মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১

Squirrels posing for the camera. squirrels .squirrel close up.

www.httpssankhamanigoswami.xyz

www.httpssankhamanigoswami.xyz

www.httpssankhamanigoswami.xyz

www.httpssankhamanigoswami.xyz

www.httpssankhamanigoswami.xyz

www.httpssankhamanigoswami.xyz


#httpssankhamanigoswami 
squirrel posing,squirrel video,squirrel footage,squirrel video for kids,squirrel video funny,squirrel video for babies,the squirrels are here,up close squirrel video,squirrel in the tree,squirrels landing on the ground,squirrels playing,কাঠবিড়ালি,কাঠবিড়ালির ডাক,কাঠবিড়ালী,কাঠবিড়ালি কি খায়,entertainment for cats,video for cats to watch,for cats,squirrel close up



 

বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১

প্রশ্ন রয়ে যায়...

 #প্রশ্ন_রয়ে_যায়


"There are more things in heaven and earth Horatio, than are dreamt of in your philosophy." ---হ্যামলেট , উইলিয়াম শেক্সপীয়র ।

নিশির ডাকের ব্যাপারটা পড়েছি অনেক , শুনেছি আরও বেশি । সেই ডাকেই কিনা , আজও জানিনা , আমার জীবনে একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল জলপাইগুড়িতে থাকতে , ২০০০ কিংবা ২০০১ সালে । পাশের বাড়ির বড়দা জ্যেঠু মারা গেছেন রাত ন'টা নাগাদ , আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে । আমাদের মাষকলাইবাড়ি শ্মশানে ঢুকতে ঢুকতে রাত একটা বাজলো । তখনও ইলেকট্রিক চুল্লি চালু হয়নি । কাঠের ঘরের লোককে ডেকে এনে সৎকারের সব আয়োজন শেষ হতে হতে দু'টো হয়ে গেল । শ্মশানে শুতে নেই , তাই পাড়ার সবাই গল্পগুজবে ডুবে গেলাম । একটু 'বাইরে' যাওয়ার প্রয়োজন ছিল । কাঠের ঘরটার পিছনে এলাম । এটা বসার ছাউনিটা থেকে একটু দূরে , এবং বলা বাহুল্য এদিকে আলো নেই । শুনেছি , এখান থেকে কবরখানা শুরু , শেষ অনেকটা দূরে । এই জায়গাটায় নাকি মূলত সদ্যোজাতদের সমাধিস্থ করা হয় । তো , কাজ মিটে গেলে ভাবলাম একটু ঘুরে আসি । আকাশে তো চাঁদ আছে , যদিও মেঘের সাথে মাঝেমধ্যেই লুকোচুরি খেলছে , তবুও একেবারে অন্ধকার নয় চারপাশটা । এদিকটায় সাপখোপের ভয়ে দিনের বেলাতেও কেউ বড় একটা আসেনা । আমিও যে কেন এলাম তার উত্তর নেই আমার কাছে । বাবা কতগুলো বিষয়ে অনুমতি দেওয়ার ক্ষেত্রে ছোটবেলায় খুব কড়া ছিলেন । আঠারো বছর বয়সের আগে আমি শ্মশান যাওয়ার অনুমতি পাইনি । একবার , পাড়ার একজন গত হওয়ার পর বায়না করার মত করে বলেছিলাম --- সবাই তো যাচ্ছে । আমিও যাই না ! বাবা খুব বিরক্ত হয়ে উত্তর দিয়েছিলেন --- এটা কোনও উৎসব নয় , যে লাফাতে লাফাতে যোগ দিতে যেতে হবে । সময় হোক , তারপর যাবি । খুব , দুর্ভাগ্যজনকভাবে আমি প্রথমবার শ্মশানে যাওয়ার অনুমতি পেলাম আমার এক ক্লাসমেট আত্মহত্যা করার পর । সেই অভিজ্ঞতা বড় মর্মান্তিক । তিন-চার দিন খেতে-ঘুমোতে পারিনি । ঘুমের মধ্যে থেকে থেকেই ভয় পেয়ে জেগে উঠে বাবাকে জাপটে ধরতাম । কাজেই , বলা বাহুল্য আমি খুব সাহসী মানুষ নই । কিন্তু সেদিন যে কী হল !
আমি হাঁটছি তো হাঁটছিই । পাশেই কুলকুল করে বয়ে চলেছে করলা নদী । উঁচু নীচু ঢিবি , মানে কবর পেরিয়ে , ভালই লাগছিল হাঁটতে । মোটেও ভয় করছিল না । কেমন যেন একটা ঘোর লেগে গিয়েছিল । মাথাটা পালকের মত হালকা লাগছিল , যেন কারও হাতছানিতে আরও আরও দূরে চলে যাচ্ছিলাম । একটা আকর্ষণ কাজ করছিল , সেটা কিসের বুঝিনি । হঠাৎ কয়েকটা কুকুর চিৎকার করে তেড়ে আসায় যেন আমার হুঁশ ফিরল । নিজেই খুব অবাক হয়ে দেখলাম , শ্মশান ছাড়িয়ে বহু দূরে চলে এসেছি । চারদিকে , যতদূর চোখ যায় , কেউ নেই , অন্ধকারে দূরে দাঁড়িয়ে থাকা গাছগুলো ছাড়া । সত্যি বলতে কী , এবার বেশ ভয় লাগলো । যতটা সম্ভব পা চালিয়ে ফিরে এসে দেখি , আমাকে কোত্থাও খুঁজে না পেয়ে পাড়ার সবার একেবারে উৎকণ্ঠায় শেষ অবস্থা ! একে শ্মশান , তার উপরে রাতদুপুরে হঠাৎ গায়েব ! চুপচাপ ছাউনির নীচে এসে বসার পরেই শুরু হল প্রশ্নবাণ । একটু পরে আমাদের তখনকার বাড়ির সামনের টুটুলদা ঝাড়া আধঘণ্টা ধরে , কুড়ি-পঁচিশ জনের সামনেই , ওই ভোর রাতেই, আমাকে তুমুল ঝাড়ল(আজ দীপাবলির দিনে দাদার বাড়িতে কালীপুজো হচ্ছে , কাল সকালে প্রতিবারের মত পাড়ার সকলে সুস্বাদু খিচুড়ি ভোগ খেতে যাবেন ।) ! সবার বিরক্ত চোখ তখন আমার দিকে ! রাগ হয়নি , খুব ভাল লেগেছিল । এখানে আমাকে অত আন্তরিকভাবে বকা দেওয়ার মত লোক নেই । আমি নিজেও বুঝিনি আর কাউকে বোঝাতেও পারিনি , সেদিন আমি কিসের টানে , কোথায় , কেনই বা যাচ্ছিলাম । শুধু টুটুলদা সবটা শুনে খুব গম্ভীর হয়ে গিয়েছিল , কিন্তু কেন , তা বলেনি ।

