রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১

বঁধুয়া নিঁদ নাহি আঁখিপাতে । অ্যালবাম : স্মরণ । জয়তী চক্রবর্তী । সুপ্রতীক দাস । অতুলপ্রসাদ সেন ।




জয়তী চক্রবর্তী,নিঁদ নাহি আঁখিপাতে লিরিক্স,bodhua nind nahi,bodhua nind nahi aati paate,Bondhua nid nahi ankhipate,Nid Nahi Ankhi Pate lyrics,Nid Nahi ankhipate,Amio Ekaki Tumio Ekaki lyrics,নিদ নাহি আঁখি পাতে lyrics,Jayati Chakraborty Indian playback singer,https://g.co/kgs/qWrKr4,Supratik Das Musical artist,https://g.co/kgs/cVFFG4,Atul Prasad Sen Composer,https://g.co/kgs/3YUJhB

 

হেমন্ত মুখোপাধ্যায় রবীন্দ্র সংগীত অ্যালবাম । হেমন্ত মুখোপাধ্যায় রবীন্দ্র সংগীত ।




হেমন্ত মুখোপাধ্যায় রবীন্দ্র সংগীত,হেমন্ত মুখোপাধ্যায় রবীন্দ্র সংগীত অ্যালবাম,হেমন্ত মুখোপাধ্যায় রবীন্দ্র সংগীত বাংলা,হেমন্ত মুখোপাধ্যায় কিছু রবীন্দ্র সংগীত,হেমন্ত মুখোপাধ্যায় রবীন্দ্র সংগীত বাংলা গান,হেমন্ত মুখোপাধ্যায় রবীন্দ্র সংগীতের অ্যালবাম,হেমন্ত মুখোপাধ্যায় রবীন্দ্র সংগীত সং,হেমন্ত মুখোপাধ্যায় রবীন্দ্র সংগীত mp3,hemanta mukhopadhyay rabindra sangeet,hemanta mukhopadhyay rabindra sangeet tumi ki keboli chobi,hemanta mukhopadhyay rabindra sangeet tumi robe nirob

 

Moods of Elephants and their cute babies.




Moods of Elephants and their cute babies.,Elephant Animal,https://g.co/kgs/327hG5,what can elephants do,bad facts about elephants,elephant teeth,are elephants endangered,34 facts about elephants,10 amazing facts about elephants,6 fun facts about elephants,elephant characteristics,where do elephants live,baby elephant facts,what do elephants do,african elephant facts for kids

 

Glimpses of North Bengal. Darjeeling, Rohini, Jayanti, Chapramari , Buxa .



Glimpses of North Bengal. Darjeeling,Rohini,Jayanti,Chapramari,Buxa .,north bengal tourist spot,North Bengal Tourism,north bengal tourism package,north bengal tourist spot map,north bengal tourism,offbeat destinations in north bengal,weekend destinations north bengal,best places to visit in north bengal in august,dooars tourist spot


 

Extremely funny moments caught on camera at different times.



Extremely funny moments,caught on camera,in different times.,funny moments in real life,short funny moments in life,examples of funniest moments,funny moments in school life,funny moments in life in hindi,funny moments in life speech,describe a funny moment in your life,funny moments video clips

 

