বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০

দুর্গাষষ্ঠী২০২০

 #মহাষষ্ঠী২০২০


পুজো মানে আসলে কতগুলো দৃশ্যের সমাহার । বাড়ি থেকে যাতায়াতের রাস্তায় একটা পুজো হয় , সেখানে মণ্ডপে দু'দিন আগেই প্রতিমা এসেছে , কিন্তু মুখ খবরের কাগজ দিয়ে ঢাকা । বোধনের আগে দেবীর মুখ দেখতে নেই যে ! বিষয়টাকে দু'ভাবে দেখা যায় । এক , করোনা-কালে দেবী দুর্গা ও তাঁর সন্তানাদির মুখ মুখাবরণে ঢাকার যে চল এ বছর দেখা যাচ্ছে , এটা তারই অঙ্গ এবং এই সচেতনতা এসেছে খবরের কাগজ পড়ে । আর দুই , সঠিক সময়ের আগে যে মুখ মাস্কে ঢেকে রাখতে হয় , বাঙালি ছোটবেলা থেকে সেরা সামাজিক মিলনোৎসব থেকে সেই শিক্ষা পেয়ে আসছে । আজ ষষ্ঠী , সব মণ্ডপেই প্রতিমা চলে এসেছে । এই ২০২০ সালে করোনার কল্যাণে একচালা প্রতিমার পিগমি সংস্করণের মিছিল এই প্রথমবার দেখলাম । বারোয়ারি পুজোর বারো ইয়ারের কারওরই যে পকেটের অবস্থা এবার ভাল নয় , তা দিব্যি বোঝা যায় । যদিও কোনও মণ্ডপের বাইরে লেখা নেই ---- 'পকেটখালির জমিদার বাড়ির পুজো' , তবুও এটাই এবার নিউ নর্মাল । রাস্তার পাশে তৈরি একটা মণ্ডপের সামনে বেশ কয়েকজন মহিলা ও কচিকাঁচাদের করজোড়ে দাঁড়িয়ে থাকতে দেখলাম , কারও মুখেই মাস্ক নেই । পুজোর সাজের সঙ্গে মাস্ক জিনিসটা ঠিক মানানসই নয় বলেই বোধহয় । কিন্তু নিজে নিজেকে বাঁচানোর চেষ্টা না করলে, দুর্গতিনাশিনী বাঁচাতে পারবেন কী ? প্রশ্ন রয়ে যায় । আমাদের স্টেশন চত্বরে যতজন ভবঘুরের আস্তানা ছিল , তারা এখন দিনের বেলা ছড়িয়েছিটিয়ে রাস্তায় বসে থাকে আর ভিক্ষা করে । রাতে কোথায় ঘুমায় জানিনা । স্টেশনের সমস্ত প্রবেশপথে তো টিন -বাঁশ দিয়ে এমন ব্যারিকেড তৈরি করা হয়েছে যে অবাঞ্ছিত যাত্রী কেন , মাছিও গলতে পারবে না । স্পেশ্যাল লোকাল ট্রেনে ওঠা তো দূর অস্ত । একটা মণ্ডপের সামনে ফুটপাতে খুব সুন্দর একটা দৃশ্য চোখে পড়ল --- এক মহিলা ভবঘুরে যত্ন করে তাঁর সঙ্গীর জট পড়া চুল আঁচড়ে দিচ্ছেন চিরুনি দিয়ে । ওঁদের সামনে দাঁড়িয়ে দেখলাম , দূউরে মণ্ডপে রাখা দশভুজার মূর্তি আর ওঁরা ঠিক এক সরলরেখায় । রূপসজ্জা চলছে , তাই বোধহয় মুখে কোনও আবরণ নেই , কিন্তু কে না জানে পুজোর দিনে অপরিচ্ছন্ন থাকতে নেই , একটু সাজতে হয় , মন খারাপ করে থাকতে নেই , একটু হাসতে হয় , ইচ্ছা না করলেও । কিন্তু "ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় / পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি" --- লাইনটা কে না জানে । খালি পেটে কি হাসি আসে ? তাই বোধহয় এবার বেশিরভাগ পুজো কমিটি প্রতিমা ছোট করে , মনটা একটু বড় করেছেন । পুজোর ক'দিন বাজেট কাটছাঁট করে এই ভবঘুরে মানুষগুলির কিছুটা খিদে মেটানোর ব্যবস্থা করেছেন । একচালার প্রতিমায় দুর্গার পাশে তাঁর ছেলেমেয়েরা না থাকলে যেমন দেখতে ভাল লাগে না , এই মহা-মিলনোৎসবের বৃত্তটাও সব্বার মুখে হাসি ফোটাতে না পারলে সম্পূর্ণ হয়না ।






দুর্গাপূজা নিয়ে লেখা


দুর্গাপূজা নিয়ে

মহাষষ্ঠী 2020


মহাষষ্ঠী কি


মহাষষ্ঠী ২০২০

আজ মহাষষ্ঠী

শুভ মহাষষ্ঠী


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Don't forget to like, comment, share and subscribe to my Blog. Thank you.

কেরালার বৃহত্তম জিপলাইন adventure sport

  ### কেরালার বৃহত্তম জিপলাইন ভারতের দক্ষিণাঞ্চলের রাজ্য কেরালা, যার প্রাকৃতিক সৌন্দর্য ও বৈচিত্র্যময় পরিবেশ পর্যটকদের আকর্ষণ করে, সেখানে এ...