মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০

বিদ্যাসাগর


বিদ্যাসাগর

তোমরা আমায় পুজো করো
বলো ভাল লোক,
কিন্তু দেখো স্কুল – কলেজে
মুখস্থতেই ঝোঁক ।

তোমরা বলো দয়ার সাগর
দেখো ত্রাতা রূপে ,
কিন্তু দেখো বসে আছো
একার অন্ধকূপে ।

অন্দরেতে মাথা কুটে
মরে যেসব মেয়ে ,
সত্যি করে ভাল আছে
তারা আগের চেয়ে ?

মুগ্ধ আমার দামালপনায়
আর স্তুতি করো মুখে ,
অনাচারের মধ্যে থাকো
শীতঘুমের এই সুখে ।

আমায় দেখে তোমরা নাকি
অধ্যবসায় শেখো ,
তা – ই যদি হয় , আপন তেজে
ভরসাটুকু রেখো ।

ওঠো , জাগো জাতি আমার
একটু ওঠো রেগে
প্রত্যেকেরই মধ্যে সাগর
উঠতে চাইছে জেগে ।

এইটুকুনই বলার ছিল
অধিক কী বা আর ,
সোনার বাংলা গিলতে ধেয়ে
আসছে অন্ধকার ।

শিখলে বলো , কী তবে আর
দু’শো বছর জুড়ে ,
খবরদার , রাখবেনা পা
বীরসিংহপুরে ।






  





https://g.co/kgs/yzqNWE    

নতুন কবিতা

বাংলা শর্ট কবিতা

সাম্প্রতিক আধুনিক কবিতা

সমসাময়িক বাংলা কবিতা

ভালো বাংলা কবিতা

নতুন কবিদের কবিতা



নতুন কবিতা ২০২০

নতুন কিছু কবিতা

নতুন আশা কবিতা

আধুনিক কবিতা সমগ্র

নতুন প্রজন্মের কবিতা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Don't forget to like, comment, share and subscribe to my Blog. Thank you.

কেরালার বৃহত্তম জিপলাইন adventure sport

  ### কেরালার বৃহত্তম জিপলাইন ভারতের দক্ষিণাঞ্চলের রাজ্য কেরালা, যার প্রাকৃতিক সৌন্দর্য ও বৈচিত্র্যময় পরিবেশ পর্যটকদের আকর্ষণ করে, সেখানে এ...