শিক্ষক দিবস ৫ সেপ্টেম্বর ২০২১

ক্লাস টেন । ভোলাবাবুর বাংলা ক্লাসে টেক্সট বই সামনে খুলে রাখা বাধ্যতামূলক । এ আর বি সেকশন একসাথে ক্লাস হচ্ছে । ক্লাসরুম ছাত্রে ঠাসা । আমি লাস্ট বেঞ্চের আগেরটায় বসেছি , ভালো ছেলে , টেক্সট বই এনেছি । অকারণে নয় , একটু ট্যাঁ ফো করলে স্যরেরা ভয় দেখাতেন , সোনাউল্লা স্কুলে বাবার কাছে ফোন যাবে । যাইহোক , ঠিক পিছনের বন্ধু হঠাৎ ছোঁ মেরে বইটা তুলে নিল , কারণ ও বই আনেনি । আমিও ততোধিক সপ্রতিভ ভাবে পাশের বন্ধুর বই টেনে নিলাম , আর ও কিছুক্ষণ আমার দিকে কটমটিয়ে তাকিয়ে ব্যাগের থেকে অঙ্ক বই বের করে খুলে বসল গম্ভীর ভাবে । স্যর রোল কল করলেন , তারপর মাথা নীচু করেই হুঙ্কার ছাড়লেন --- "গোস্বামী , তোমার পাশের জনকে দাঁড়াতে বলতো ।" আমি ওকে বাধ্য ছাত্রের মত চোখের ইঙ্গিত করলাম । আমাদের সবাইকে অবাক করে দিয়ে ভোলাবাবু মুখে হাসি টেনে বাজখাঁই গলার আওয়াজেও বলে উঠলেন --- "তুমি কাকে টুপি পড়াচ্ছো বাবা ? হাতে ওটা কী বই ? ওটা নিয়ে একবার এদিকে এসো তো বাবা !" বন্ধুটির মাথায় অতঃপর টকাটক কতগুলো গাঁট্টা পড়ল , ভোলাবাবুর শাস্তি দেওয়ার পদ্ধতি । যারা ভোলাবাবুকে দেখেননি , তাঁরা বাম আমলের মন্ত্রী প্রতিম চট্টোপাধ্যায়কে মনে করতে পারেন , অনেকটা মিল আছে । একটা বিরাট ঘরে একজনকে হাতেনাতে কীভাবে স্যর ধরলেন , সেটা এখনও আমার কাছে একটা রহস্য ।


ক্লাস ইলেভেন । আমাদের ডানা গজাচ্ছে , কারণ আশপাশে প্রচুর ডানাকাটা পরী ঘুরে বেড়াচ্ছে । আমরা মূর্তিতে পিকনিকে যাব । সঙ্গে অভিভাবক হিসেবে যাবেন দিলীপ বাবু আর জয়দেব বাবু । সদর গার্লস কবে মূর্তিতে পিকনিকে যাবে , সেটা জেনেই সব ঠিক করা হয়েছে । আয়োজন মসৃণ ভাবে সম্পন্ন হয়েছে । আমরা নির্দিষ্টও দিনে পূর্ব নির্দিষ্ট সময়ে মূর্তি পৌঁছলাম । খবর পেলাম সদর গার্লস আগেই পৌঁছেছে , কারণ ওরা আলো থাকতে থাকতেই ফিরে যাবে । ঠাকুর রান্না করবে , আমরা আর বসে থেকে কী করবো , একটু মূর্তি নদীর , পাহাড়ের প্রাকৃতিক শোভা উপভোগ করবো না ! সবিনয়ে সকলে মিলে স্যরেদের কাছে অনুমতি চাইলাম ---- "স্যর , আমরা একটু ঘুরে আসি ?" দু'জন স্যরই একসাথে বললেন ---"এসো ।" আমরা একটু এগোতেই পিছন থেকে ডাকলেন , কাছে এলে কেটে কেটে দিলীপ বাবু বললেন ---- "এখানে তোমরা এমন 'কিছু' করো না, যাতে স্কুলের সুনাম নষ্ট হয় ।" আমরা হাঁ ! বোঝা গেল , আমরা ডালে ডালে চললে , স্যরেরা চলেন পাতায় পাতায় !
কলকাতার একটা বাংলা দৈনিকে শিক্ষানবিশি করছি তখন । কাগজের তৎকালীন কার্যনির্বাহী সম্পাদক (পরে সম্পাদক) ডেকে পাঠালেন । একটা বইয়ের রিভিউ লিখতে হবে। ওনার ঘরে ঢোকার পর
বসতে বলে আমার হাতে একটা প্রিন্ট আউট ধরিয়ে দিয়ে বললেন -- আমি শুরু করেছিলাম লিখতে । হঠাৎ একটা জরুরি কাজে কলকাতার বাইরে থাকব , তাই তোমাকে ডাকা । তুমি নিজের মত করে লিখবে । যদি রাখা প্রয়োজন মনে করো, তবে আমার লেখা অংশটুকু রাখবে, অপ্রাসঙ্গিক মনে হলে ফেলে দেবে। ফেলে দেবে-- শব্দ দুটো শুনে আমি তখন হতবাক। বাংলায় একটা আপ্তবাক্য আছে, ---- বড় যদি হতে চাও ছোট হও তবে। ওনার কথা শুনে সেদিন এই কথাটাই মনে হয়েছিল প্রথমে । একজন শিক্ষানবীশ ছোকরার সামনে ওই পদমর্যাদার একজন মানুষ , এতটা বিনয়ী , এতটা উদার হতে পারেন তা আমার কল্পনার বাইরে ছিল। নিজেকে যে কয়েকজন সাংবাদিকের ভাবশিষ্য বলে মনে করি, উনি তাঁদের মধ্যে একজন । শিক্ষক দিবস আমার কাছে এই গুরুস্থানীয়দের বারবার স্মরণ করার দিন ।
sankhamanigoswami.blogspot.com



