মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১

কাবুলিওয়ালার দেশের কথা

           কাবুলিওয়ালার দেশের কথা

 

          আফগানিস্তান -সভ্য তালিবান জঙ্গিদের হাতে চলে গেছে খুবই দুঃখের কথা প্রতিবেশী দেশে ভারত কোন একটা বন্দর তৈরি করে দিয়েছিল শুনেছিলাম ইরান থেকে আফগানিস্তান হয়ে ভারতে গ্যাসের পাইপলাইন আসার একটা খবরও পড়েছিলাম সেই সম্ভাবনাগুলোও শেষ মন্দির পুড়লে দেবালয় রক্ষা পায়না , প্রতিবেশী দেশের জল-জমি-আকাশ জঙ্গিদের দখলে চলে গেলে ভারতের চিন্তার যথেষ্ট কারণ আছে ইমরান খান এই ঘটনাটিকে আফগানিস্তানের মুক্তি পাওয়ার সাথে তুলনা করেছেন ! একজন প্রথমসারির প্রাক্তন ক্রিকেট খেলোয়াড়ের মুখে এমন অখেলোয়াড়োচিত মন্তব্য হতবাক করে দেয়

 

           পৃথিবীর প্রতিটি জঙ্গি সংগঠনই কোনও না কোনও ভাবে বৃহৎ শক্তির দ্বারা মদতপুষ্ট , সরাসরি বললে স্পনসরড । আইসিস হোক বা তালিবান – কোনও মহাশক্তির পৃষ্ঠপোষকতা ছাড়া এত শক্তিশালী হয়ে উঠতে পারেনা । পারেনা আফগানিস্তানের মত একটা গোটা দেশ দখল করতে । আমেরিকা দু’দশক আফগানিস্তানকে রক্ষা করে এসেছে এমনি এমনি নয় , সে সময়ে এ গ্রহের দাদা ছিল আমেরিকা । হালে খুব সূক্ষ্ম ভাবে পৃথিবীর দাদা যে পাল্টাচ্ছে, সেটা মোটের ওপর আমাদের সবার কাছে স্পষ্ট । আমেরিকার কাছেও । তাই তারা হাত গুটিয়ে নিচ্ছে । এদিকে তালিবানরা আফগানিস্তানের দখল নেওয়ায় উল্লসিত পাকিস্তানের সর্বাধিনায়ক ইমরান খান । সাম্প্রতিককালে পাকিস্তানের খুব বন্ধু রাষ্ট্র চিন , এ গ্রহের নয়া দাদা । তালিবানরা যে চিনের পূর্ণ পৃষ্ঠপোষকতা পাচ্ছে এই কথাটা বুঝতে খুব বেশি বুদ্ধি খরচ করতে হয়না । এই মুহূর্তে চিন একমাত্র রাষ্ট্র যে , তার সীমানার কাছাকাছি থাকা প্রত্যেকটি দেশের সাথে পায়ে পা লাগিয়ে ঝগড়া শুরু করেছে গত কয়েক মাসে । একটা নির্বাচিত সরকারকে অঙ্গুলিহেলনে নাচানোর চেয়ে তালিবানদের সাহায্য করার কাজটা অনেক সহজ চিনের পক্ষে , দাদাগিরি প্রতিষ্ঠার লক্ষ্যে ।   



          যেটা হচ্ছে খুব খারাপ হচ্ছে, সন্দেহ নেই বামিয়ানের বুদ্ধমূর্তির ধ্বংস হওয়ার মত আরও কিছু বর্বরতার ছবি আমরা আগামী দিনে যে দেখব তাতেও সংশয় নেই প্রতিবেশী দেশের বিপদ নিয়ে চিন্তা খুবই ভাল , আরও ভাল নিজেদের দেশ নিয়ে আগে চিন্তা করা বামিয়ানের বুদ্ধ মূর্তির মত অত প্রাচীন না হলেও লুটিয়েন্স দিল্লির স্থাপত্যের একটা সমৃদ্ধ ইতিহাস আছে , শোভা আছে সেটাকে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে মোদীর শাসনকালের প্রতীকস্বরূপ সেন্ট্রাল ভিস্টার কাজ চলার মধ্যে তালিবানিজম নেই ? মোগলসরাই স্টেশনের নাম পরিবর্তনের মধ্যে তালিবানি চিন্তা-ভাবনার ছাপ নেই ? পশ্চিমবঙ্গের মত বরাবর পরমতসহিষ্ণু রাজ্যে সশস্ত্র রামনবমীর মিছিল করার মধ্যে তালিবান জঙ্গিদের ছায়া নেই ? রামনবমীর মিছিলে বাচ্চাদের হাতে তরোয়াল ধরিয়ে দেওয়ার মধ্যে সেই একই জঙ্গিপনা নেই ? প্রতিবাদ অনেকেই করেন , কিন্তু কেউ তো বলেন না ----রাজা তোর কাপড় কোথায় , কেউ তো স্পষ্ট ভাষায় বলেন না , যারা বাচ্চাদের হাতে তরোয়াল ধরিয়ে দেয় ,তারা কখনও সমাজের হিতাকাঙ্ক্ষী হতে পারেনা



