অপ্রিয় কথা
উত্তরপ্রদেশে জনবহুল স্থানে এবার দুর্গাপুজো নিষিদ্ধ হয়েছে । ঠিক হয়েছে । নবরাত্রি এবং রামলীলা নিষিদ্ধ হয়নি । ঠিক সিদ্ধান্ত হয়নি । তিনটেই জমায়েত , বাঙালিদের আলাদা করে উপেক্ষা করার কোনও প্রয়োজন ছিল না । রুপোর প্যান্ডেল আর সোনার অলঙ্কার ভূষিতা দুর্গা পুজো করা যতখানি সামাজিক অসভ্যতা , করোনা-কালে দুর্গা পুজো করা ততখানিই অন্যায় । এ কী উৎসবের সময় ? দুনিয়া জুড়ে করোনায় মৃত্যুমিছিল এখনও থামেনি । তদুপরি বিজ্ঞানীরা আশঙ্কা করছেন সংক্রমণের দ্বিতীয় ঢেউ আসছে দেশ-বিদেশে । এক আমেরিকান জনস্বাস্থ্য বিশারদ কটাক্ষ করে বলেছেন --- প্রথম ঢেউই গেল না এখনও , তো দ্বিতীয় ! সাম্রাজ্যবাদীদের কথা থাক , নিজেদের কথা ভাবি । বিদেশ থেকে উড়ান চলাচল উৎসবের মরসুমে আরও বাড়বে বলে খবর । সংক্রমণ থেমে থাকবে ? পুজোর এবং অন্যান্য উৎসবের আবেগকে নিয়ন্ত্রণ করা কার্যত অসম্ভব , যে কোনও মানুষ বোঝেন । অর্থনীতি নিয়ে ভাবার দায়িত্ব না হয় প্রাবন্ধিকদের দিলাম , এই মোচ্ছবের বাজারে করোনা আক্রান্ত হলে হাসপাতালে জায়গা পাব তো ? আশঙ্কা হচ্ছে, করোনা আক্রান্ত বাছতে এই সময় গাঁ উজাড় না হয়ে যায় । অলিম্পিক পিছিয়ে গেল , ফাঁকা স্টেডিয়ামে বড় টুর্নামেন্ট হচ্ছে , পুরসভা নির্বাচন না হয়ে , এতগুলি পুরসভা প্রশাসকমণ্ডলী দিয়ে চলছে এমনি এমনি ? স্কুল-কলেজ নভেম্বর অব্দি বন্ধ এমনি এমনি ? "যা দেবী সর্বভূতেষু সৃষ্টিরূপেণ সংস্থিতা" --- এই সেদিনই শুনলাম আবার । তা সেই সৃষ্টির অস্তিত্বই যখন সঙ্কটের মুখোমুখি , তখন দেবীর আবাহনের কী প্রয়োজন , তা আমার স্থূল বুদ্ধিতে বোধগম্য হলনা । আমরা সবথেকে খারাপ সম্ভাবনাটা ভাবতে চাইনা , কিন্তু অনেক সময় সেটাই সত্যি হয় । এমন হবে না তো , হাসপাতাল(সরকারি - বেসরকারি) , নার্সিংহোম থেকে ফিরে আসতে হচ্ছে , জায়গা নেই ? মাফ করবেন , আমি কিন্তু স্পষ্ট সিঁদুরে মেঘ দেখছি । এখনও আছে সময় , এবারের মত কঠোরভাবে এই বছরের শেষ পর্যন্ত সমস্ত উৎসব , জমায়েতের আয়োজন অবিলম্বে বন্ধ করা হোক । মতামত ব্যক্তিগত , বলা বাহুল্য ।
https://sankhamanigoswami.blogspot.com/2020/10/pub-9792609886530610.html

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Don't forget to like, comment, share and subscribe to my Blog. Thank you.