আজ সকালে কোন বাড়িতে যেন অমর পালের কণ্ঠে -- 'প্রভাত সময়ে শচীর আঙিনার মাঝে গৌর চাঁদ নাচিয়া বেড়ায় রে' বাজছিল । আমার অন্যতম প্রিয় গান এটি । আর এই গানের সঙ্গে জড়িয়ে আছে ছোটবেলার এক আদুরে অভিজ্ঞতা । আমি যখন খুব ছোট , আমাদের বাড়িতে কাঠের কাজ করতেন হ্যাঞ্চাক জ্যেঠু । করাত দিয়ে কাঠ কাটার সময় ওইরকম শব্দ হত বলে, শিশুসুলভ সরলতায় জ্যেঠুর এই অভিনব নামকরণ করেছিলাম ! যাইহোক , মানুষটির কীর্তনের গলা ছিল অপূর্ব । অমর পাল নয় , হ্যাঞ্চাক জ্যেঠুর গলাতেই কিছু কিছু কীর্তন গান আমার মনে স্থায়ী ছাপ রেখে গেছে । মানুষটি কাজ করতে করতেই গুনগুন করে গাইতেন । আমার ছোটবেলা থেকেই বাড়িতে যাঁরা আসতেন , তাঁদের সঙ্গে গল্প করার অভ্যেস । সেই ভাবেই গল্পের ছলে একদিন হ্যাঞ্চাক জ্যেঠুকে বলেছিলাম , তোমার গানের গলা দারুণ তো ! আর তারপর অনুরোধ করেছিলাম , এই গানটা গাইতে । ভীষণ খুশি হয়েছিলেন মানুষটি । তারপর যতদিন বেঁচেছিলেন , রোজ ভোরে এসে যে ঘরে আমরা শুতাম , সেই ঘরের পাশের রাস্তায় দাঁড়িয়ে, এই গান শুনিয়ে যেতেন । আমার ঘুম ভেঙে যেত । আধোতন্দ্রায় শুনতাম , বাবা কিংবা মা বলছেন ,--- "ওই যে হ্যাঞ্চাক জ্যেঠু এসেছেন, তোকে গান শোনাতে ।" সেই মিঠে গলায় প্রভাতী গান প্রতিদিন শোনা, সত্যিই এক স্বর্গীয় অভিজ্ঞতা । তোমার গলা ভুলিনি জ্যেঠু ।
https://sankhamanigoswami.blogspot.com/2020/10/%20pub-9792609886530610.html

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Don't forget to like, comment, share and subscribe to my Blog. Thank you.