শিক্ষক দিবস রচনা


শিক্ষক দিবস কবে পালিত হয়


শিক্ষক দিবস সম্পর্কে প্রতিবেদন রচনা


শিক্ষক দিবস কবে

শিক্ষক দিবস কার জন্মদিন


শিক্ষক দিবস ২০২১

শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১

Kaise Ho ? Diya Mirza recites to create awareness for mental health.


 


Diya Mirza recites,Dia Mirza Indian model,https://g.co/kgs/UdYzjv,dia mirza age,dia mirza children,dia mirza instagram,dia mirza first husband,dia mirza net worth,dia mirza twitter,dia mirza height,dia mirza husband age

Amazing dogs and their funny activity around the world. Don't skip.


 



Amazing dogs,and their funny activity,around the world.,Don't skip.,comedian dogs,comedian dog price,comedian dog price in india,comedian dog photos,comedian dog breed,funniest funny dogs,funniest dog videos ever,dog videos for dogs,funny cat and dog videos for kids',worlds funniest dogs,funniest dogs breeds,world's funniest dogs tv show,funny dog names

Superwoman Anushka Sharma lifting Virat Kohli like a child.


 anushka sharma,virat kohli,virushka,Superwoman Anushka Sharma,lifting Virat Kohli like a child.,Virat Kohli Indian cricketer,virat kohli age,virat kohli weight,virat kohli instagram,Anushka Sharma Indian actress,https://g.co/kgs/yvWESU,anushka sharma age,anushka sharma height,anushka sharma instagram,anushka sharma daughter,anushka sharma family

শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১

দেখা । দিনলিপির পাতা ।

                           দেখা 

 

         ফেলুদা সিধু জ্যাঠাকে বলেছিল , আপনি গোয়েন্দাগিরি করলে আমাদের ভাত মারা যেত । উত্তরে সিধু জ্যাঠা বলেছিলেন – আমি অনেক কিছু করলেই , অনেকের ভাত মারা যেত ফেলু , তাই শুধু মনের দরজা-জানলাগুলো খুলে বসে থাকি । মনের দরজা – জানলাগুলো একটু ফাঁক করে রাখলেই মাঝেমধ্যে এমন সব অভিজ্ঞতা হয় যা চেতনাকে রীতিমত ঝাঁকুনি দিয়ে যায় । মূল ঘটনায় যাওয়ার আগে একটা দৃষ্টান্ত দিই । ‘প্রাক্তন’ ছবিটা আমরা অনেকেই দেখেছি । এখানে অপরাজিত আঢ্য অভিনীত চরিত্রটি এমনভাবে আঁকা হয়েছে যাকে আপাতদৃষ্টিতে তুলনায় স্বল্প শিক্ষিত , জোরে জোরে এবং বেশি কথা বলা এমন একজন বিরক্তিকর মহিলা বলে মনে হয় , যার বুদ্ধিতে কিছু ঘাটতি রয়ে গেছে । অথচ ঠিক সময়ে সে নিজেই বুঝতে পারে তাঁর স্বামীর প্রাক্তন স্ত্রীর সঙ্গেই সে ট্রেনযাত্রায় মিতালি পাতিয়েছে । ট্রেন থেকে নেমে যাওয়ার আগে প্রাক্তন স্ত্রী, বর্তমান স্ত্রীর ঠিকানাটা চায় বন্ধুত্বের স্মারক হিসেবে উপহার পাঠানোর জন্য । বর্তমান স্ত্রী অপরাজিতা আলতো করে , প্রাক্তন স্ত্রীর গালে হাত বুলিয়ে বলেন – তুমি তো আমাকে , তোমার জীবনের সেরা গিফটটা দিয়েই দিয়েছ দিদিভাই , আমার স্বামী ! প্রাক্তন স্ত্রী হাঁ , দর্শক হাঁ , পরিচালকদ্বয়ের মাস্টারস্ট্রোক এবং অপরাজিতার অসাধারণ অভিনয়ে, কিস্তি এবং মাত ! কাজেই কে আসলে কী, সহজে বোঝা সহজ নয় ।    