সেদিন আরও একটা অদ্ভুত কাণ্ড ঘটেছিল । তখন তিনটে-সওয়া তিনটে হবে । আমরা শ্মশানের সামনের রাস্তায় বসে আছি । হঠাৎ দেখি শুনশান রাস্তায় জগা মামার মত একটা লোক আমাদের বাড়ির দিক থেকে এদিকেই আসছে । পাশ থেকে বাবানদা বলল --- এ কী রে ! কে আসতেসে রে ! ভূত না জগা মামা ! কথাটা বলার সঙ্গত কারণ আছে । জগা মামা , জ্যেঠুর প্রিয় শ্যালক থাকেন ডালখোলায় । তাঁকে মৃত্যু সংবাদ দেওয়া হয়েছে রাত দশটা নাগাদ । কয়েক ঘণ্টার মধ্যে জলপাইগুড়ি এসে পড়া প্রায় অসম্ভব । কিন্তু ওই যে বলেনা , ইচ্ছে থাকলেই উপায় হয় । জগা মামার কাছ থেকে আমরা যে গল্প শুনলাম, তা-ও কম রোমহর্ষক নয় । খবর পেয়েই জগা মামা হাতের কাছে যা টাকা পয়সা ছিল , নিয়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছিলেন । সৌভাগ্যবশত বড় রাস্তায় এসে একটা ট্রাক পেয়ে যান , যেটি গোশালা মোড় হয়ে যাবে । উনি সেখানে নেমেছেন , তারপর সুহৃদ লেনের বাড়ি হয়ে আলো ফুটবার আগেই শ্মশানে । জ্যেঠুর নশ্বর শরীরটা বোধহয় সেদিন জগা মামার হাতের নিম আর চন্দন কাঠের অঞ্জলির জন্যই অপেক্ষা করছিল । সব অঙ্ক মেলানো যায়না , সব অঙ্ক মেলাতে নেই ।



