মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০

টিকটিকি

টেলি-নাটকের জন্য বাংলাদেশ টিভি বিখ্যাত 'তারা টিভি'তে দেখা এরকমইএকটি টেলি-নাটক আমার খুব প্রিয় , বহুবার দেখেছি নাটকটি হলসৌমিত্র চট্টোপাধ্যায় লিখিত এবং পরিচালিত 'টিকটিকি' অভিনয়ে পরিচালক-লেখক স্বয়ং এবং কৌশিক সেন নেটফ্লিক্সে যারাতৃতীয় শ্রেণির সাইকো-থ্রিলার দেখার জন্য উন্মুখ হয়ে থাকেন এবং জঘন্য প্লটকে বাহবা দেন , তাঁদের একবার নাটকটা দেখতে অনুরোধ করব দেখা সম্ভবনা হলে নিদেনপক্ষে একবার পড়তে বলবো (আনন্দ পাবলিশার্স) এই নাটকেদুই দুর্দান্ত অভিনেতার যুগলবন্দী দেখার মত নাট্যকারেরসাক্ষাৎকারে পড়েছি উৎপল দত্ত প্রথম হলিউডি ছবি SLEUTH অবলম্বনে এই নাটকটি তাঁকেলিখতে অনুপ্রাণিত করেন উৎপল দত্তেরএই নাটকের মূল চরিত্রে অভিনয় করবার কথাও ছিল পরবর্তীকালে উত্তমকুমারওএই নাটকে অভিনয় করতে ভীষণ আগ্রহী ছিলেন , কিন্তু শেষ পর্যন্ত সেটা আর হয়ে ওঠেনি একটিমাত্র ঘরে নাটকের গল্প আবর্তিত নাটকে কেবলমাত্রদু'জন অভিনেতা তৎসত্ত্বেও পূর্ণাঙ্গ নাটকটির দিক থেকে এক মুহূর্তের জন্যওচোখ ফেরানো যায় না , গল্পের বাঁধুনি আর অভিনয়ের গুণে এটা একটা রিভেঞ্জ ড্রামা , প্রতিশোধ নেওয়ার গল্প কিন্তু তাসত্ত্বেও সেক্স-ভায়লেন্স এবং খেঁউড় সর্বস্ব নয় সেটাহওয়ার কথাও নয় অবশ্য , নাটকের তো আর টিআর পি বাড়াবার তাড়ানেই ! কৌশিক সেন নাটকে দুই রকম স্বরে চেহারায় কথাবলেন স্বর চেহারা পাল্টে কৌশিক যখন স্ফীতোদর ছদ্মবেশী পুলিশ আধিকারিকের ভূমিকায় অভিনয় করেন , তখন সত্যিই তাঁকে চেনা দায় হয়ে পড়ে সৌমিত্র চট্টোপাধ্যায়েরচরিত্রটা একজন মানসিক বিকারগ্রস্ত লেখকের , যিনি মানুষকে ভীষণ হেনস্থা করে মজা পান কৌশিক সেনেরচরিত্রটিকে তিনি একবার এমনভাবে অকারণে হেনস্থা করেন , যে তিনি মানসিকভাবেবিধ্বস্ত হয়ে পড়েন লেখকের অনুকরণেইতিনি এক সাজানো কাহিনিদিয়ে কীভাবে প্রতিশোধ নেন , তাই নিয়েই গল্প Sleuth মানে গোয়েন্দা আর ব্যঙ্গার্থেগোয়েন্দাকে যে টিকটিকি বলাহয় , সে তো গোয়েন্দাকাহিনিপ্রিয়বাঙালি মাত্রেই জানেন ! প্রসঙ্গত, কৌশিক সেন একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন , যে তাঁদের নাটকেরদল 'স্বপ্ন-সন্ধানী' নামকরণ করেছিলেনসৌমিত্র চট্টোপাধ্যায় স্বয়ং ছবিটি ইউটিউবেদেখা যায়











