বিদ্যাসাগর
তোমরা আমায় পুজো করো
বলো ভাল লোক,
কিন্তু দেখো স্কুল – কলেজে
মুখস্থতেই ঝোঁক ।
তোমরা বলো দয়ার সাগর
দেখো ত্রাতা রূপে ,
কিন্তু দেখো বসে আছো
একার অন্ধকূপে ।
অন্দরেতে মাথা কুটে
মরে যেসব মেয়ে ,
সত্যি করে ভাল আছে
তারা আগের চেয়ে ?
মুগ্ধ আমার দামালপনায়
আর স্তুতি করো মুখে ,
অনাচারের মধ্যে থাকো
শীতঘুমের এই সুখে ।
আমায় দেখে তোমরা নাকি
অধ্যবসায় শেখো ,
তা – ই যদি হয় , আপন তেজে
ভরসাটুকু রেখো ।
ওঠো , জাগো জাতি আমার
একটু ওঠো রেগে
প্রত্যেকেরই মধ্যে সাগর
উঠতে চাইছে জেগে ।
এইটুকুনই বলার ছিল
অধিক কী বা আর ,
সোনার বাংলা গিলতে ধেয়ে
আসছে অন্ধকার ।
শিখলে বলো , কী তবে আর
দু’শো বছর জুড়ে ,
খবরদার , রাখবেনা পা
বীরসিংহপুরে ।
https://g.co/kgs/yzqNWE

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Don't forget to like, comment, share and subscribe to my Blog. Thank you.