রবিবার, ১৮ অক্টোবর, ২০২০

স্বাধীনতা ৭৪ ও আমরা ।

 

৭৪ তম স্বাধীনতা দিবসে আমরা কোভিড – ১৯ – এর হাতে বন্দী । মারণ ভাইরাসে আক্রান্ত হওয়ার আশঙ্কায় আমাদের গতিবিধি নিয়ন্ত্রিত হচ্ছে প্রতি পদে । প্রতি মুহূর্তে ভয় – সংক্রমিত না হয়ে পড়ি । মরণাপন্নকে হাসপাতাল ভর্তি নিচ্ছে না , অসুস্থকে রাজপথে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে সহনাগরিকের কোভিড- ভীতি । অন্যদিকে , সারা পৃথিবীতে অর্থনৈতিক সাম্রাজ্যবাদের চোখ রাঙানি । তারই সাথে আগামিদিনের একটি চরম শক্তিধর রাষ্ট্র একসাথে বিভিন্ন দেশের রাজনৈতিক মানচিত্রে ঢুকে পড়ার প্রবল চেষ্টা শুরু করেছে । লাদাখের গালওয়ান উপত্যকায় একটি স্বাধীন – সার্বভৌম রাষ্ট্রের ভিতরে ঢুকে বসে রয়েছে চিন । উপগ্রহ চিত্রে স্পষ্ট দেখা যাচ্ছে , অথচ ভারতের প্রধানমন্ত্রীর বাস্তব পরিস্থিতি দেশবাসীকে জানাতে প্রবল অনীহা । কিন্তু তিনিই আবার সগর্বে একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রের সাংবিধানিক প্রধান হয়েও হিন্দুদের অন্যতম প্রধান আরাধ্য রামলালার মূর্তির সামনে সাষ্টাঙ্গে প্রণাম করছেন , সংবিধানের প্রস্তাবনাটিকে সম্পূর্ণ উপেক্ষা করে । এদেশের জীবন রেখা বলা হয় রেল – যোগাযোগকে । সেই রেল চলাচল যেমন এখন জনসাধারণের জন্য বন্ধ বেশ কয়েক মাস ধরে , আমাদের স্বাধীনতার বোধও তেমনই এমতাবস্থায় প্রায় লুপ্ত ।

https://sankhamanigoswami.blogspot.com/2020/10/pub-9792609886530610_35.html



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Don't forget to like, comment, share and subscribe to my Blog. Thank you.

কেরালার বৃহত্তম জিপলাইন adventure sport

  ### কেরালার বৃহত্তম জিপলাইন ভারতের দক্ষিণাঞ্চলের রাজ্য কেরালা, যার প্রাকৃতিক সৌন্দর্য ও বৈচিত্র্যময় পরিবেশ পর্যটকদের আকর্ষণ করে, সেখানে এ...