www.httpssankhamanigoswami.xyz
#httpssankhamanigoswami


বুদ্ধিতে যার ব্যাখ্যা চলে না

অলৌকিক ঘটনা

অলৌকিক ঘটনা বাংলা
অদ্ভুত ঘটনা

অলৌকিক ঘটনাবলি

অদ্ভুত কিছু ঘটনা

অদ্ভুত যত ঘটনা

অদ্ভুত ঘটনাবলী
অদ্ভুত রহস্যময় ঘটনা

অদ্ভুতুড়ে ঘটনা







সোমবার, ১ নভেম্বর, ২০২১

দিল সে দিয়া জ্বলে । দীপাবলি ২০২১ উপলক্ষে এইচ পি-র বিজ্ঞাপন এবং একটি অভিজ্ঞতা ।

এইচ পি-র একটা বিজ্ঞাপন দেখে মন ভরে গেল । ফলের রস বলতে অবশ্য আমার ধর্মতলার ফলের রসের দোকানের কথা মনে পড়ে । যাইহোক , আসল গল্পে আসি । রাণাঘাটের এক ভাতের হোটেলে এক দোকান মালিককে দেখেছিলাম , তাঁর কথা শুনেছিলাম । মনে হয়েছিল , কোনও দিন যদি কোনও দোকানের মালিক হই , এঁর মত হব । আমি ভাতের অর্ডার দিয়ে বসে আছি , পূর্বোক্ত ভদ্রলোক দোকানে এসে ঢুকলেন , রুটি-তরকা দিতে বললেন । দোকান মালিকের সঙ্গে কথাবার্তায় বোঝা গেল , এই এলাকারই ব্যবসায়ী , হৃদ্যতা আছে । ভদ্রলোকের লম্বা - পেটানো চেহারা । পালিশ করা চেহারা , চোখমুখ দেখে বোঝা যায় উচ্চ শিক্ষিত ব্যবসায়ী । খেতে খেতে হোটেল মালিকের সঙ্গে গল্প করছিলেন , প্রাসঙ্গিক অংশটুকু যতটা সম্ভব অবিকৃতভাবে তুলে ধরছি ---

---- আজ দোকানে এক কাস্টমার এসেছিল বুঝলে । বলা নেই , কওয়া নেই , হঠাৎ আমার দোকানের এক কর্মচারীকে চড় কষিয়ে দিল । ঝামেলা দেখে আমি উঠে দেখতে গেলাম কী ব্যাপার । লোকটার কাছ থেকে সমস্ত ঘটনা শুনে বললাম , ওর ভুল হয়েছে , কিন্তু আপনি ওর গায়ে হাত দিলেন কেন ? এমন ইতর লোক বুঝলে , বলে --- বেশ করেছি । আমারও এবার গেল মাথাটা গরম হয়ে । বললাম --- আরেকবার আমার সামনে 'বেশ করে' দেখান । লোকটা এখানে সুবিধে করে উঠতে পারবেনা বুঝে পিঠটান দিল । ভাতের হোটেলের মালিক সবটা শুনে বললেন --- কী আর করবে বল , আমাদের সবাইকে নিয়েই চলতে হবে । দোকান মালিকের কথার মর্মার্থ ছিল ব্যবসাটা সবাইকে নিয়েই করতে হয় , সবাই মিলে করতে হয় , একা করা যায় না । এই বিজ্ঞাপনের বার্তাও সেটাই । যাঁর মাথা থেকে এই বিজ্ঞাপনের আইডিয়াটা বেরিয়েছে দীপাবলি উপলক্ষে , তাঁকে অভিবাদন জানাই ।





#httpssankhamanigoswami








দীপাবলি 2021      

দীপাবলি কি
দীপাবলি রচনা

দীপাবলি ২০২১

দীপাবলি লক্ষ্মী পূজা

দীপাবলি শব্দের অর্থ

diwali 2021 date kolkata

দেওয়ালি ২০২১ , diya,


বুধবার, ২৭ অক্টোবর, ২০২১

গীতবিতান । পূজা । রবীন্দ্র রচনাবলী । জন্মশতবার্ষিক সংস্করণ । চতুর্থ খণ্ড । পূজা ৩