         এক ব্যাঙ্ক পিয়নের সঙ্গে পরিচয় আছে । তাঁকে ফোন করে জানতে চাইলাম , কাল কি ব্যাঙ্ক বন্ধ নাকি গো ? – কেন ? রাজ্য সরকার দেখলাম পয়লা জুলাই ছুটি ঘোষণা করেছে । -- কিসের ? ডক্টরস ডে । --- আমরা ডক্টর থোরি না আছি । তাহলে ব্যাঙ্ক খোলা ? – হ্যাঁ ,হ্যাঁ খোলা । এবার আসল গল্প । আমি ফোন করতেই কোভিড বাণীর পরে কলার টিউন বাজা শুরু হল – “অ্যাই ছেলেটা , নাম কী তোর ? আমি বললাম – ফুসমন্তর ।“ ব্রততী বন্দ্যোপাধ্যায়ের গলায় জয় গোস্বামীর ‘মেঘবালিকার জন্য রূপকথা’ । আমি হাঁ ! সত্যি কথা বলতে কী , কি বলব সেটাই গুলিয়ে গিয়েছিল কিছুক্ষণের জন্য । শিখলাম , মুখের ভাষা দিয়ে রুচির বিচার করতে নেই , পেশা , সামাজিক অবস্থান দিয়েও না । হয়ত ওই লাইনদুটোই ওর ভাল লেগেছে । কিন্তু সেই ভাল লাগাটুকুর জন্যও একটা সংবেদনশীল মন তৈরি থাকা দরকার । অথচ আপাতদৃষ্টিতে ওই পিয়নকে দেখে কিন্তু এটা বোঝার উপায় নেই । আমরা একজন মানুষকে দেখে তাঁর পছন্দ-অপছন্দ কেমন হতে পারে , বুদ্ধিসুদ্ধি , বিচার-বিবেচনা , বিচক্ষণতা কেমন হতে পারে সেই ব্যাপারে মনে মনে একটা ধারণা তৈরি করে ফেলি । বেশিরভাগ ক্ষেত্রে সেটা মিলেও যায় । এক উচ্চপদস্থ সাংবাদিক দাদাকে চিনি , গত ষোল বছর ধরে যাঁর কলার টিউন বেঠোফেনের একটা সিম্ফনি । কিন্তু আজকের ঘটনায়, আমার মনের অবচেতনে আগে থেকে সেই পিয়ন সম্বন্ধে তৈরি হয়ে থাকা ধারণাটাতো মিলল না । এটা আমার কাছে একটা বড় শিক্ষা । বাবা বলতেন , খবরের কাগজ , পত্রপত্রিকার চিঠিগুলো অবশ্যই পড়বি । দেখবি , কত অজ পাড়া-গাঁ থেকে কেমন তথ্যসমৃদ্ধ সব চিঠি আসে । সত্যিই তাই । আমি কোনওদিন গ্রামে থাকিনি । কিন্তু খবরের কাগজ ও পত্রিকার চিঠি পড়ে আমার মনে গ্রাম সম্পর্কে আগে থেকে তৈরি হয়ে থাকা অনেক ধারণা পাল্টেছে ।

          ক্লাস সিক্সে আমাদের একটা ইংরেজি গদ্য পাঠ্য ছিল – ‘রাইট জাজমেন্ট’ । সঙ্গে একটা ছবি , অর্ধেকটা জলে ভরা একটা কাচের পাত্রের মধ্যে একটা কাচের দণ্ড ডোবানো । বাইরে থেকে দণ্ডের ডোবানো অংশটা দেখতে বাঁকা লাগছে , কিন্তু আসলে সেটা দেখার ভুল । এভাবে দণ্ডটাকে দেখে সেটা আদতে বাঁকা ভাবা সঠিক বিচার নয় , রাইট জাজমেন্ট নয় । সঠিকভাবে দেখতে হলে দণ্ডটাকে জল থেকে তুলে চোখের সামনে আনতে হবে । পরে জেনেছি বিজ্ঞানের পরিভাষায় এই ঘটনাকে প্রতিসরণ(Refraction) বলে । ছোটবেলার অনেক শিক্ষা বড় হয়ে হঠাৎ করে কাজে লেগে যায় । আজকের ঘটনা আমাকে বলছে --- “দেখো রে , নয়ন মেলে , জগতের কী বাহার !”    


