শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০

ঢাক ও দুর্গা পুজো

২০২০ সালটাকে কোভিড'১৯-এর সাল বললে খুব ভুল হয় না । দুর্গা পুজো দোরগোড়ায় , অথচ এখনও বন্ধ কলকাতায় লোকাল ট্রেন চলাচল । এবার পুজো হবে অনেক কিছু বাদ দিয়ে । যেমন শহরতলি থেকে আসা ঢাকিদের এবার খুব একটা দেখা যাবে না মণ্ডপে । পুজো শেষ হলে প্রতিবার ওরা বাড়ি বাড়ি ঘুরে বখশিস নেন । ওঁদের সারা বছরের আয়ের বেশিরভাগটাই উঠে আসে এই সময়ে । এই বছর সেই সুযোগ ওঁরা পাবেন না । দেবীপক্ষ শুরু হলে শিয়ালদা স্টেশনে ঢাকিদের জমায়েত একটা দেখবার এবং শুনবার মত ব্যাপার । সুদূর মুর্শিদাবাদ , কৃষ্ণনগর বা শহরতলির বিভিন্ন এলাকা থেকে ওঁরা অধিকাংশ সময়েই বাড়ির ছোটদের নিয়ে উপস্থিত হন স্টেশন চত্বরে । পুজোর উদ্যোক্তারা এখানেই এসে কথা বলেন ওঁদের সাথে । দরদস্তুর হয় , রফা হয় , বাছাবাছি চলে । তো কাগজের বিজ্ঞাপনে আমরা যে Free demonstration-এর কথা পড়ি , সেটা ঢাকিরাও দেখান প্রতিবছর এই চত্বরে । দৃশ্যটা একবার কল্পনা করুন --- গোটা শিয়ালদা চত্বর থিকথিক করছে ঢাকিদের ভিড়ে । ওঁদের নিজেদের মধ্যে চোখের ভাষায় , ইশারায় কথা হল । তারপর সবগুলি ঢাক একই তালে , একই লয়ে , একই ছন্দে বাজতে থাকল । সেই শব্দটা কল্পনা করুন যখন গোটা স্টেশন চত্বরে জমতে থাকা সব ঢাক এক সঙ্গে বেজে ওঠে । কতগুলি ঢাক বাজে এই সময়ে ? আমার কোনও ধারণা নেই । তবে একবার এমন মুহূর্তের সাক্ষী হওয়ার সৌভাগ্য হয়েছে । দুর্গা পুজো এসে পড়লেই আমার সেই সম্মিলিত ঢাকের আওয়াজ কানে বাজে । যদি পুজোর  কলকাতা নিয়ে কোনও তথ্যচিত্র তৈরি করতে হয় , তবে নিঃসন্দেহে তার শুরুটা হবে এই দৃশ্য দিয়ে । 



দূর্গা পূজার ঢাক দুর্গাপূজার ঢাক

ঢাক দুর্গাপূজার


ফিচার প্রতিবেদন


ফিচার সংবাদ

ফিচার নিউজ


ফিচার পাতা

ফিচার লেখা


news feature article


news feature story


news feature example




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Don't forget to like, comment, share and subscribe to my Blog. Thank you.

কেরালার বৃহত্তম জিপলাইন adventure sport

  ### কেরালার বৃহত্তম জিপলাইন ভারতের দক্ষিণাঞ্চলের রাজ্য কেরালা, যার প্রাকৃতিক সৌন্দর্য ও বৈচিত্র্যময় পরিবেশ পর্যটকদের আকর্ষণ করে, সেখানে এ...