টিকটিকি নাটক





ফিচার প্রতিবেদন


ফিচার সংবাদ

ফিচার নিউজ


ফিচার পাতা

ফিচার লেখা


news feature article


news feature story


news feature example






দুর্গা পুজো২০২০

দুর্গা পুজো ২০২০


আইনকানুন তোমরা সব অন্য কোথাও খুঁজো
বঙ্গদেশে বুক বাজাবে কর্পোরেটের পুজো
কোটি টাকার বাজেট কি আর আকাশ থেকে পড়ে
কোভিড'১৯ থোড়াই কেয়ার বিজ্ঞা-পুজোর গড়ে
আবেদন আর পাল্টাতেই এবার পুজো শেষ
মামলা লড়ার পুঁজিটাও গুছিয়ে জমবে বেশ
তোমরা হলে দাবার বোড়ে , ছড়াবে মারণরোগ
হাতি-ঘোড়া-রাজা-মন্ত্রীমশাই পোহাবে না দুর্ভোগ
বাড়ির লোককে কাঁদিয়ে যখন পড়বে জীবনে দাঁড়ি
বুঝবে তখন কতটা বিপদ , কেন বলে অতিমারি ।



করোনা মহামারি ও দুর্গা পুজো

অতিমারি নিয়ে কবিতা


বাংলা কবিতা রোমান্টিক

বাংলা কবিতা

বাংলা কবিতা ক্যাপশন

বাংলা কবিতার লাইন



বাংলা কবিতা প্রেমের

সোমবার, ১৯ অক্টোবর, ২০২০

জীবনযাপন

 পরিবর্তন 

আড্ডা থেকে পালাই পালাই , বাড়ির দিকে মন 

বন্ধুরা সব নিয়ম মতই সংসারী এখন ।


ঘুম 

অজাতশত্রু নই তো আমি , কেউকেটা নই অতি 

কাল সকালে ঘুম না ভাঙলে , কার কী এমন ক্ষতি 

বলবে তুমি চেষ্টা করে , কষ্ট পাবে বেশ 

আসলে কিন্তু চোখ বুজলেই , সবটা আমি শেষ 

তবু আলো দেখব বলেই জানলায় চোখ রাখি 

জেগে ওঠা অভ্যেস হতে অনেকটা পথ বাকি ।  

https://sankhamanigoswami.blogspot.com/2020/10/pub-9792609886530610_20.html






বাংলা কবিতা রোমান্টিক

বাংলা কবিতা

বাংলা কবিতা ক্যাপশন

বাংলা কবিতার লাইন



বাংলা কবিতা প্রেমের


গল্প এইটুকুই

 দাবদাহ 


পুষ্ট দেহ হৃষ্ট চিত্ত 

নব্য বঙ্গ মধ্যবিত্ত 

লোডশেডিঙয়ের জ্বালায় নিত্য 

উত্তেজনায় ঝরান পিত্ত । 


যাঁর পকেট যত স্থূল 

ততগুলি ঘর বাতানুকূল 

প্রতি পরিবারে না বলা রুল 

গিন্নি যেন থাকেন কুল ! 


বাসে-ট্রেনে-পথে অফিসে হায় 

তেতে ওঠা মন বিষ ওগরায় 

জল-শরবতে শান্তি চায় 

ক্লান্ত দেহ , ভিজে গায়ে । 


দিনগত পাপক্ষয় 

যাঁরা ভাবেন , ঠিক নয় 

বাড়ি ফিরে যারা মেঝেতে শুই 

তাদের গল্প এইটুকুই । 

https://sankhamanigoswami.blogspot.com/2020/04/pub-9792609886530610_78.html




ছড়া


ছড়া কবিতা

ছড়া বাচ্চাদের বাংলা


ছড়া কাকে বলে






রবিবার, ১৮ অক্টোবর, ২০২০

জলপাইগুড়িতে সুভাষ চন্দ্র বসু

 

জলপাইগুড়িতে সুভাষ চন্দ্র বসু

 

            উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের অন্তর্গত উত্তরবঙ্গের জলপাইগুড়ি টাউন স্টেশনে বেশ কিছু দুর্লভ ও দুষ্প্রাপ্য ছবি এবং বিরল তথ্য প্রদর্শনের ব্যবস্থা করেছেন ‘জলপাইগুড়ি নেতাজি সুভাষ মিউজিয়াম ও কালচারাল ফাউন্ডেশন’ , এই শহরে সুভাষ চন্দ্র বসুর ঐতিহাসিক ভাষণ প্রদানের পঁচাত্তর বর্ষপূর্তিতে । জলপাইগুড়িতে বঙ্গীয় প্রাদেশিক রাষ্ট্রীয় কংগ্রেস সম্মেলন (১৯৩৯) উপলক্ষে এসেছিলেন নেতাজি । ৫ ফেব্রুয়ারি ১৯৩৯ জলপাইগুড়ি পুরসভার প্রধান কার্যালয়ের পাশে , পাওয়ার হাউসে একটি উচ্চক্ষমতাসম্পন্ন জেনারেটর উদ্বোধনে রাষ্ট্রপতি সুভাষ বসুর ছবি আছে এখানে । আছে , এই শহরে অবস্থানকালে বৈকুণ্ঠপুর রাজবাড়ির সামনে রাজা প্রসন্নদেব রায়কতের সঙ্গে ছবি ।  প্রসন্নদেব রায়কতের নামে বর্তমানে শহরে একটি মহিলা কলেজ আছে । এই অধিবেশনে ৪ ঠা ফেব্রুয়ারি ১৯৩৯ , রাত সাড়ে আটটায় বক্তৃতা দিতে উঠে সুভাষ চন্দ্র বসু ঘোষণা করেন ---- “আজ পরিষ্কারভাবে বলিবার সময় আসিয়াছে , কোন পথে আমরা চলিব , আমরা কোন কৌশল অবলম্বন করিব , কী ভাবে চলিলে অদূর ভবিষ্যতে আমরা পূর্ণ স্বাধীনতা লাভ করিতে পারিব । আমার মনে বিন্দুমাত্র সন্দেহ নাই যে , যে সুবর্ণ সুযোগ এতদিন পরে উপস্থিত হইয়াছে , তাহা গ্রহণ করিয়া যদি আমরা জাতীয় দাবি উপস্থিত করি এবং তাহার পশ্চাতে আসন্ন সংগ্রামের সমস্ত আয়োজন তৈয়ারি রাখি , তাহা হইলে অতি শীঘ্র আমাদের অভীষ্ট --- পূর্ণ স্বাধীনতা আমরা লাভ করিতে পারিব ।“ এই অধিবেশনে গৃহীত প্রস্তাব ছিল --- “ইংরেজ রাজশক্তিকে ছয় মাসের চরমপত্র(ULTIMATUM) প্রদান করিতে হইবে ।“

            সম্মেলনটি হয়েছিল জলপাইগুড়ি টাউন রেল স্টেশনের কাছে , বোদা রোডের পাশে , হরিজনদের বাসস্থানের জন্য চিহ্নিত ৩০ বিঘা জমিতে , পুরসভার অনুমতিসাপেক্ষে । সম্মেলন স্থলটির নামকরণ করা হয় জেলা কংগ্রেসের প্রথম সভাপতি স্বর্গীয় জগদীন্দ্র দেব রায়কতের স্মরণে , ‘জগদীন্দ্র নগর’ হিসেবে । ৩ – ৫ ফেব্রুয়ারি ১৯৩৯ সম্মেলন হয়েছিল । নেতাজি আসেন শরৎ চন্দ্র বসু – সহ অন্যান্য প্রাদেশিক ও সর্বভারতীয় নেতাদের নিয়ে ৪ তারিখে । ‘রাষ্ট্রপতি’ সুভাষকে স্বেচ্ছাসেবক বাহিনী ‘গার্ড অব অনার’ দেন । তাঁকে নিয়ে শহরে শোভাযাত্রা হয় এবং তাঁদের দেখতে বিপুল জনসমাগম ঘটে । এরপর সম্মেলনস্থলে শ্রী আশরাফউদ্দিন আহম্মদ চৌধুরী জাতীয় পতাকা উত্তোলন করেন । রাষ্ট্রপতি সুভাষ চন্দ্র বসুকে আর্যনাট্য সমাজ সভাঘরে পুরসভা ও অন্যান্য নাগরিক সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন করা হয় । এরপর অভ্যর্থনা সমিতির সভাপতি ডাঃ চারুচন্দ্র সান্যাল স্বাগত ভাষণ দেন । তারপর একে একে ভাষণ দেন শরৎ চন্দ্র বসু এবং সুভাষ চন্দ্র বসু । প্রসঙ্গত উল্লেখ্য , শহরের ‘মাদ্রাসার মাঠ’ বলে পরিচিত মাঠটিতেও নেতাজি ও অন্যান্য প্রাতঃস্মরণীয় জাতীয় নেতারা বক্তৃতা করেছেন । পুরসভা থেকে জায়গাটি চিহ্নিত করে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে । বর্তমানে শহরে দিনবাজারে সান্যাল বাড়ির রাস্তাটির নাম রাখা হয়েছে চারুচন্দ্র সান্যাল সরণি । তাঁর ছেলে হীরেন(মানিক) সান্যালও স্বনামধন্য বামপন্থী সাংসদ – রাজনীতিক ছিলেন ।