  

sankhamanigoswami.blogspot.com


দিনলিপি

দিনলিপি রচনা

দিনলিপি লিখন

দিনলিপি কাকে বলে


দিনলিপি অর্থ

দিনলিপি কি

দিনলিপি মানে কি

diary

diary writing

diary meaning

open diary

diary entry







বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১

ফেঁক দো ! রম্যরচনা ।

 #ফেঁক_দো


ঘটনাটা বাবার কাছ থেকে শোনা । বাবা ঠাকুরদার পিণ্ডদান করতে গয়ায় যাচ্ছেন । ওই কামরায় , একই কাজে গয়া যাচ্ছেন , এমন কিছু বাঙালিও আছেন , কিন্তু বয়সে সকলেই বাবার থেকে অনেক বড় । তাই ওঁদের নিজেদের মধ্যেই দীর্ঘ ট্রেন যাত্রায় আড্ডা জমে উঠেছে । কামরা প্রায় ফাঁকা , সবাই শুয়ে-বসে-গড়িয়ে যাচ্ছে । ওই কুপেতে একজন শুধু আপাদমস্তক চাদর ঢাকা দিয়ে নীচের বার্থে শুয়ে আছে দীর্ঘক্ষণ ধরে , উঠছেও না , কোনও কথাও বলছে না । নাই কাজ , তো খই ভাজ । কিছুক্ষণ পরে বাঙালিদের দলটি পড়ল ওই না-দেখা লোকটিকে নিয়ে । নানারকম মন্তব্য ছুঁড়তে লাগল , কিন্তু তাতেও কোনও হেলদোল নেই । এবার শুরু হল চরম পন্থা -- ওই লোকটির উদ্দেশ্যে যেসব মন্তব্য ধেয়ে যেতে লাগল , তার কয়েকটা এরকম --- "ইয়ে আদমি মরা হুয়া হ্যায় , নাকি রে বাবা !" তার উত্তরে আরেকজন বলল -- "পুলিশকে ডাকলেই তো হয় ।" অপেক্ষাকৃত কমবয়সী এক ভদ্রলোক হঠাৎ করে বসলেন চরম সাহসী মন্তব্য --- "আরে , পুলিশ-টুলিশ ডাকার কী দরকার , উঠাকে ফেঁক দিলেই তো হয় !" এবার চাদর সরিয়ে উঠে বসলেন এক সর্দারজি , যাঁর পুরোটা শরীর শয্যায় আঁটছিল না । তিনি যে এতক্ষণ ধরে সব বাগাড়ম্বর শুনছিলেন তাঁর প্রমাণ দিয়ে খুউউব শান্তভাবে বললেন --- "উঠাকে ফেঁক দো !" কামরায় যেন বাজ পড়ল ! কারণ , ওই গল্পে মাতোয়ারা বাঙালি দলটির কোনও একজনের পক্ষে পাঁইয়াজিকে 'উঠাকে' ট্রেন থেকে 'ফেঁক' দেওয়া সম্ভব নয় !

