অ-সুবিধা
সঙ্গে
ওটি কে ?—স্ত্রী, স্যর ।-- নিজের না পরের ?” না , কোনও
চটুল রসিকতা নয় , উপরোক্ত কথোপকথনটি এক অসমবয়সী বন্ধু ও নিকটাত্মীয়ের ব্যক্তিগত অভিজ্ঞতা
। স্বাভাবিকভাবেই ভদ্রলোকের স্ত্রী এই চটুল রসিকতাটি হাল্কাভাবে নিতে পারেননি । আজকাল
কোনও বিষয়কে বিজ্ঞাপিত করার সবচেয়ে সহজ উপায় হল সমাজ মাধ্যমে সে বিষয়ে আলোচনার পরিসর
তৈরি করা । আর বিষয়টি যদি আদিম রিপুকে সুড়সুড়ি দিতে পারে , তবে তো কথাই নেই , কেল্লা
ফতে ! বিজ্ঞাপনের জগৎ সম্পর্কে বলা হয় – ইট ইজ আ সিলি ওয়ার্ল্ড । সেটা জেনেই এই জগতের
শরিকেরা এর সঙ্গে যুক্ত হন । সপ্তাহখানেক আগে কাগজের প্রথম পাতায় মুচমুচে , কুড়মুড়ে
পাঁপড়ের মত খবর হল টলিউডের এক নায়িকা সন্তানসম্ভবা । উঁহু , কাহানি মে টুইস্ট হ্যায়
। যার সাথে নায়িকার বিয়ে হয়েছিল , নামীদামী মানুষেরা যাঁদের বিয়েতে বৌভাত খেতে গিয়েছিলেন,
সন্তানটি তাঁর নয় । ওয়েব সিরিজের মত এই সিরিজের পরের এপিসোডে জানা গেল , বিদেশের মাটিতে
হওয়া দামী ব্যবসায়ী আর নামী নায়িকার বিয়েটা নাকি আইনত বিয়েই নয় । ইনি বলেন ও আমার টাকা
নিয়েছে , উনি বলেন ও আমার টাকা নিয়েছে । তার পরের এপিসোডে জানা গেল , সন্তানটি যার
বলে জল্পনা , সেই নায়ক নাকি বলেছেন , তাঁর নাম-যশ এই জল্পনায় ক্ষুণ্ণ হচ্ছে , সন্তানটি
তাঁরও না । যখন সমাজ মাধ্যমে সবাই ভাবছেন , এই রহস্য উদ্ঘাটনের একমাত্র রাস্তা ডি এন
এ টেস্ট , যখন আদিরসাত্মক রসিকতায় সমাজ মাধ্যম পরিপূর্ণ , তখন একটি কাগজে নায়িকার ছবি
দিয়ে একটি গর্ভনিরোধক বটিকা তৈরি করে , এমন কোম্পানির বিজ্ঞাপন প্রকাশিত হল । হা-হা
, হি-হি , হো- হো হেসে সবাই বলল , এ তো জ্ঞানপাপী , বিজ্ঞাপন করেন , অথচ ব্যবহার করেন
না ! এদিকে তখনও পর্যন্ত গল্পে একটা ‘কিন্তু’ রয়ে গেছে । যে যুগে সেলেব বিটিরা বেবি
বাম্পের ছবি নিয়মিত সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন , সেই সময়ে দাঁড়িয়ে যাকে নিয়ে এত চর্চা
, সেই নায়িকা সন্তানসম্ভবা হওয়া নিয়ে মুখে কুলুপ এঁটেছেন । এখনকার ট্রেন্ড মেনে বলিউড
– টলিউডের নায়িকারা সাধারণত বেবি বাম্পের ছবি সমাজ মাধ্যমে শেয়ার করার আগেই গর্ভনিরোধক
বটিকার বিজ্ঞাপনের মুখ বনে যান । এক্ষেত্রেও পরে অঙ্কটা মিলে গেল । নায়িকা বিজ্ঞাপনের
অন্তর্নিহিত সত্যটি স্বীকার করলেন । ব্যাপারটা কী মশাই ? কথায় বলে , যা নেই ভারতে
, তা নেই মহাভারতে । তো মহাভারতে কুমারী মায়ের(এক্ষেত্রে তো ঘটনাটা তাইই দাঁড়াচ্ছে
, তাই না ?) গল্প আছে তো , কর্ণ-কুন্তী সংবাদ জানেন না বঙ্গবাসী ? আর ওয়েব সিরিজের
যুগে ওসব তো জলভাত , হতেই পারে , ছ্যা ছ্যা করার আগে ভাল করে মহাভারত পড়ুন বলা যায়
!
