বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি, ২০২১

আস্তাকুঁড়

           আমাদের পুরসভা থেকে দিয়েছে । তোমাদের দিয়েছে ? এই দু'টির সঙ্গে একটি প্রচারপত্রও আছে । তাতে লেখা-- পচনশীল বর্জ্য(WET WASTE যেমন-- খাবারের উচ্ছিষ্ট , ফল-সবজি - ফুল - পাতা , মাছের আঁশ ও কাঁটা , মাংসের হাড় , ডিমের খোসা ইত্যাদি) সবুজ পাত্রে ও অপচনশীল বর্জ্য(DRY WASTE যেমন--- কাগজ , কার্ডবোর্ড , টেট্রা প্যাক , খাতা , কাগজের বাক্স , পুনর্ব্যবহারযোগ্য প্যাকেজ , প্লাস্টিকের বোতল , অন্যান্য প্লাস্টিক বর্জ্য , রাবার এবং কাঠ , গ্লাস , সিডি , ধাতু , শোলা ইত্যাদি) নীল পাত্রে ফেলতে হবে । আর, বিপজ্জনক বর্জ্য(HAZARDOUS WASTE , যেমন -- ব্যাটারি , টিউব লাইট ও বাল্ব , পরিষ্কার করার পদার্থ , ওষুধ , রঙ , তার , ইলেকট্রনিক বর্জ্য , সিরিঞ্জ , কীটনাশক , মেয়াদোত্তীর্ণ প্রসাধনসামগ্রী , স্যানিটারি ন্যাপকিন ও ডায়াপার , ওষুধের মোড়ক) ফেলতে হবে, কালো প্লাস্টিকের ক্যারিব্যাগে (বলা নেই, কিন্তু ছবি দেখে তাই-ই মনে হচ্ছে ।)। সেটা কে দেবে ? নিজেরাই কিনে নিতে হবে ? তাছাড়া, কালো প্লাস্টিকের ক্যারিব্যাগ/ মোড়ক আইনত নিষিদ্ধ না ? প্রচারপত্রটি বিলি করার দায়িত্বে রয়েছে ব্যারাকপুর পুরসভা । এটি ছাপা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের পুর ও নগরোন্নয়ন দফতরের অধীনে , মিশন নির্মল বাংলার অংশ হিসেবে । ভাল উদ্যোগ নিঃসন্দেহে । কিন্তু তালিকায় বিপজ্জনক বর্জ্য গোত্রে ফেলা হচ্ছে যে বস্তুগুলিকে , সেগুলি তো আমাদের এখানে পুরসভার জঞ্জাল সংগ্রহকারী কর্মী নিতেই চান না । মানে এতদিন চাননি । বরং ইচ্ছা করে এমন মন্তব্য করেন , যাতে উল্টোদিকের মানুষটি লজ্জা পান, অস্বস্তিতে পড়েন এবং দ্বিতীয় দিন থেকে ওই বস্তুগুলি আস্তাকুঁড়ে নিক্ষেপ না করেন । এখন কী হবে জানিনা । স্যানিটারি ন্যাপকিন পুরসভার জঞ্জাল ফেলার গাড়িতেই যদি ফেলা যেত , তবে কী সেগুলি আর কুকুরের টানাটানির ফলে প্রতিটি পাড়ার রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকত প্রতিদিন ? আর এই তালিকার বাইরেও কিছু বর্জ্য আছে , যেমন রাসায়নিক বর্জ্য , তেজস্ক্রিয় বর্জ্য ইত্যাদি । সেগুলি পুরসভার গাড়ি নেবে ? পুরীষসিক্ত ডায়াপার নেবে ? রক্তমাখা তুলো , অন্যান্য চিকিৎসা বর্জ্য নেবে ? প্রশ্ন থেকে যায় । এখনও গভীর নালায় / ম্যানহোলে নেমে, বিষাক্ত গ্যাস থেকে বাঁচার কোনও সতর্কতামূলক ব্যবস্থা ছাড়াই আমাদের ময়লা সাফ করেন কিছু মানুষ । এমন দৃষ্টান্ত এই ২০২১ সালেও পশ্চিমবঙ্গে যে বিরল নয় , সেটাও কী খুব কম লজ্জাজনক ?

তবে কিনা বর্জ্যের কাহিনিতেও মজা থাকে । ব্যারাকপুর ক্যান্টনমেন্ট এলাকায়, রাস্তার পাশে একটি ভ্যাটের গায়ে লেখা রয়েছে --- WEST WASTE !

https://sankhamanigoswami.blogspot.com/2020/04/pub-9792609886530610_61.html

https://sankhamanigoswami.blogspot.com/2020/11/pub-9792609886530610_40.html




wet waste dustbin colour

wet waste bin color

wet waste and dry waste dustbin


wet waste management at home



dry waste dustbin colour


dry and wet waste dustbin


dry waste management

hazardous waste management




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Don't forget to like, comment, share and subscribe to my Blog. Thank you.

কেরালার বৃহত্তম জিপলাইন adventure sport

  ### কেরালার বৃহত্তম জিপলাইন ভারতের দক্ষিণাঞ্চলের রাজ্য কেরালা, যার প্রাকৃতিক সৌন্দর্য ও বৈচিত্র্যময় পরিবেশ পর্যটকদের আকর্ষণ করে, সেখানে এ...