প্রজাপতি,------ তুমি রঙ বিলিয়ে দিতে দিতে ওর খোঁপায় বসো
কোকিল , ------ রাধাচূড়ার ডালে বসে তুমি ওকে গান শোনাও
রামধনু ,--------- তুমি সাত রঙে ওকে রাঙিয়ে দাও
কবি , ------------ সাগর পাড়ে বসে কবিতা পড়ো ওর সাথে
ময়ূর ,------------- বৃষ্টিতে ভিজে বজ্রনাদের তালে তালে
পেখম মেলে, ওর কাছ থেকে তুমি নাচ শেখো
বাতাস ,---------- তুমি ওকে দেখে বাউন্ডুলে বাউল হও
সূর্য , ------------- তুমি ওর অঙ্গে অঙ্গে সোনালি রোদ মাখিয়ে দাও
বন্ধু , ------------- তুমি ওর কাছ থেকে মৈত্রীর পাঠ নাও
ফুল , ------------- তুমি
ওকে দেখে ফুটতে শেখো
নদী ,-------------- তুমি ওকে দেখে হাসতে শেখো
মোনালিসা , ------- ওর হাসিতে তুমি বিস্মৃত হও
মানুষ ,------------ তুমি ওকে দেখে বাঁচতে শেখো
তারপর , পথ , --- তুমি ওকে নিয়ে চলো অসীম প্রান্তরে
,
আমি বরং দু ' হাত বাড়িয়ে সেখানেই দাঁড়িয়ে থাকবো চিরদিন
,----
ওকে আরও কাছে পাওয়ার জন্যে ।
বাংলা প্রেমের কবিতা
রোমান্টিক কবিতা সমগ্র
১৮+ প্রেমের কবিতা
সেরা প্রেমের কবিতা

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Don't forget to like, comment, share and subscribe to my Blog. Thank you.