তোমার         সুরের ধারা ঝরে যেথায় তারি পারে 

                         দেবে কি গো বাসা আমায় একটি ধারে । 

                                   আমি         শুনব ধ্বনি কানে, 

                                   আমি          ভরব ধ্বনি প্রাণে 

                        সেই ধ্বনিতে চিত্তবীণায় তার বাঁধিব বারে বারে ।। 


আমার              নীরব বেলা সেই তোমারি সুরে সুরে 

                          ফুলের ভিতর মধুর মতো উঠবে পূরে ।

                                   আমার     দিন ফুরাবে যবে , 

                                   যখন        রাত্রি আঁধার হবে , 

                          হৃদয় মোর গানের তারা উঠবে ফুটে সারে সারে ।।     



www.httpssankhamanigoswami.xyz



তোমার সুরের ধারা ঝরে যেথায়

তোমার সুরের ধারা

তোমার সুরের ধারা লিরিক্স

tomar surer dhara lyrics

tomar surer dhara notation

tomar surer dhara swaralipi

tomar surer dhara

তোমার সুরের ধারা স্বরলিপি

বুধবার, ২০ অক্টোবর, ২০২১

গীতবিতান । পূজা । রবীন্দ্র রচনাবলী । জন্মশতবার্ষিক সংস্করণ । চতুর্থ খণ্ড ২

           সুরের গুরু দাও গো সুরের দীক্ষা ---

মোরা  সুরের কাঙাল , এই আমাদের ভিক্ষা ।। 

মন্দা  ধারা ,        ঊষার শুকতারা , 

কনকচাঁপা কানে কানে যে সুর পেল শিক্ষা 

তোমার সুরে ভরিয়ে নিয়ে চিত্ত 

যাব যেথায় বেসুর বাজে নিত্য 

কোলাহলের বেগে     ঘূর্ণি উঠে জেগে , 

নিয়ে তুমি আমার বীণায় সেইখানেই পরীক্ষা ।।   




www.httpssankhamanigoswami.xyz




 সুরের গুরু দাও গো সুরের দীক্ষা লিরিক্স

 সুরের গুরু দাও গো সুরের দীক্ষা

surer guru dao go surer dikha lyrics

surer guru dao go

surer guru dao go surer dikha

মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১

গীতবিতান । পূজা । রবীন্দ্র রচনাবলী । জন্মশতবার্ষিক সংস্করণ । চতুর্থ খণ্ড । ১

 কান্নাহাসির-দোল-দোলানো পৌষ-ফাগুনের পালা 

তারি মধ্যে চিরজীবন বইব গানের ডালা ---

এই কি তোমার খুশি , আমায় তাই পরালে মালা 

           সুরের-গন্ধ-ঢালা । 

তাই কি আমার ঘুম ছুটেছে , বাঁধ টুটেছে মনে , 

খ্যাপা হাওয়ার ঢেউ উঠেছে চিরব্যথার বনে , 

কাঁপে আমার দিবানিশার সকল আঁধার আলা ! 

এই কি তোমার খুশি , আমায় তাই পরালে মালা 

           সুরের-গন্ধ-ঢালা । 

রাতের বাসা হয় নি বাঁধা , দিনের কাজে ত্রুটি , 

বিনা কাজের সেবার মাঝে পাই নে আমি ছুটি !

