বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০

বুদ্ধদেব

 তখন রাজ্যে মাওবাদী তৎপরতা তুঙ্গে । তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের কনভয় অল্পের জন্য রক্ষা পেয়েছে আই ই ডি বিস্ফোরণ থেকে । টিভিতে প্রতিদিন কোটেশ্বর রাও ওরফে কিষাণজি কোট দিচ্ছেন । মুখ্যমন্ত্রীর জন্য দুর্ভেদ্য নিরাপত্তা বলয়ের ব্যবস্থা করা হয়েছে । এমন আবহে , এরকমই এক শীতের সন্ধ্যায় আমি কোনও একটা কারণে গেছি 'নন্দন' চত্বরে । নন্দনের গেটের বাঁ দিকে সিনেমার পোস্টারের যে ডিসপ্লে বোর্ড আছে , সেখানে কোনও একটা ছবির পোস্টার দেখছি মন দিয়ে । আচমকা একসঙ্গে অনেকগুলো পায়ের আওয়াজ পেয়ে দেখি , আমার ঠিক ডান দিকের দরজা দিয়ে , আমার পাশ দিয়ে, নন্দনের ভিতরে ঢুকে গেলেন ধোপদুরস্ত বুদ্ধবাবু । এবার বাঁ দিকে অর্থাৎ নন্দনের গেটের দিকে তাকিয়ে আমার চক্ষুস্থির ! গেটের ঠিক সামনে পুলিশের ব্যারিকেড করে সবাইকে আটকে দেওয়া হয়েছে । ছোটখাটো একটা অর্ধবৃত্তাকার জনসমাবেশ ব্যারিকেডের ওপারে । মানেটা দাঁড়াল , আমি যখন তন্ময় হয়ে পোস্টারে ডুবে ছিলাম , তখন ওনার কনভয় ভিতরে ঢুকেছে , সাধারণ মানুষ , নিরাপত্তা কর্মী -- সবাই মিলে একটা হই -হট্টগোল হয়েছে , কলকাতা পুলিশের ব্যারিকেড তৈরি হয়েছে এবং সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় , প্রাক্তন মুখ্যমন্ত্রী নিশ্চয়ই আমাকে দেখেছেন এবং আমাকে সরাতে বারণ করেছেন নিরাপত্তাকর্মীদের এবং আমি কিছুই টের পাইনি !  কারণ সেদিন, ব্যারিকেডের মধ্যে সাধারণ মানুষ বলতে শুধু আমিই ছিলাম । ব্যাপারটা বুঝতে পেরে খুব ভাল লেগেছিল । আমার কাঁধে একটা ঝোলা ব্যাগ ছিল , কাজেই সরিয়ে দেওয়াটাই সেই পরিস্থিতিতে স্বাভাবিক হত । ওইসময়ে ওঁর নিরাপত্তার ব্যাপারে ন্যূনতম ঝুঁকিও নেওয়া হচ্ছিল না । আর ওই ঘটনার পরেও আমাকে কোনও জিজ্ঞাসাবাদ করা হয়নি বা ব্যাগে তল্লাশি চালানো হয়নি । ইশারাতেই প্রাক্তন মুখমন্ত্রী নিরাপত্তাকর্মীদের যা নির্দেশ দেওয়ার দিয়ে দিয়েছেন ! বাড়িতে আমাকে ডেকে সাড়া পাওয়া যায় না - এরকম প্রায়শই হয় , কিন্তু বাড়ির বাইরে সবার আমাকে বোঝার কোনও দায় তো নেই । নেতিবাচক সম্ভাবনার দিক থেকে যদি ভাবতে শুরু করি , তবে সেদিন, সেই পরিস্থিতিতে, আমাকে সন্দেহ করার হাজারএকটা স্বাভাবিক কারণ ছিল । কিন্তু উনি করেননি । থট রিডার বলেই কি ? তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন আপনি, এই প্রার্থনা করি । 




Buddhadeb Bhattacharjee

Former Chief Minister of West Bengal

https://g.co/kgs/LwQNv5


buddhadeb bhattacharya


বুদ্ধদেব ভট্টাচার্য উক্তি

বুদ্ধদেব ভট্টাচার্যের বক্তব্য


বুদ্ধদেব ভট্টাচার্য ছবি


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Don't forget to like, comment, share and subscribe to my Blog. Thank you.

কেরালার বৃহত্তম জিপলাইন adventure sport

  ### কেরালার বৃহত্তম জিপলাইন ভারতের দক্ষিণাঞ্চলের রাজ্য কেরালা, যার প্রাকৃতিক সৌন্দর্য ও বৈচিত্র্যময় পরিবেশ পর্যটকদের আকর্ষণ করে, সেখানে এ...