          দিল্লি - মোগলসরাই অনেক দূর , ঘরের কাছে মুর্শিদাবাদ আছে মোগল আমলের চিত্তাকর্ষক ইতিহাসের বেশ কিছু স্মৃতিচিহ্ন এখনও সেখানে অটুট মুর্শিদ কুলি খাঁ- নামে মুর্শিদাবাদ আগামিদিনে যদি মুর্শিদাবাদের নাম বদল হয় , তখন প্রতিবাদ করার মত জোর পাবেন তো তাঁরা , যাঁরা আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে খুবই চিন্তিত ? বামিয়ানের বুদ্ধ মূর্তি আমি চোখে দেখিনি , কিন্তু তার অনেক গল্প শুনেছি , গল্প শুনে আর ভিডিও দেখে আমি তাকে ভীষণ ভালবেসে ফেলেছি খুব ভাল কথা কিন্তু আমরা প্রায় সবাই যে স্বচক্ষে খোসবাগে সিরাজের সমাধি দেখেছি , মুর্শিদ কুলি খাঁ' সমাধি দেখেছি আগামিদিনে যদি ভারতে মুসলিম শাসনের স্মৃতিচিহ্ন হিসেবে এগুলি ভেঙে ফেলা হয় , গুঁড়িয়ে দেওয়া হয় , মুর্শিদাবাদের নাম পাল্টে দেওয়া হয় , তবে আমার অন্তত বামিয়ানের বুদ্ধ মূর্তি ধ্বংস হতে দেখার চেয়েও বেশি কষ্ট হবে । আর ভবিষ্যৎ কাল কেন , ঘটমান বর্তমানে আসি । তালিবানরা ঐতিহাসিক কাবুল গেট ভেঙেছে , আর আমাদের দেশে জালিয়ানওয়ালাবাগ জেনারেল ডায়ারের কুখ্যাত হত্যাকাণ্ডের ঐতিহাসিক স্মৃতির ক্ষত বয়ে চলার বদলে হয়ে উঠছে ঝাঁ চকচকে লাইট অ্যান্ড সাউন্ড শো । এখন আর দেওয়ালে বুলেটের ক্ষত নয় , কৃষ্ণনগরের মাটির পুতুল আরও বেশি দ্রষ্টব্য হয়ে উঠবে বলে খবর । বিশিষ্ট ইতিহাসবিদেরা বলছেন , কুখ্যাত হত্যাকাণ্ডের স্মারক হিসেবে বিষণ্ণতা নয় , নবনির্মিত জালিয়ানওয়ালাবাগ দর্শক-শ্রোতাদের মনে আনন্দ ও ফুর্তি জোগাবে । ছোটবেলায় ইতিহাস বইয়ে আমরা পড়েছি , রবীন্দ্রনাথ ঠাকুর এই হত্যাকাণ্ডের প্রতিবাদে 'নাইটহুড' ত্যাগ করেছিলেন । খুব আনন্দে কাজটা করেছিলেন কি ? একটা ব্যক্তিগত অভিজ্ঞতা বলি । আমরা আগ্রা দুর্গ দেখতে গিয়ে দেওয়ান-ই-আম এবং দেওয়ান-ই-খাসের দেওয়ালে , দুর্গের আনাচকানাচে অমুক প্লাস অমুক , তমুক প্লাস তমুক দেখেছিলাম ২০০৩ সালে । তখনও দিল্লির মসনদে এন ডি এ , থুড়ি বিজেপি সরকার । খুব কষ্ট হয়েছিল ঐতিহাসিক একটি স্থাপত্য রক্ষায় সরকারের অসীম উদাসীনতা দেখে । ভারতের স্বাধীনতা সংগ্রামে হিন্ধু মহাসভার ভূমিকা খুব ইতিবাচক নয় বলেই কি এই ঔদাসীন্য ?  

           এককথায় বললে , কেপটাউনে জল জমলে লেক টাউনের কী ? তালিবান অনেক দূরে আছে , ঘাড়ের কাছে শ্বাস ফেলছে সাম্প্রদায়িক উগ্রতা , এবং ক্রমশ তা শক্তিশালী হয়ে উঠছে এই অপশক্তি নিয়ে আরও বেশি চিন্তিত হওয়ার যথেষ্ট কারণ আছে বলেই আমার মনে হয়



www.httpssankhamanigoswami.xyz


তালিবান শব্দের অর্থ

তালিবান আফগানিস্তান

তালিবান আফগানিস্তানের যুদ্ধ

তালিবান খবর


তালিবান নিউজ

তালিবান সংবাদ

তালিবান মিনিং ইন বাঙ্গালী


talibanism in india 2021

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Don't forget to like, comment, share and subscribe to my Blog. Thank you.

কেরালার বৃহত্তম জিপলাইন adventure sport

  ### কেরালার বৃহত্তম জিপলাইন ভারতের দক্ষিণাঞ্চলের রাজ্য কেরালা, যার প্রাকৃতিক সৌন্দর্য ও বৈচিত্র্যময় পরিবেশ পর্যটকদের আকর্ষণ করে, সেখানে এ...