বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০

ওঁদের ভাল হোক

        নামীদামী মানুষেরা ইনস্টাগ্রামে নিয়মিত নিজেদের ঘনিষ্ঠ মুহূর্তের , একান্ত পারিবারিক আনন্দের মুহূর্তের ছবি পোস্ট করেন । তার থেকে কিছু বাছাই ছবি খবরের কাগজে প্রকাশিতও হয় । ব্যক্তিগত ভাবে আমার বিষয়টা পছন্দ নয় , কিন্তু তাতে ওঁদের কিস্যু এসে যায় না । অধিকাংশের কাছেই এই বিশ্বায়নের যুগে টাকা কামাই করতে নেমে , রুচি কিংবা ঔচিত্য নিয়ে কথা বলা বা ভাবা আর খ্যামটা নাচতে নেমে ঘোমটা টানা সমার্থক মনে হয় । যাঁরা এই ছবিগুলি দেন , তাঁরাও নিজেদের কাজের স্বপক্ষে যুক্তি সাজাতেই পারেন । যেসব সেলেব বিটিরা বেবি বাম্প দেখিয়ে বিজ্ঞাপনে অভিনয় করছেন , কিংবা ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সর্বসমক্ষে তুলে দিচ্ছেন , তাঁরা বলতেই পারেন , তাঁরা নিজেদের বর্তমানকে খুব সচেতন ভাবে বিক্রি করছেন ভবিষ্যতকে আরামপ্রদ করার জন্য । এই ট্রেন্ডই এখন বাজারে ইন ! কিন্তু মুশকিল হল ,সবার জীবন তো আর সিনেমার মত ঝলমলে-স্বপ্নের মত হয়না , অনেকেরই সারা জীবন ধরে দুঃসহ কিছু দুঃস্বপ্ন বয়ে বেড়াতে হয় । তাঁরাও বাবুই পাখির মত বাসা বুনতে চান , আর এই বিজ্ঞাপনগুলির দিকে চাতক পাখির মত তৃষ্ণার্ত চোখে তাকিয়ে থাকেন । তাঁরাও নিয়মিত সেলেবদের অনুকরণে সোশ্যাল মিডিয়ায় ঠিক ওইরকম ছবি পোস্ট করতে চান , কিন্তু সংসারের জাঁতাকলে তাঁদের জীবনটা চাক্কি পিসিং অ্যান্ড পিসিং হয়ে যায় । আকাশছোঁয়া চাহিদা প্রাণ ওষ্ঠাগত করে তোলে । তখন তাঁদের বুকে একধরণের জ্বালা ধরে । সেটা কেউ সামলাতে পারেন , কেউ পারেন না । সাদা-কালো জীবনে সাদা-কালো দুর্যোগ নেমে আসে । তখন তাঁদের সম্বিৎ ফেরে, অনেক ক্ষতির পর । আমি মনে করি এই ধরণের ছবি বা মুহূর্ত দেদার বিক্রির ব্যাপারে কিছু নিষেধাজ্ঞা থাকা দরকার । কেন ? বিষয়টা জলপাইগুড়ির লেখক সমরেশ মজুমদার খুব সুন্দর ভাবে তুলে ধরেছিলেন তাঁর কালজয়ী 'কালপুরুষ' উপন্যাসে । অনিমেষ আর মাধবীলতার তখন প্রেমপর্ব চলছে । মাধবীলতা একদিন অনিমেষদের বয়েজ হোস্টেলে এসেছে একটা কাজে । তাঁকে এগিয়ে দেওয়ার সময় অনেক জোড়া উৎসুক চোখের সামনে, হস্টেল থেকে বেরোতে বেরোতে অনিমেষ বলে --- তুমি অনেকগুলো তৃষ্ণার্ত বুকে আগুন জ্বালিয়ে দিলে লতা । এখানে আর এসো না । 

          জীবনের কিছু মুহূর্তের ক্ষেত্রেও সচিত্র শেয়ার অপশন থাকা উচিত নয় বলে মনে করি । আমার ধারণা তাতেই সবার মঙ্গল !   





খ্যাতির মোহ


খ্যাতির শীর্ষে

খ্যাতির শিখরে

খ্যাতির বিড়ম্বনা অর্থ

Celebrity status paragraph

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Don't forget to like, comment, share and subscribe to my Blog. Thank you.

কেরালার বৃহত্তম জিপলাইন adventure sport

  ### কেরালার বৃহত্তম জিপলাইন ভারতের দক্ষিণাঞ্চলের রাজ্য কেরালা, যার প্রাকৃতিক সৌন্দর্য ও বৈচিত্র্যময় পরিবেশ পর্যটকদের আকর্ষণ করে, সেখানে এ...