মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০

টিকটিকি

টেলি-নাটকের জন্য বাংলাদেশ টিভি বিখ্যাত 'তারা টিভি'তে দেখা এরকমইএকটি টেলি-নাটক আমার খুব প্রিয় , বহুবার দেখেছি নাটকটি হলসৌমিত্র চট্টোপাধ্যায় লিখিত এবং পরিচালিত 'টিকটিকি' অভিনয়ে পরিচালক-লেখক স্বয়ং এবং কৌশিক সেন নেটফ্লিক্সে যারাতৃতীয় শ্রেণির সাইকো-থ্রিলার দেখার জন্য উন্মুখ হয়ে থাকেন এবং জঘন্য প্লটকে বাহবা দেন , তাঁদের একবার নাটকটা দেখতে অনুরোধ করব দেখা সম্ভবনা হলে নিদেনপক্ষে একবার পড়তে বলবো (আনন্দ পাবলিশার্স) এই নাটকেদুই দুর্দান্ত অভিনেতার যুগলবন্দী দেখার মত নাট্যকারেরসাক্ষাৎকারে পড়েছি উৎপল দত্ত প্রথম হলিউডি ছবি SLEUTH অবলম্বনে এই নাটকটি তাঁকেলিখতে অনুপ্রাণিত করেন উৎপল দত্তেরএই নাটকের মূল চরিত্রে অভিনয় করবার কথাও ছিল পরবর্তীকালে উত্তমকুমারওএই নাটকে অভিনয় করতে ভীষণ আগ্রহী ছিলেন , কিন্তু শেষ পর্যন্ত সেটা আর হয়ে ওঠেনি একটিমাত্র ঘরে নাটকের গল্প আবর্তিত নাটকে কেবলমাত্রদু'জন অভিনেতা তৎসত্ত্বেও পূর্ণাঙ্গ নাটকটির দিক থেকে এক মুহূর্তের জন্যওচোখ ফেরানো যায় না , গল্পের বাঁধুনি আর অভিনয়ের গুণে এটা একটা রিভেঞ্জ ড্রামা , প্রতিশোধ নেওয়ার গল্প কিন্তু তাসত্ত্বেও সেক্স-ভায়লেন্স এবং খেঁউড় সর্বস্ব নয় সেটাহওয়ার কথাও নয় অবশ্য , নাটকের তো আর টিআর পি বাড়াবার তাড়ানেই ! কৌশিক সেন নাটকে দুই রকম স্বরে চেহারায় কথাবলেন স্বর চেহারা পাল্টে কৌশিক যখন স্ফীতোদর ছদ্মবেশী পুলিশ আধিকারিকের ভূমিকায় অভিনয় করেন , তখন সত্যিই তাঁকে চেনা দায় হয়ে পড়ে সৌমিত্র চট্টোপাধ্যায়েরচরিত্রটা একজন মানসিক বিকারগ্রস্ত লেখকের , যিনি মানুষকে ভীষণ হেনস্থা করে মজা পান কৌশিক সেনেরচরিত্রটিকে তিনি একবার এমনভাবে অকারণে হেনস্থা করেন , যে তিনি মানসিকভাবেবিধ্বস্ত হয়ে পড়েন লেখকের অনুকরণেইতিনি এক সাজানো কাহিনিদিয়ে কীভাবে প্রতিশোধ নেন , তাই নিয়েই গল্প Sleuth মানে গোয়েন্দা আর ব্যঙ্গার্থেগোয়েন্দাকে যে টিকটিকি বলাহয় , সে তো গোয়েন্দাকাহিনিপ্রিয়বাঙালি মাত্রেই জানেন ! প্রসঙ্গত, কৌশিক সেন একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন , যে তাঁদের নাটকেরদল 'স্বপ্ন-সন্ধানী' নামকরণ করেছিলেনসৌমিত্র চট্টোপাধ্যায় স্বয়ং ছবিটি ইউটিউবেদেখা যায়











টিকটিকি নাটক





ফিচার প্রতিবেদন


ফিচার সংবাদ

ফিচার নিউজ


ফিচার পাতা

ফিচার লেখা


news feature article


news feature story


news feature example






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Don't forget to like, comment, share and subscribe to my Blog. Thank you.

কেরালার বৃহত্তম জিপলাইন adventure sport

  ### কেরালার বৃহত্তম জিপলাইন ভারতের দক্ষিণাঞ্চলের রাজ্য কেরালা, যার প্রাকৃতিক সৌন্দর্য ও বৈচিত্র্যময় পরিবেশ পর্যটকদের আকর্ষণ করে, সেখানে এ...