বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০

অচেনা


দূরপাল্লার ট্রেনে চলেছি একটা কাজে । আশপাশে ছড়িয়ে-ছিটিয়ে বসে বেশ কয়েকজন । আমার ঠিক সামনে বসে এক বৃদ্ধ ও বৃদ্ধা । ওঁদের নিজেদের মধ্যে সাংসারিক কথাবার্তা শুনে বোঝা গেল ওঁরা স্বামী-স্ত্রী । দু'জনেই একটা অন্য প্রজন্মের মানুষ । ভদ্রলোক ধুতি-পাঞ্জাবি পরে । ভদ্রমহিলা শাড়ি পড়েছেন আটপৌরেভাবে , আঁচলে চাবির গোছা , মাথায় ঘোমটা আর বড় করে কপালে সিঁদুরের টিপ । স্বামীকে সম্বোধন করছেন আপনি-আপনি করে । এই প্রজন্মের মানুষেরা এখন ক্রমহ্রাসমান , তাই ওঁদের লক্ষ্য করছি বেশ মন দিয়ে । করোনা-কালে এখনও দূরপাল্লার সব ট্রেন চালু হয়নি , এটা স্পেশ্যাল ট্রেন । করোনা-ভীতিতেই বোধহয় যাত্রীও কম । আমারও নেহাত না গেলেই নয় , নইলে আগ বাড়িয়ে যূপকাষ্ঠে আর কে-ই বা গলা দিতে চায় !
একটু পরে চেকার এলেন । আমার নেটে বুক করা টিকিটের প্রিন্ট আউট দেখালাম । ভোটার কার্ডে একবার চোখ বুলিয়ে চেকার সম্মতিসূচকভাবে মাথা নাড়লেন । এই কুপেতে সবারই টিকিট দেখানো হয়ে গেছে , এবার ওই বয়স্ক মানুষ দু'টির পালা । চেকার বৃদ্ধের দিকে ঘুরে দাঁড়িয়ে বললেন
-- "টিকিট ?"
-- "নেই ।" সপ্রতিভভাবে উত্তর দিলেন বৃদ্ধ ।
--- "আপনার টিকিট ?" চেকার এবার বৃদ্ধার সামনে ।
বৃদ্ধা কী করবেন , কী বলবেন , বুঝতে না পেরে বৃদ্ধের দিকে তাকিয়ে রইলেন ।
--- "আপনি ওনার সঙ্গে আছেন ?" বৃদ্ধাকে আবার জিজ্ঞেস করলেন চেকার । বৃদ্ধা ঘাড় নেড়ে হ্যাঁ বললেন ।
চেকার এবার দু'জনকে ফাইন করে, রসিদ লিখতে লিখতে ওঁদের নাম জিজ্ঞেস করলেন । বৃদ্ধ নিজের নাম বললেন ।
--- "আর ওনার নাম ?" বৃদ্ধার দিকে ইঙ্গিত করে জানতে চাইলেন চেকার ।
--- "জানিনা ।"
--- "মানে ! উনি তো আপনার সঙ্গেই আছেন । আপনার স্ত্রী , তাইতো ?"
---- "না । ওনাকে আমি চিনি না ।"
এই উত্তরে চেকার তো হতভম্ব হলেনই , আমরাও অবাক হয়ে গেলাম । এই কয়েক ঘণ্টার রাস্তা পেরিয়ে এসে, এটুকু সবার কাছে পরিষ্কার যে এঁরা স্বামী-স্ত্রী । আর সেখানে কিনা ভদ্রলোক , ভদ্রমহিলাকে চিনতেই পারছেন না ! এমনটাও হয় !
বাকি যাত্রীদের সাথে কথা বলে নিশ্চিত হওয়ার পর , চেকার ওই সম্পন্ন গৃহস্থটিকে তীব্র ভাষায় তিরস্কার করে বললেন
--- "শুধু টিকিটের দাম দিতে হবে বলে, এই বয়সে এসে সবার সামনে স্ত্রীকে অস্বীকার করলেন ! ছোটরা কী শিখবে ?"
আমাদের মুখে সত্যিই কথা সরছিল না ।


picture courtesy: gettyimages




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Don't forget to like, comment, share and subscribe to my Blog. Thank you.

কেরালার বৃহত্তম জিপলাইন adventure sport

  ### কেরালার বৃহত্তম জিপলাইন ভারতের দক্ষিণাঞ্চলের রাজ্য কেরালা, যার প্রাকৃতিক সৌন্দর্য ও বৈচিত্র্যময় পরিবেশ পর্যটকদের আকর্ষণ করে, সেখানে এ...