মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০

গিরগিটি

        চিত্রতারকারা বাজার পড়ে গেলে অনেকেই রাজনীতিতে যোগ দেন । সম্ভবত ওঁদের প্রভাবশালী হয়ে থাকার অভ্যেস হয়ে যায় , তাই নিজের পরিচিতির পুরনো ক্ষেত্রে কল্কে না পেয়ে , রাজনীতিতে যোগ দেন । এ অবশ্য একেবারেই আমার ব্যক্তিগত ব্যাখ্যা , অনেকে একমত না-ই হতে পারেন । আজ কাগজে দেখলাম , মহারাষ্ট্রে শিবসেনায় যোগ দিয়েছেন উর্মিলা মাতন্ডকর । শিবসেনার মুখপাত্র ও বিশিষ্ট নেতা সঞ্জয় রাউত বলেছেন --- উর্মিলা এখন থেকে শিবসৈনিক । উনি সেনার মহিলা শাখাকে শক্তিশালী করবেন । এটুকু পড়ে খুব হাসি পেল । একটা পুরনো ঘটনা মনে পড়ে গেল । ১৯৯৫ সাল । রামগোপাল ভার্মার 'রঙ্গিলা' রিলিজ করেছে । এক বান্ধবী মায়ের সাথে গিয়ে ছবিটা দেখবে জানিয়েছিল । পরদিন পড়তে গিয়ে জিজ্ঞেস করলাম --- কী রে , দেখলি ? কেমন লাগল ? মায়ের সাথে গিয়ে ছবিটা দেখতে কেমন লাগবে , সেটা জানতাম ! জেনেশুনেই প্রশ্নটা করেছিলাম ! 'রঙ্গিলা' 'আমাদের সময়ের' অন্যতম সাহসী ছবি । বিকিনি অবশ্য তার আগে শর্মিলা ঠাকুরও পড়েছেন , কিন্তু 'রঙ্গিলা'র মধ্যে একটা আলাদা ব্যাপার ছিল । যাইহোক , বান্ধবীটি যুগপৎ কপট রাগ এবং লজ্জা মুখে টেনে , অতি সংক্ষিপ্ত জবাব ছিল --- শুধু অসভ্যতা ! তখন সবে ভ্যালেন্টাইনস ডে পালনের হুজুগ উঠেছে এবং মহারাষ্ট্রে বালা সাহেব ঠাকরের নেতৃত্বে শিবসেনা উগ্র হিন্দু দল হিসেবে , এসব 'পশ্চিমি সংস্কৃতি'র প্রবল বিরোধিতা করছে । আর্চিজের দোকানে প্রেম নিবেদনের কার্ড বিক্রির অপরাধে হামলা চালাচ্ছে , পার্কে প্রেমিক - প্রেমিকাদের হেনস্থা করছে , মারধর করছে । মেয়েরা সংক্ষিপ্ত কিংবা অতি সংক্ষিপ্ত পোশাক পড়লে তাঁদের আচ্ছা করে সনাতন ভারতীয় সংস্কৃতির পাঠ নিতে বাধ্য করছে ঘাড় ধরে । 'রঙ্গিলা' সম্পর্কে শিবসেনার তখনকার অবস্থান কী ছিল , এখন আর স্পষ্ট মনে নেই , তবে অনুমান করতে পারি । 

         চোখ বন্ধ করে টাইম মেশিনে ১৯৯৫ সালে চলে গেলাম । মনে মনে কল্পনা করলাম সেই সময়ে দাঁড়িয়ে শিবসেনা উর্মিলাকে দলে টানার জন্য ডাকছে --- আয় , খুকু আয় ! কিন্তু কষ্ট করেও দৃশ্যটা মানসপটে তৈরি করতে পারলাম না । অথচ ২৫ বছর পরে দৃশ্যটা কষ্টকল্পনা নয় , গসিপ নয় , পুরোদস্তুর খবর ! সত্য সেলুকাস , বড় বিচিত্র এই দেশ ! 


                                                      সূত্র ঃ আনন্দবাজার পত্রিকা ০১ - ১২ - ২০২০


https://sankhamanigoswami.blogspot.com/2020/12/pub-9792609886530610_3.html





দিনলিপি


দিনলিপি লিখন

দিনলিপি কি

দিনলিপি রচনা

diary writing



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Don't forget to like, comment, share and subscribe to my Blog. Thank you.

কেরালার বৃহত্তম জিপলাইন adventure sport

  ### কেরালার বৃহত্তম জিপলাইন ভারতের দক্ষিণাঞ্চলের রাজ্য কেরালা, যার প্রাকৃতিক সৌন্দর্য ও বৈচিত্র্যময় পরিবেশ পর্যটকদের আকর্ষণ করে, সেখানে এ...