            এই সম্মেলনের আয়োজনও ছিল সে সময়ের পরিপ্রেক্ষিতে মনে রাখার মত । ৩২ টি জেলার জন্য বাঁশ ও ভাবুনী দিয়ে ৩২ টি বাড়ি তৈরি করা হয়েছিল । ৮০০ জনের রোজ খাওয়ার ব্যবস্থা ছিল । উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দের তালিকায় মুজাফফর আহম্মদের নামটি কৌতূহলোদ্দীপক ! যাঁর নামে মুজাফফর আহম্মদ ভবন কলকাতায় , তিনি আর ইনি কি অভিন্ন ব্যক্তি ? প্রশ্ন থেকে যায় । কারণ তালিকার অনেকেই পরে বামপন্থী দলে যোগ দিয়েছিলেন । এই সম্মেলনে সভাপতি ছিলেন শরৎচন্দ্র বসু । সম্মেলনের খবর ৪ ঠা ফেব্রুয়ারি পুঙ্খানুপুঙ্খভাবে প্রকাশিত হয়েছিল অমৃতবাজার পত্রিকায় । লেখা হয়েছিল ---- “THE PRESIDENT TOOK HIS SEAT ON THE DIAS WHICH WAS DECORATED WITH FLOWERS AND FOLIAGE , PICTURES OF MAHATMA GANDHI , PANDIT JAWAHARLAL AND SJ. SUBHASH CHANDRA BOSE WERE HUNG UP PROMINENTLY . AS ALSO SOME QUOTATIONS FROM THE POETICAL WORKS OF RABINDRANATH TAGORE. DR. CHARUCHANDRA SANYAL , CHAIRMAN OF THE RECEPTION COMMITTTEE WELCOMED THE DELEGATES. HIS WELCOME TO SJ. SUBHASH CHANDRA BOSE, THE PRESIDENT—ELECT OF THE INDIAN NATIONAL CONGRESS, WAS LOUDLY CHEERED BY THE ENTIRE ASSEMBLY. “

           এই সম্মেলনে সুভাষ চন্দ্র বসু বলেন --- “বন্ধুগণ , আমি মনে করি এখানকার প্রাদেশিক সম্মেলন সাফল্যমণ্ডিত হইয়াছে , আশাতীতভাবে সাফল্যমণ্ডিত হইয়াছে । “ এই গ্যালারিতে জেলার তৎকালীন বিশিষ্ট চা – শিল্পপতি , তারিণী প্রসাদ রায়ের বাবু পাড়ার বাড়িতে , অন্যান্য নেতৃবৃন্দের সঙ্গে শরৎ ও সুভাষ চন্দ্র বসুর ছবি আছে ।

 

ঋণ  : ‘জলপাইগুড়ি নেতাজি সুভাষ মিউজিয়াম ও কালচারাল ফাউন্ডেশন’ ।




















Subhas Chandra Bose

https://g.co/kgs/4ig33R




ফিচার প্রতিবেদন


ফিচার সংবাদ

ফিচার নিউজ


ফিচার পাতা

ফিচার লেখা


news feature article


news feature story


news feature example







কেরালার বৃহত্তম জিপলাইন adventure sport

  ### কেরালার বৃহত্তম জিপলাইন ভারতের দক্ষিণাঞ্চলের রাজ্য কেরালা, যার প্রাকৃতিক সৌন্দর্য ও বৈচিত্র্যময় পরিবেশ পর্যটকদের আকর্ষণ করে, সেখানে এ...