শনিবার, ১০ অক্টোবর, ২০২০

সোনালি_ডানার_চিল

 #সোনালি_ডানার_চিল


শোনো বন্ধুগণ , শোনো দিয়া মন
আমার কীর্তির কথা , করিব বর্ণন ।।

ব্যাপারটা বিশ বছর আগের , তাই পাঠক দোষ ধরবেন না । সেবার প্রসন্নদেব মহিলা মহাবিদ্যালয়ে রূপঙ্কর আসছেন সোশ্যালে গাইতে । আমরা দল বেঁধে গান শুনতে যাব এ সি কলেজ থেকে । কার্ড জোগাড় করতে খুব একটা বেগ পেতে হল না । তো নির্দিষ্ট দিনে রূপঙ্কর এলেন , দুর্দান্ত গাইলেন । নিয়ম মেনে কলেজ সোশ্যালে, অনুষ্ঠান যত শেষের দিকে গড়াতে থাকে , একটু উদ্দীপক গান বেশি হয় । তেমন একটা গান হচ্ছে , সবাই উঠে দাঁড়িয়েছে । আমার কেন যেন মনে হল , শেষটা বড্ড নিরামিষ হচ্ছে ! তাই , আমার পাশে যে বন্ধু বসেছিল , তার চেয়ারটা আস্তে করে সরিয়ে নিলাম ! তারপর দূরে সরে গিয়ে , পি ডি কলেজের বিল্ডিঙের একতলার বারান্দার একটা থামের আড়ালে লুকিয়ে দেখতে লাগলাম কী হয় ! বন্ধুটি গান শেষ হওয়ার পরে , পিছনে না তাকিয়েই বসতে গেল এবং খুউব ভুল করল ! যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনভাবে জবরদস্ত আছাড় খেল ! এই দৃশ্যের সঙ্গে আবহের মত বেজে উঠল , কাচ ভেঙে পড়ার মত বহু রমণীর একসঙ্গে হেসে ওঠার শব্দ ! জান বাঁচাতে পিঠটান দিলাম । পরে বন্ধুরা বলেছে , ও নাকি কোনওমতে উঠে দাঁড়িয়ে ভয়ঙ্কর রকমের খেপে গিয়ে গর্জে উঠেছিল --- "শঙ্খ কোথায় ? ওকে খুন করব ।" স্বাভাবিকভাবেই নিহত হওয়ার জন্য আমি ওখানে দাঁড়িয়েছিলাম না ! সেদিন এমন খেপেছিল ও , যে আমাদের বাড়িতেও এসেছিল , কিন্তু পায়নি । সত্যিই তখনও ফিরিনি । ভাই পরে গোটা ঘটনাটা শুনে ,ওর মুখের চেহারা বর্ণনা করেছিল !

নাহ , খুন হইনি বলা বাহুল্য । তবে মাসখানেক কথা বন্ধ রেখেছিল । আজকেও এই লেখায় ওর নাম দিতেই পারি । কিন্তু সমস্যা হচ্ছে যে , বন্ধুটি এখন বিবাহিত এবং স্বামী-স্ত্রী দু'জনেই আমার বন্ধুর তালিকায় । আর বয়সটাও কুড়ি বছর বেড়ে গেছে । সবদিক বিবেচনা করে তাই নাম দেওয়া বা ট্যাগ করা থেকে বিরত থাকলাম !

এখন এই ঘটনাগুলির দিকে ফিরে তাকালে আমাদের স্নাতক স্তরে পাঠ্য একটি কবিতার লাইন মনে পড়ে শুধু ----

"এ কথা জানিতে তুমি ভারত ঈশ্বর শাজাহান
কালস্রোতে ভেসে যায় , জীবন-যৌবন-ধন-মান ।"

জীবন কিছু কিছু ব্যাপারে শাজাহান বাদশার প্রতি যতখানি নির্মম , হরপদ কেরানির প্রতিও ততটাই ।







ফিচার প্রতিবেদন


ফিচার সংবাদ

ফিচার নিউজ


ফিচার পাতা

ফিচার লেখা


news feature article


news feature story


news feature example


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Don't forget to like, comment, share and subscribe to my Blog. Thank you.

কেরালার বৃহত্তম জিপলাইন adventure sport

  ### কেরালার বৃহত্তম জিপলাইন ভারতের দক্ষিণাঞ্চলের রাজ্য কেরালা, যার প্রাকৃতিক সৌন্দর্য ও বৈচিত্র্যময় পরিবেশ পর্যটকদের আকর্ষণ করে, সেখানে এ...