বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০

ঠিকআছে?


কথ্য হিন্দিতে সব বাক্যের শেষে 'ঠিক হ্যায়' বলার চল আছে । এই রাজ্যে সম্প্রতি বিজেপির চমকপ্রদ রাজনৈতিক উত্থানের সঙ্গে সঙ্গে দেখছি কথ্য বাংলাতেও 'ঠিক হ্যায়'- এর বাংলা তর্জমা 'ঠিক আছে'- বলছেন বহু মানুষ, সব বাক্যের শেষে , মুদ্রাদোষের মত । বামপন্থী নেতাদের 'হচ্ছে' বলার মত । "বিষয়টা হচ্ছে , এখন হচ্ছে , কী করণীয় , সেটা হচ্ছে সবাই মিলে বসে ঠিক করতে হবে" --- এই ধরণের বাক্য ২০১১ সালের আগে শুনতে অভ্যস্ত ছিলাম । পরিবর্তন তো শুধু রাজনৈতিক ভাবে আসে না , সামাজিক , সাংস্কৃতিক , ভাষাগত দিক দিয়েও আসে । আমার পর্যবেক্ষণ অভ্রান্ত , এমন দাবি করছি না । কিন্তু উপরোক্ত কথা বলার চলটি বেশ চোখে পড়ছে আজকাল । কথা বলার সময় অনেকেই নির্বিচারে প্রতিটি বাক্যের শেষে 'ঠিক আছে' নামক জিজ্ঞাসা জুড়ে দিচ্ছেন । কখনও কখনও মজা করে বলতে ইচ্ছে করে - হ্যাঁ হ্যাঁ, এ টু জেড - সব ঠিক আছে ! কিন্তু, আবার কোনও কোনও পরিস্থিতিতে এই 'ঠিক আছে' জিজ্ঞাসার ব্যবহার বড় অসহ্য হয়ে ওঠে । প্রেসার মাপাতে গেলেন ওষুধের দোকানে । মাপার পর, কর্মচারীটি গম্ভীর মুখে বলল --- ১৮০ বাই ১১০ । বেশ হাই । ঠিক আছে ? যাকে তখনই ডাক্তার দেখাতে হবে বা হাসপাতালে ছুটতে হবে , তাঁর কাছে দুনিয়ার সব কিছু, সেই মুহূর্তে কী ঠিক থাকতে পারে ? তাই বলছিলাম , গো বলয়ের 'ঠিক হ্যায়' শুনতে শুনতে বাংলায় 'ঠিক আছে' কথাটা একটু ভেবেচিন্তে বললে হয়না ? গুজরাতিরা যেমন বড় ভাইকে বা অগ্রজকে বা সম্মাননীয় কোনও ব্যক্তিকে বলেন -- মোটা ভাই । এখন মোদীভক্ত আপনি যদি এই বাংলায় সবাইকে নির্বিচারে 'মোটা ভাই' বলে সম্বোধন করতে থাকেন , তবে বিপদের সম্ভাবনা ষোলোর উপরে আঠারো আনা ! মোদী-শাহ-অম্বানি-আদানি--- জাত বানিয়া (সদর্থক)-দের একনিষ্ঠ ভক্ত আপনি হতেই পারেন , রাজনৈতিক কেনাকাটা ব্যক্তিগত ব্যাপার । কিন্তু করজোড়ে একান্ত অনুরোধ, জুতো মেরে গরু দান করে জিজ্ঞাসা করবেন না --- ঠিক আছে ?





মানুষের মুদ্রাদোষ


মুদ্রাদোষ কাকে বলে


মুদ্রাদোষ অর্থ কি


মুদ্রাদোষ মানে কি

মুদ্রাদোষ meaning in bengali







কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Don't forget to like, comment, share and subscribe to my Blog. Thank you.

কেরালার বৃহত্তম জিপলাইন adventure sport

  ### কেরালার বৃহত্তম জিপলাইন ভারতের দক্ষিণাঞ্চলের রাজ্য কেরালা, যার প্রাকৃতিক সৌন্দর্য ও বৈচিত্র্যময় পরিবেশ পর্যটকদের আকর্ষণ করে, সেখানে এ...