ভাল থাকে , সাধারণত তাঁর মনও ভাল থাকে , সুস্থ থাকে । গড় হিসেবে, এখন আমাদের শারীরচর্চার অভ্যেস তলানিতে এসে ঠেকেছে , বেড়েছে প্রাণ খুলে মনের কথা বলার লোকের অভাব । এখন , "সকলেই আড়চোখে সকলকে দেখে ।" সবাই সবার প্রতিদ্বন্দ্বী , বন্ধুতাটা ওপর ওপর , দেখনদারি । এসবের তো একটা ছাপ পড়ে , মনের ওপর , মগজের ওপর । আমার কাছে উচ্চস্বরে ভাবার কারণ কিছুটা এরকমই । কোনওদিন হয়ত আমাকেই দেখা গেল , রাস্তা দিয়ে হাঁটছি আর বিড়বিড় করে বলছি ---- ব্যাপারটা নিয়ে একটা লেখা নামিয়ে ফেলতে হবে ! 




thinking aloud or out loud

thinking aloud meaning


thinking aloud in a sentence










সোমবার, ১ ফেব্রুয়ারি, ২০২১

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২১ --- ঘুরে দেখা নন্দন-রবীন্দ্র সদন ...











26th Kolkata International Film Festival

8 Jan 2021 – 15 Jan 2021

কলকাতা,আন্তর্জাতিক,চলচ্চিত্র

,উৎসব,২০২১,ঘুরে,দেখা,নন্দন,রবীন্দ্র সদন,প্রাঙ্গণের,সাজ-সজ্জা,"lighting","kolkata international film festival 2021","nandan-rabindra sadan ground kolkata","travelogue","west bengal","kolkata","debate -- over the top platform,versus cinema on 12-01-2021","film festival 2021 theme :,soumitra chattopadhyay retrospective"," from 'joker' to 'godfather'--,everyone is,wearing mask"

কেরালার বৃহত্তম জিপলাইন adventure sport

  ### কেরালার বৃহত্তম জিপলাইন ভারতের দক্ষিণাঞ্চলের রাজ্য কেরালা, যার প্রাকৃতিক সৌন্দর্য ও বৈচিত্র্যময় পরিবেশ পর্যটকদের আকর্ষণ করে, সেখানে এ...