মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০

শিকড়


শিকড়


শৌভিকের সাথে তার বাবার সম্পর্কটা এখন একেবারে বন্ধুর মতন । কলেজে , আড্ডায় , বন্ধুমহলে , বান্ধবীমহলে যা ঘটে , শৌভিক প্রায় সবটাই বাবার সাথে ভাগ করে নেয় । আবার ওর বাবাও নিজের চারপাশে ঘটে চলা বিভিন্ন ঘটনা নিয়ে গল্প করেন ছেলের সাথে । এর মধ্যে শৌভিক একদিন হগ মার্কেটে গেছিল , যাকে সবাই এখন নিউ মার্কেট বলে । সেখানে গিয়ে এক অদ্ভুত দৃশ্য দেখেছে সে , রক্সি সিনেমার সামনে দাঁড়িয়ে থাকার সময় । সেটা নিয়েই ও বাবার সাথে কথা বলছিল ---
জানত , ওখানে দাঁড়িয়ে থাকতে থাকতেই একটা বিরাট গাড়ি এসে থামল আমার ঠিক সামনে । অত বড় গাড়ি আমি কলকাতাতে খুব কম দেখেছি । নামধাম আমার অত মনে থাকে না , তবে মার্সিডিজ – বি এম ডাব্লিউ গোত্রের কিছু একটা হবে । আর গাড়ির থেকে নামলেন …
--- পাওয়ার উইন্ডো , অটো লক ছিল ? শৌভিকের কথার মাঝখানে  প্রশ্ন করলেন ওর বাবা ।
--- ওসব তো এখন পাতি গাড়িতেও থাকে , আলগা কেতা দেখানোর জন্য । ওসব নয় , আসল ঘটনা অন্য । দেখি , গাড়ির পিছনের সিট থেকে নামলেন এক ভদ্রলোক । এক্কেবারে কপি- পেস্ট ছবি বিশ্বাস । লম্বা , সুগঠিত চেহারা , শুধু দাঁড়ানোর মধ্যেই একটা আভিজাত্য আছে । দেখলেই সম্ভ্রম জাগে ।
--- হুম , বুঝেছি । তারপর ?
--- ভদ্রলোকের পরনে সরু পাড়ের পাটভাঙা ধুতি আর গিলে করা পাঞ্জাবি আর ধুতির কোঁচাটা গোঁজা পাঞ্জাবির বাঁ পকেটে । এরপরেই যেটা চোখে পড়ল , সেটা দেখে আচমকা বিরাট হোঁচট খেলাম । দেখি , ভদ্রলোকের বাঁ হাতের মুঠোয় একটা বিড়ির প্যাকেট আর দেশলাইয়ের বাক্স । ভাবা যায় ! এই ব্যাপারটা আমার জাস্ট মাথার ওপর দিয়ে গেল বাবা । ওরকম একজন মানুষের হাতে বিড়ি !
---- তোর মাথার ওপর দিয়ে গেল কেন ? এতো জলের মত সোজা ব্যাপার । ওটা ওনার শিকড় , ওই জায়গা থেকে আজ উনি অনেক বড় মানুষ হয়েছেন । কিন্তু নিজের অতীতটাকে ভুলতে চান না , তাই ফেলে আসা দিনকে হাতের মুঠোয় ধরে রাখেন । যাঁকে দেখেছিস , তিনি শুধুই বড়লোক নন , বড় মনেরও মানুষ । তোর ভাগ্য ভাল ।
সত্যিই তো ! এভাবে তো ভেবে দেখেনি শৌভিক । যে ঘটনাকে ভীষণ হাস্যকর মনে হচ্ছিল , সেটাই যেন বাবার দেখানো দৃষ্টিতে শিক্ষণীয় হয়ে উঠল শৌভিকের কাছে ।



অণুগল্প pdf

অণুগল্প অর্থ কি

অণুগল্প বৈশিষ্ট্য

অনুগল্পের উদাহরণ

অণুগল্পের ইতিহাস

বনফুলের অণুগল্প

২০ শব্দের অনুগল্প

অনুগল্প লেখার নিয়ম


১০০ শব্দের ছোট গল্প

অণুগল্প pdf

২০ শব্দের গল্প

অনুবাদ অনুগল্প

সামাজিক অনুগল্প

রোমান্টিক অনুগল্প

৫০ শব্দের গল্প

দশ শব্দের গল্প





অণুগল্প

অণুগল্প কাকে বলে 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Don't forget to like, comment, share and subscribe to my Blog. Thank you.

কেরালার বৃহত্তম জিপলাইন adventure sport

  ### কেরালার বৃহত্তম জিপলাইন ভারতের দক্ষিণাঞ্চলের রাজ্য কেরালা, যার প্রাকৃতিক সৌন্দর্য ও বৈচিত্র্যময় পরিবেশ পর্যটকদের আকর্ষণ করে, সেখানে এ...