শান্তি কোথায় মোর তরে হায় বিশ্বভুবন-মাঝে, 

অশান্তি যে আঘাত করে , তাই তো বীণা বাজে । 

নিত্য রবে প্রাণ-পোড়ানো গানের আগুন জ্বালা ---

এই কি তোমার খুশি , আমায় তাই পরালে মালা 

          সুরের-গন্ধ-ঢালা ।     




কান্না হাসির দোল দোলানো

কান্না হাসির দোল দোলানো পৌষ ফাগুনের পালা

কান্না হাসির দোল দোলানো lyrics

kanna hasir dol dolano lyrics

kanna hasir dol dolano rabindra sangeet

kanna hasir dol dolano

suchitra mitra kanna hasir dol dolano



www.httpssankhamanigoswami.xyz



বুধবার, ১৩ অক্টোবর, ২০২১

মহাসপ্তমীর_সন্ধ্যায়_ঘুরতে_বেরিয়ে_দেখলাম --12-10-2021

 #মহাসপ্তমীর_সন্ধ্যায়_ঘুরতে_বেরিয়ে_দেখলাম --

১) তখন তোমার একুশ বছর বোধহয় , আমি তখন অষ্টাদশী ছোঁয়ায় । দুই জনে রিক্সায় ঠাকুর দেখতে বেরিয়েছে । একুশ বছর অন্যদিকে তাকিয়ে খুব কায়দা করে বাঁ হাতটা অষ্টাদশীর কাঁধে রেখেছিল । মেয়েটা মুখটা খুব গম্ভীর করে, কড়া গলায় বলল --- "হাতটা সরাও ।" ছেলেটা বিরস বদনে হাত সরিয়ে নিল ! আহা রে ! ২) একটা পুজোর এবার পঁচাত্তর বছর । বড় ক্যানভাসে ঘিয়ে রঙের ওপর লাল ফুল দিয়ে বিরাট করে লেখা --- '৭৫ তম বর্ষ' । দেখলাম সেটার সামনে দাঁড়িয়ে সেলফি তুলছে এক তরুণী ! সব ছবিরই একটা মানে থাকে । পঁচাত্তর বছর বয়সে সবাইকে যদি এত তাজা লাগত , কেমন দাঁড়াত ব্যাপারটা ? ৩) বয় ফ্রেন্ডের সাথে ঘুরতে বেরিয়েছে অনেকে । তাদের কারও হাত বাইক চালকের বুক খামচে রয়েছে , কারও হাত চালকের কাঁধের ওপর । ঝোড়ো হাওয়ায় শ্যাম্পু করা চুল উড়ছে , প্যান্ডেলে হেমন্ত মুখোপাধ্যায়ের গলায় গান বাজছে --- "দেখি , তোমার চুলের মত মেঘ সব ছড়ানো / চাঁদের মুখের পাশে জড়ানো / মন হারাল , হারাল, মন হারাল সেই দিন ।" এখানে আমার একটা প্রশ্ন আছে , সাজুগুজু করলে মেয়েদের মুখের ওপর বারে বারে চুল এসে পড়ে কেন , আর সেগুলোকে আঙুল দিয়ে ঢেউ আঁকার মত সরানোরই বা প্রয়োজন হয় কেন ? ৪) এদিকওদিক ছোটার ফাঁকে মণ্ডপের পাশে দাঁড়িয়ে সপ্তমী পুজোর ভোগ খাচ্ছেন জম্যাটো ডেলিভারি বয় । যিনি ঘড়ির কাঁটা ধরে সবাইকে খাবার সরবরাহ করেন , তিনি তৃপ্ত হচ্ছেন পুজোর ভোগ খেয়ে । এই দিনে এর চেয়ে সুন্দর দৃশ্য আর কী হতে পারে ।