দ্বিতীয় অভিজ্ঞতাটা আমার । স্কুলবেলার শেষ দিক । ছুটিতে এসেছিলাম মামাবাড়ি বোলপুরে , একা । ফেরার টিকিট পাইনি , দার্জিলিং মেলের জেনারেল বগিতে উঠেছি । তখন ট্রেনটা বোলপুরে আসত রাত দশটা নাগাদ । তো মামাতো দাদার কথা অমান্য করে , উঠে পড়ে দেখি ভেতরে তিলধারণের জায়গা নেই । শুধু বাথরুমটা ফাঁকা । সেটার সামনেই দাঁড়ালাম । অবস্থার বিস্তারিত বর্ণনায় যাচ্ছি না , অভিজ্ঞ জনে বুঝে নেবেন ! তো , ঘণ্টা দুই পরে প্রথম কুপেতে একটু ঢুকতে পারলাম । প্রায় সমবয়সী একটা পাঞ্জাবি ছেলে যেচে তার পাশে একটু বসার জায়গা দিল । বসলাম । ছেলেটা নিশ্চয়ই সিটটা কিনে শুয়ে যাচ্ছিল । বড়ই দয়ার মন তাঁর । নিজে থেকেই হিন্দিতে বলল , এন জে পি পর্যন্ত এভাবেই চলে যাওয়া যাবে , তারপর ও ঢুকবে শিলিগুড়িতে , আমি ধরব জলপাইগুড়ির ট্রেন । একটা রাতের তো ব্যাপার , দিব্যি কেটে যাবে , মনে করে একটু নিশ্চিন্ত হতেই কয়েকজন দাঁড়িয়ে থাকা যাত্রী আমার ওপর খেপে উঠলেন স্বাভাবিকভাবেই । আমি বসার জায়গা পেয়ে গেলাম , ওঁরা পেলেন না , রাগ হওয়া স্বাভাবিক । শুরু হল আমার উদ্দেশে কটূক্তি বর্ষণ । আমিও খোলা জানলা দিয়ে নিকষ কালো অন্ধকারে প্রাকৃতিক শোভা খুঁজতে লাগলাম ! কারণ , চশমাটা(যদিও তখন ছিলনা) খসে গেলে মুশকিলে পড়ি , দাদা আমি এখনও যে ইস্কুলে পড়ি , কব্জির জোরে আমি পারবো না ! আমি স্পিকটি নট হলেও , কিছুক্ষণ পর শিখ ছেলেটিকে উশখুশ করতে দেখলাম । তারপর হঠাৎ বাঁ হাত দিয়ে , ডান হাতের বালাটাকে কব্জির উপরে তুলতে তুলতে ছেলেটা উত্তেজিতভাবে লোকগুলোকে বলল --- "সিট ম্যায়নে খরিদা হ্যায় । ইস ভাইকো হামনে বইঠনে দিয়া হ্যায় । আপ লোগোঁকো কোয়ি তকলিফ হ্যায় কেয়া ?" ব্যস , এক ডোজেই কটূক্তি বন্ধ ! ছেলেটা তার মানে বাংলা বোঝে ! একই প্রশ্ন আমি দিল্লিতে ঘুরতে গিয়ে এক গাড়ির ড্রাইভারকে করেছিলাম । তাঁর উত্তরটা খাসা ছিল ---- "যব বাংলা মে আপলোগ গালিয়াঁ দেতে হো , তব সমঝমে আতা হ্যায় !"

sankhamanigoswami.blogspot.com


রম্যরচনা

রম্য অর্থ

রম্য সাহিত্য কি

রম্য রচনা বৈশিষ্ট্য

রম্যরচনা উদাহরণ

রম্যরচনা কাকে বলে

রম্যরচনা অর্থ

রম্যরচনা meaning


মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১

কাবুলিওয়ালার দেশের কথা

           কাবুলিওয়ালার দেশের কথা

 

          আফগানিস্তান -সভ্য তালিবান জঙ্গিদের হাতে চলে গেছে খুবই দুঃখের কথা প্রতিবেশী দেশে ভারত কোন একটা বন্দর তৈরি করে দিয়েছিল শুনেছিলাম ইরান থেকে আফগানিস্তান হয়ে ভারতে গ্যাসের পাইপলাইন আসার একটা খবরও পড়েছিলাম সেই সম্ভাবনাগুলোও শেষ মন্দির পুড়লে দেবালয় রক্ষা পায়না , প্রতিবেশী দেশের জল-জমি-আকাশ জঙ্গিদের দখলে চলে গেলে ভারতের চিন্তার যথেষ্ট কারণ আছে ইমরান খান এই ঘটনাটিকে আফগানিস্তানের মুক্তি পাওয়ার সাথে তুলনা করেছেন ! একজন প্রথমসারির প্রাক্তন ক্রিকেট খেলোয়াড়ের মুখে এমন অখেলোয়াড়োচিত মন্তব্য হতবাক করে দেয়

 