সেটা প্রশ্ন নয় , প্রশ্ন হল, এই জল্পনা
ছড়ানো-কুমারী নায়িকার সন্তানসম্ভবা হওয়ার দাবি , পাল্টা দাবি এবং অবশেষে গর্ভনিরোধক
বটিকার বিজ্ঞাপন হওয়া , সবটাই পরিভাষায় ‘স্ক্রিপ্টেড’ নয়ত ? ব্যক্তিগত আনন্দের মুহূর্তগুলিও
স্পনসরড হওয়া শুরু হল নাকি ? ক্রিকেটারদের সারা গায়ে যেমন বিজ্ঞাপন লেপা থাকে , তেমনি
এই সদ্য ভূমিষ্ঠ সন্তান এবং মায়ের গায়েও কী বিজ্ঞাপন থাকছে না , যে সন্তানধারণ থেকে
শুরু করে জন্ম নেওয়া পর্যন্ত নায়িকার যাবতীয় খরচ বহন করেছে একটি নির্দিষ্ট গর্ভনিরোধক
বটিকা বেচা সংস্থা ? কারণ গোটা ব্যাপারটাই তো হল, লাখ লাখ লোকের সামনে বিজ্ঞাপন দিয়ে
। এটা খুব খারাপ একটি দৃষ্টান্ত তৈরি হল বলতে
হবে । জনপ্রতিনিধি এবং নায়িকার ভক্তদের কাছে
এবং নির্বাচনী এলাকায় কী বার্তা গেল ? এই চিত্রনাট্য কি খুব অনুসরণীয় এবং অনুকরণীয়
? বিয়েবাড়ির সামনে কী এরপর গেটের ওপর লেখা থাকবে , অমুক ওয়েডস তমুক , আর তার নীচে বড়
বড় করে --- স্পনসরড বাই অমুক কোম্পানি(বিয়ের পর যে কোম্পানির, যে ওষুধ দরকার হয় , সেই
সংস্থাই পৃষ্ঠপোষকতা করবে অনিবার্য ভাবে ! ) । এসব কী ? ‘ব্যক্তিগত’ বলে কোনও শব্দ
আর অভিধানে থাকবে না ? মানুষ আর মনুষ্যেতরের মধ্যে তাহলে আর ফারাক রইল কোথায় ? তালিবানরা
মেয়েদের যৌনদাসী বানিয়ে রাখে বলে সবাই চিন্তিত , কিন্তু এ দেশে , আমাদের চারপাশেই বা
কী ঘটছে ? গোটা ঘটনাটা আমার চোখে ব্যভিচারের নামান্তর । নীতি পুলিশ হওয়ার কোনও ইচ্ছে আমার নেই , কিন্তু বাণিজ্যিক
কোম্পানির প্রচারের স্বার্থে আত্মসম্মান বিসর্জন দেওয়াটা কি ঠিক ? করোনাকালে এবং লকডাউন
চলাকালীন রাজ্যে বেকারত্বের হার বেড়েছে বলে খবর । চিত্রতারকাদেরও যে সংসার চালাতে খুবই
কষ্ট হচ্ছে তা-ও সহজেই অনুমেয় । তবুও আইকনরা রোজগারের এমন পন্থা অবলম্বন করলে কেমন
যেন কিন্তু কিন্তু লাগে ।
nusrat jahan
nusrat jahan news
nusrat jahan husband
nusrat jahan husband name
nusrat jahan spouse
nusrat jahan age
nusrat jahan news today
nusrat jahan marriage

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Don't forget to like, comment, share and subscribe to my Blog. Thank you.