www.httpssankhamanigoswami.xyz


দুর্গা পূজা ২০২১ তারিখ

দুর্গা পূজা ২০২১ বাংলা তারিখ

দুর্গা পূজা ২০২১ সময় সূচি

দুর্গা পূজা ২০২১ আগমন

দুর্গা পূজা কবে ২০২১

দুর্গা পূজার তারিখ ২০২১

durga puja 2021

durga puja 2021 date

durga puja 2021 date kolkata

durga puja 2021 photo


durga puja 2021 kolkata pandal


durga puja 2021 calendar

বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১

খ্যাতির বিড়ম্বনা

আনন্দবাজার পত্রিকার রিসেপশনে বসে থাকলেও যে কত বিচিত্র ঘটনার সাক্ষী থাকা যায় । একদিন বসে আছি , ভিতরে ঢুকে এক ভদ্রমহিলা রিসেপশনে জানালেন অপর্ণা সেনের সাথে দেখা করতে চান । আজই , এখনই । তাঁকে রিসেপশনের ভদ্রমহিলা জানালেন , উনি এভাবে দেখা করেন না , অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় । তবু ওই ভদ্রমহিলা নাছোড়বান্দা । একই কথা বলে চলেছেন । একবার রিসেপশনিস্টকে বললেন , -- আপনি একটু ব্যবস্থা করে দিন না । উত্তর এলো -- ওরা আমাদের পাত্তাই দেয় না , আমি কী ব্যবস্থা করব ! মরিয়া হয়ে এবার ভদ্রমহিলা এক অভাবনীয় কাণ্ড ঘটিয়ে বসলেন ! ৫০০ টাকার একটা নোট টেবিল পেরিয়ে রিসেপশনিস্টের হাতে গুঁজে দিতে গেলেন । ব্যস , আমার চোখের সামনে যেন ঠাকুর রামকৃষ্ণের জীবনের একটা ঘটনার পুনরাভিনয় ঘটল । বিবেকানন্দ একবার ঠাকুরকে পরীক্ষা করে দেখার জন্য তাঁর বিছানার তোষকের নীচে টাকা রেখে দিয়েছিলেন । মনে মনে বলেছিলেন -- খুব তো টাকা মাটি , মাটি টাকা -- বলেন ! আজ একটা হেস্তনেস্ত হয়ে যাক ! পরীক্ষার ফল মারাত্মক হয়েছিল বলে কথিত । রামকৃষ্ণ বিছানায় বসেই --- জ্বলে গেলুম , পুড়ে গেলুম বলে ছিটকে উঠে দাঁড়িয়েছিলেন , বহুক্ষণ লেগেছিল তাঁর জ্বালা জুড়োতে ।


প্রসঙ্গান্তরে গেলাম শুধুমাত্র ওই জ্বলে গেলুম পুড়ে গেলুম দৃশ্যটার প্রায় পুনরাভিনয় কীভাবে আমাদের চোখের সামনে হয়েছিল , সেটা বোঝাবার জন্য । রিসেপশনের ভদ্রমহিলা দু'পাশে হাত উঠিয়ে তড়াক করে উঠে দাঁড়ালেন ! বললেন --- টেবিল থেকে টাকাটা তুলুন , নাহলে সিকিওরিটির লোকেদের ডাকতে বাধ্য হব । ঘটনাটা অনেকদিন আগের , তখন এমন বাড়িতে বাড়িতে সি সি টি ভি ক্যামেরা থাকত না । যাইহোক , কথা না শোনাতে শেষ পর্যন্ত এক মহিলা নিরাপত্তাকর্মী ওঁকে বাইরে নিয়ে গেলেন ।
খ্যাতির বিড়ম্বনা কাকে বলে , সেদিন স্বচক্ষে দেখলাম । প্রসঙ্গত , তখন অপর্ণা সেন সম্ভবত সানন্দা'র সম্পাদক ছিলেন ।

Courtesy: Sjta. Aparna Sen.


অপর্ণা সেন আনন্দবাজার পত্রিকা, অপর্ণা সেন আনন্দবাজার, অপর্ণা সেন এর জীবন কাহিনী, Aparna Sen
Indian film director,  https://g.co/kgs/VFkTdx, aparna sen anandabazar, অপর্ণা সেন পরিচালিত সিনেমা, অপর্ণা সেন অভিনীত সিনেমা, অপর্ণা সেনের বিতর্কিত ছবির নাম

রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১

প্রিয় বন্ধু শ্রুতি নাটক । প্রিয় বন্ধু অঞ্জন দত্ত , নিমা রহমান , পরশ পাথর । shrutinatak.anjan dutta

 




প্রিয় বন্ধু শ্রুতি নাটক,প্রিয় বন্ধু অঞ্জন দত্ত,প্রিয় বন্ধু নাটক,priyo bondhu anjan dutta full,priyo bondhu songs,priyo bondhu anjan dutta songs,priyo bondhu anjan dutta,priyo bondhu bangla,priyo bondhu all songs,Priyo bandhu bangla,aaj hok na rong fekashe lyrics in bengali,priyo bondhu sruti natok lyrics,priyo bondhu,priyo bondhu lyrics,priyo bondhu songs lyrics,priyo bondhu anjan dutta lyrics,priyo bondhu anjan dutta script

শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১

দুয়ারে সরকার প্রকল্পের উদ্যোগে লক্ষ্মীর ভাণ্ডার ও স্বাস্থ্যসাথীর কাউন্টারে দীর্ঘ লাইন ব্যারাকপুরে ।

www.httpssankhamanigoswami.xyz

www.httpssankhamanigoswami.xyz

www.httpssankhamanigoswami.xyz



লক্ষ্মীর ভান্ডার প্রকল্প,লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প,লক্ষ্মীর ভাণ্ডার,লক্ষ্মীর ভাণ্ডার অনলাইনে আবেদন করুন,লক্ষ্মীর ভান্ডার প্রকল্প ফ্রম,লক্ষ্মীর ভাণ্ডার স্কিম এপ্লাই অনলাইন,লক্ষ্মীর ভাণ্ডার নির্দেশিকা,লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প প্রযোজ্য,lakshmir bhandar scheme,lakshmir bhandar from,lakshmir bhandar form fill up,duare sarkar camp schedule 2021,duyare sarkar ki ki kaj hoy,duare sarkar

 

বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১

আমি চঞ্চল হে আমি সুদূরের পিয়াসী । রবীন্দ্রসঙ্গীত । জয়তী চক্রবর্তী । ami choncholo hey.




আমি চঞ্চল হে আমি সুদূরের পিয়াসী,আমি চঞ্চল হে আমি সুদূরের পিয়াসী rekka,আমি চঞ্চল হে লিরিক্স,আমি চঞ্চল হে জয়তী চক্রবর্তী,ami chanchal hey jayati chakraborty,ami chanchal hey jayati,ami chanchal he ami sudurer piyasi,ami chanchal he rabindra sangeet,ami chanchal he ami sudurer piyasi rekka,Jayati Chakraborty Indian playback singer,https://g.co/kgs/hgW3re,Rabindra Sangeet,https://g.co/kgs/GnVDPX

 

Manike Mage Hithe . Yohani and Satheeshan. viral song. tamil version. sri lanka. yohani music




Manike Mage Hithe,Yohani and Satheeshan.,viral song.,tamil version.,sri lanka.,yohani music,yohani,manike,upali,trending,mage hithe,yohanimuisic,srilanka,tamil,version,sukumari,sukumali,mage,hithe,manike mage hithe original song,manike mage hithe,manike mage hithe tamil version,manike mage,manike mage hithe song,yohani new song

 

গুপী গাইন বাঘা বাইন সিনেমার গান । গুপী গাইন বাঘা বাইন ছবির গান । গুপী গাইন বাঘা বাইন গান ।



গুপী গাইন বাঘা বাইন সিনেমার গান,গুপী গাইন বাঘা বাইন ছবির গান,গুপী গাইন বাঘা বাইন গান,গুপী গাইন বাঘা বাইন এর গান,গুপী গাইন বাঘা বাইন,gupi gayen bagha bayen songs,gupi gayen bagha bayen all songs,gupi gayen bagha bayen full movie song,gupi gayen bagha bayen theme music

 

বীরেন্দ্রকৃষ্ণ মহালয়া । বীরেন্দ্রকৃষ্ণ মহালয়া চন্ডীপাঠ । বীরেন্দ্রকৃষ্ণ কণ্ঠে মহালয়া ।





বীরেন্দ্রকৃষ্ণ মহালয়া,বীরেন্দ্রকৃষ্ণ মহালয়া চন্ডীপাঠ,বীরেন্দ্রকৃষ্ণ কণ্ঠে মহালয়া,বীরেন্দ্রকৃষ্ণ মহালয়া শুনতে চাই,বীরেন্দ্রকৃষ্ণ মহালয়া শুনবো,বীরেন্দ্রকৃষ্ণ মহালয়া শোনান,বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহালয়া,বীরেন্দ্রকৃষ্ণ চণ্ডীপাঠ,বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র স্তোত্র ২ - নারায়ণী নমস্তুতে,বীরেন্দ্রকৃষ্ণ চণ্ডীপাঠ মহালয়া,#মহিষাসুরমর্দিনী_বীরেন্দ্রকৃষ্ণ,#birendra_krishna_bhadra,mahalaya song jago durga,ya devi sarva bhuteshu birendra krishna bhadra,ya chandi mahalaya song

 

সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১

গান : মওলা । ছবি : ম্যাডলি বাঙালি কণ্ঠ : অর্ক মুখোপাধ্যায় সুর : নীল দত্ত কথা : সৃজিত মুখোপাধ্যায়




madly bangali maula,madly bangali songs,bangla song,bengali songs,bengali movie songs,bengali film songs,bengali video songs,video songs,madly bangali movie songs,arko mukherjee movie song,arko mukherjee film song,maula,neel dutt movie music,anjan dutt (musical artist),anjan dutt movie song,madly bangalee (film),madly bangalee - maula,maula madly bangali,maula madly bangali lyrics

 

কেন পিরিতি বাড়াইলা রে বন্ধু , ছেড়ে যাইবা যদি । কথা : শাহ আব্দুল করিম । কণ্ঠ : হাবিব ওয়াহিদ ।




কেন পিরিতি বাড়াইলারে শাহ আব্দুল করিম ii bengali sad song,কেন পিরিতি বারাইলারে বন্ধু ছেরে যাইবা যদি হাবিব,কেন পিরিতি বারাইলারে বন্ধু হাবিব,কেন পিরিতি বারাইলারে বন্ধু ছাইরা যাইবা যদি,কেন পিরিতি বারাইলারে বন্ধু ছেরে যাইবা যদি,কেন পিরিতি বারাইলা গান,কেন পিরিতি বারাইলা রে,কেন পিরিতি বারাইলা ছেড়ে যাইবা যদি,কেন পিরিতি বারাইলা রে বন্ধু,কেন পিরিতি বাড়াইলারে বন্ধু ছেড়ে যাইবা যদি,কেন পিরিতি বাড়াইলারে বন্ধু,কেন পিরিতি বাড়াইলারে
 

দুয়ারে সরকার প্রকল্পের উদ্যোগে লক্ষ্মীর ভাণ্ডার ও স্বাস্থ্যসাথীর কাউন্টারে দীর্ঘ লাইন ব্যারাকপুরে ।




লক্ষ্মীর ভান্ডার প্রকল্প,লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প,লক্ষ্মীর ভাণ্ডার,লক্ষ্মীর ভাণ্ডার অনলাইনে আবেদন করুন,লক্ষ্মীর ভান্ডার প্রকল্প ফ্রম,লক্ষ্মীর ভাণ্ডার স্কিম এপ্লাই অনলাইন,লক্ষ্মীর ভাণ্ডার নির্দেশিকা,লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প প্রযোজ্য,lakshmir bhandar scheme,lakshmir bhandar from,lakshmir bhandar form fill up,duare sarkar camp schedule 2021,duyare sarkar ki ki kaj hoy,duare sarkar

 

five hundred miles justin timberlake five hundred miles justin timberlake carey mulligan stark sands


 


five hundred miles justin timberlake carey mulligan stark sands,five hundred miles justin timberlake,500 hundred miles justin timberlake,five hundred miles song by justin timberlake,five hundred miles justin timberlake lyrics,five hundred miles justin timberlake guitar,five hundred miles justin timberlake live,five hundred miles justin timberlake karaoke,five hundred miles justin timberlake chords

কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই মান্না দে । সুর : সুপর্ণকান্তি ঘোষ । কথা : গৌরীপ্রসন্ন মজুমদার ।




কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই মান্না দে,কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই আজ আর নেই,কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই lyrics,কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই লিরিক্স,কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই গান,কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই হারমোনিয়াম,কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই karaoke,কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই ডিজে,কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই dj,কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই status

 

যাও যাও গিরি আনিতে গৌরী । অরিজিৎ চক্রবর্তী । ইমন চক্রবর্তী ।




যাও যাও গিরি আনিতে গৌরী,যাও যাও গিরি আনিতে গৌরী কার লেখা,যাও যাও গিরি আনিতে গৌরী লিরিক্স,যাও যাও গিরি,jao jao giri anite gouri,jao jao giri anite gouri lyrics,jao jao giri anite gouri song,jao jao giri anite gouri hirer angti,jao jao giri anite gouri by amar pal,jao jao giri,song jao jao giri

 

কেরালার বৃহত্তম জিপলাইন adventure sport

  ### কেরালার বৃহত্তম জিপলাইন ভারতের দক্ষিণাঞ্চলের রাজ্য কেরালা, যার প্রাকৃতিক সৌন্দর্য ও বৈচিত্র্যময় পরিবেশ পর্যটকদের আকর্ষণ করে, সেখানে এ...