           পৃথিবীর প্রতিটি জঙ্গি সংগঠনই কোনও না কোনও ভাবে বৃহৎ শক্তির দ্বারা মদতপুষ্ট , সরাসরি বললে স্পনসরড । আইসিস হোক বা তালিবান – কোনও মহাশক্তির পৃষ্ঠপোষকতা ছাড়া এত শক্তিশালী হয়ে উঠতে পারেনা । পারেনা আফগানিস্তানের মত একটা গোটা দেশ দখল করতে । আমেরিকা দু’দশক আফগানিস্তানকে রক্ষা করে এসেছে এমনি এমনি নয় , সে সময়ে এ গ্রহের দাদা ছিল আমেরিকা । হালে খুব সূক্ষ্ম ভাবে পৃথিবীর দাদা যে পাল্টাচ্ছে, সেটা মোটের ওপর আমাদের সবার কাছে স্পষ্ট । আমেরিকার কাছেও । তাই তারা হাত গুটিয়ে নিচ্ছে । এদিকে তালিবানরা আফগানিস্তানের দখল নেওয়ায় উল্লসিত পাকিস্তানের সর্বাধিনায়ক ইমরান খান । সাম্প্রতিককালে পাকিস্তানের খুব বন্ধু রাষ্ট্র চিন , এ গ্রহের নয়া দাদা । তালিবানরা যে চিনের পূর্ণ পৃষ্ঠপোষকতা পাচ্ছে এই কথাটা বুঝতে খুব বেশি বুদ্ধি খরচ করতে হয়না । এই মুহূর্তে চিন একমাত্র রাষ্ট্র যে , তার সীমানার কাছাকাছি থাকা প্রত্যেকটি দেশের সাথে পায়ে পা লাগিয়ে ঝগড়া শুরু করেছে গত কয়েক মাসে । একটা নির্বাচিত সরকারকে অঙ্গুলিহেলনে নাচানোর চেয়ে তালিবানদের সাহায্য করার কাজটা অনেক সহজ চিনের পক্ষে , দাদাগিরি প্রতিষ্ঠার লক্ষ্যে ।   



          যেটা হচ্ছে খুব খারাপ হচ্ছে, সন্দেহ নেই বামিয়ানের বুদ্ধমূর্তির ধ্বংস হওয়ার মত আরও কিছু বর্বরতার ছবি আমরা আগামী দিনে যে দেখব তাতেও সংশয় নেই প্রতিবেশী দেশের বিপদ নিয়ে চিন্তা খুবই ভাল , আরও ভাল নিজেদের দেশ নিয়ে আগে চিন্তা করা বামিয়ানের বুদ্ধ মূর্তির মত অত প্রাচীন না হলেও লুটিয়েন্স দিল্লির স্থাপত্যের একটা সমৃদ্ধ ইতিহাস আছে , শোভা আছে সেটাকে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে মোদীর শাসনকালের প্রতীকস্বরূপ সেন্ট্রাল ভিস্টার কাজ চলার মধ্যে তালিবানিজম নেই ? মোগলসরাই স্টেশনের নাম পরিবর্তনের মধ্যে তালিবানি চিন্তা-ভাবনার ছাপ নেই ? পশ্চিমবঙ্গের মত বরাবর পরমতসহিষ্ণু রাজ্যে সশস্ত্র রামনবমীর মিছিল করার মধ্যে তালিবান জঙ্গিদের ছায়া নেই ? রামনবমীর মিছিলে বাচ্চাদের হাতে তরোয়াল ধরিয়ে দেওয়ার মধ্যে সেই একই জঙ্গিপনা নেই ? প্রতিবাদ অনেকেই করেন , কিন্তু কেউ তো বলেন না ----রাজা তোর কাপড় কোথায় , কেউ তো স্পষ্ট ভাষায় বলেন না , যারা বাচ্চাদের হাতে তরোয়াল ধরিয়ে দেয় ,তারা কখনও সমাজের হিতাকাঙ্ক্ষী হতে পারেনা



