আমাদের পুরসভা থেকে দিয়েছে । তোমাদের দিয়েছে ? এই দু'টির সঙ্গে একটি প্রচারপত্রও আছে । তাতে লেখা-- পচনশীল বর্জ্য(WET WASTE যেমন-- খাবারের উচ্ছিষ্ট , ফল-সবজি - ফুল - পাতা , মাছের আঁশ ও কাঁটা , মাংসের হাড় , ডিমের খোসা ইত্যাদি) সবুজ পাত্রে ও অপচনশীল বর্জ্য(DRY WASTE যেমন--- কাগজ , কার্ডবোর্ড , টেট্রা প্যাক , খাতা , কাগজের বাক্স , পুনর্ব্যবহারযোগ্য প্যাকেজ , প্লাস্টিকের বোতল , অন্যান্য প্লাস্টিক বর্জ্য , রাবার এবং কাঠ , গ্লাস , সিডি , ধাতু , শোলা ইত্যাদি) নীল পাত্রে ফেলতে হবে । আর, বিপজ্জনক বর্জ্য(HAZARDOUS WASTE , যেমন -- ব্যাটারি , টিউব লাইট ও বাল্ব , পরিষ্কার করার পদার্থ , ওষুধ , রঙ , তার , ইলেকট্রনিক বর্জ্য , সিরিঞ্জ , কীটনাশক , মেয়াদোত্তীর্ণ প্রসাধনসামগ্রী , স্যানিটারি ন্যাপকিন ও ডায়াপার , ওষুধের মোড়ক) ফেলতে হবে, কালো প্লাস্টিকের ক্যারিব্যাগে (বলা নেই, কিন্তু ছবি দেখে তাই-ই মনে হচ্ছে ।)। সেটা কে দেবে ? নিজেরাই কিনে নিতে হবে ? তাছাড়া, কালো প্লাস্টিকের ক্যারিব্যাগ/ মোড়ক আইনত নিষিদ্ধ না ? প্রচারপত্রটি বিলি করার দায়িত্বে রয়েছে ব্যারাকপুর পুরসভা । এটি ছাপা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের পুর ও নগরোন্নয়ন দফতরের অধীনে , মিশন নির্মল বাংলার অংশ হিসেবে । ভাল উদ্যোগ নিঃসন্দেহে । কিন্তু তালিকায় বিপজ্জনক বর্জ্য গোত্রে ফেলা হচ্ছে যে বস্তুগুলিকে , সেগুলি তো আমাদের এখানে পুরসভার জঞ্জাল সংগ্রহকারী কর্মী নিতেই চান না । মানে এতদিন চাননি । বরং ইচ্ছা করে এমন মন্তব্য করেন , যাতে উল্টোদিকের মানুষটি লজ্জা পান, অস্বস্তিতে পড়েন এবং দ্বিতীয় দিন থেকে ওই বস্তুগুলি আস্তাকুঁড়ে নিক্ষেপ না করেন । এখন কী হবে জানিনা । স্যানিটারি ন্যাপকিন পুরসভার জঞ্জাল ফেলার গাড়িতেই যদি ফেলা যেত , তবে কী সেগুলি আর কুকুরের টানাটানির ফলে প্রতিটি পাড়ার রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকত প্রতিদিন ? আর এই তালিকার বাইরেও কিছু বর্জ্য আছে , যেমন রাসায়নিক বর্জ্য , তেজস্ক্রিয় বর্জ্য ইত্যাদি । সেগুলি পুরসভার গাড়ি নেবে ? পুরীষসিক্ত ডায়াপার নেবে ? রক্তমাখা তুলো , অন্যান্য চিকিৎসা বর্জ্য নেবে ? প্রশ্ন থেকে যায় । এখনও গভীর নালায় / ম্যানহোলে নেমে, বিষাক্ত গ্যাস থেকে বাঁচার কোনও সতর্কতামূলক ব্যবস্থা ছাড়াই আমাদের ময়লা সাফ করেন কিছু মানুষ । এমন দৃষ্টান্ত এই ২০২১ সালেও পশ্চিমবঙ্গে যে বিরল নয় , সেটাও কী খুব কম লজ্জাজনক ?
তবে কিনা বর্জ্যের কাহিনিতেও মজা থাকে । ব্যারাকপুর ক্যান্টনমেন্ট এলাকায়, রাস্তার পাশে একটি ভ্যাটের গায়ে লেখা রয়েছে --- WEST WASTE !
https://sankhamanigoswami.blogspot.com/2020/04/pub-9792609886530610_61.html
https://sankhamanigoswami.blogspot.com/2020/11/pub-9792609886530610_40.html

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Don't forget to like, comment, share and subscribe to my Blog. Thank you.