          দিল্লি - মোগলসরাই অনেক দূর , ঘরের কাছে মুর্শিদাবাদ আছে মোগল আমলের চিত্তাকর্ষক ইতিহাসের বেশ কিছু স্মৃতিচিহ্ন এখনও সেখানে অটুট মুর্শিদ কুলি খাঁ- নামে মুর্শিদাবাদ আগামিদিনে যদি মুর্শিদাবাদের নাম বদল হয় , তখন প্রতিবাদ করার মত জোর পাবেন তো তাঁরা , যাঁরা আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে খুবই চিন্তিত ? বামিয়ানের বুদ্ধ মূর্তি আমি চোখে দেখিনি , কিন্তু তার অনেক গল্প শুনেছি , গল্প শুনে আর ভিডিও দেখে আমি তাকে ভীষণ ভালবেসে ফেলেছি খুব ভাল কথা কিন্তু আমরা প্রায় সবাই যে স্বচক্ষে খোসবাগে সিরাজের সমাধি দেখেছি , মুর্শিদ কুলি খাঁ' সমাধি দেখেছি আগামিদিনে যদি ভারতে মুসলিম শাসনের স্মৃতিচিহ্ন হিসেবে এগুলি ভেঙে ফেলা হয় , গুঁড়িয়ে দেওয়া হয় , মুর্শিদাবাদের নাম পাল্টে দেওয়া হয় , তবে আমার অন্তত বামিয়ানের বুদ্ধ মূর্তি ধ্বংস হতে দেখার চেয়েও বেশি কষ্ট হবে । আর ভবিষ্যৎ কাল কেন , ঘটমান বর্তমানে আসি । তালিবানরা ঐতিহাসিক কাবুল গেট ভেঙেছে , আর আমাদের দেশে জালিয়ানওয়ালাবাগ জেনারেল ডায়ারের কুখ্যাত হত্যাকাণ্ডের ঐতিহাসিক স্মৃতির ক্ষত বয়ে চলার বদলে হয়ে উঠছে ঝাঁ চকচকে লাইট অ্যান্ড সাউন্ড শো । এখন আর দেওয়ালে বুলেটের ক্ষত নয় , কৃষ্ণনগরের মাটির পুতুল আরও বেশি দ্রষ্টব্য হয়ে উঠবে বলে খবর । বিশিষ্ট ইতিহাসবিদেরা বলছেন , কুখ্যাত হত্যাকাণ্ডের স্মারক হিসেবে বিষণ্ণতা নয় , নবনির্মিত জালিয়ানওয়ালাবাগ দর্শক-শ্রোতাদের মনে আনন্দ ও ফুর্তি জোগাবে । ছোটবেলায় ইতিহাস বইয়ে আমরা পড়েছি , রবীন্দ্রনাথ ঠাকুর এই হত্যাকাণ্ডের প্রতিবাদে 'নাইটহুড' ত্যাগ করেছিলেন । খুব আনন্দে কাজটা করেছিলেন কি ? একটা ব্যক্তিগত অভিজ্ঞতা বলি । আমরা আগ্রা দুর্গ দেখতে গিয়ে দেওয়ান-ই-আম এবং দেওয়ান-ই-খাসের দেওয়ালে , দুর্গের আনাচকানাচে অমুক প্লাস অমুক , তমুক প্লাস তমুক দেখেছিলাম ২০০৩ সালে । তখনও দিল্লির মসনদে এন ডি এ , থুড়ি বিজেপি সরকার । খুব কষ্ট হয়েছিল ঐতিহাসিক একটি স্থাপত্য রক্ষায় সরকারের অসীম উদাসীনতা দেখে । ভারতের স্বাধীনতা সংগ্রামে হিন্ধু মহাসভার ভূমিকা খুব ইতিবাচক নয় বলেই কি এই ঔদাসীন্য ?  

           এককথায় বললে , কেপটাউনে জল জমলে লেক টাউনের কী ? তালিবান অনেক দূরে আছে , ঘাড়ের কাছে শ্বাস ফেলছে সাম্প্রদায়িক উগ্রতা , এবং ক্রমশ তা শক্তিশালী হয়ে উঠছে এই অপশক্তি নিয়ে আরও বেশি চিন্তিত হওয়ার যথেষ্ট কারণ আছে বলেই আমার মনে হয়



www.httpssankhamanigoswami.xyz


তালিবান শব্দের অর্থ

তালিবান আফগানিস্তান

তালিবান আফগানিস্তানের যুদ্ধ

তালিবান খবর


তালিবান নিউজ

তালিবান সংবাদ

তালিবান মিনিং ইন বাঙ্গালী


talibanism in india 2021

 

কেরালার বৃহত্তম জিপলাইন adventure sport

  ### কেরালার বৃহত্তম জিপলাইন ভারতের দক্ষিণাঞ্চলের রাজ্য কেরালা, যার প্রাকৃতিক সৌন্দর্য ও বৈচিত্র্যময় পরিবেশ পর্যটকদের আকর্ষণ করে, সেখানে এ...