এক আত্মীয় অসুস্থ । এ মাসেই তাঁকে দেখে এসেছেন 'এক টাকার ডাক্তার' । তাছাড়াও মায়ের কাছে ওঁর , কামদাকিঙ্কর মুখোপাধ্যায় , মুক্তি বন্দ্যোপাধ্যায় , প্রভাত মুখোপাধ্যায় , অমিত্রসূদন ভট্টাচার্য -এর মত মানুষদের গল্প শুনতে শুনতেই তো বড় হলাম । সেদিন কাগজে অমর্ত্য সেনের একটা ছবি দেখে মন ভরে গেল । প্রতীচীর নীচের বারান্দায় বসে কাগজ পড়ছেন , পাশেই তরকারি কুটছেন একজন মহিলা । স্বাভাবিক দৃশ্য , তবুও মনোযোগ দাবি করে ।
ছোট্ট একটা ঘটনা বলি ; অসলোতে অমর্ত্য সেন নোবেল পুরস্কার নেওয়ার ঠিক পরপর বোলপুরে গেছি । স্বাভাবিক ভাবেই সাইকেল নিয়ে প্রতীচীর আশেপাশে চক্কর কাটছি । ওঁকে দেখিনি , তবে ওঁর মা -কে দেখেছিলাম । দালান থেকে গেট পর্যন্ত মোরাম বিছনো রাস্তায় পায়চারি করছিলেন । পরিচিতজন এসে কুশল সংবাদ বিনিময় করছিলেন মাঝে মাঝে । তাঁদের মধ্যে বেশ কয়েকজন শ্রমজীবী সাঁওতাল রমণীও ছিলেন । ঘণ্টা খানেক দাঁড়িয়ে শুধু ওঁর কথা শুনছিলাম । বলে না দিলে বোঝা অসম্ভব উনি তখন সদ্য নোবেলজয়ীর মা । মনে দাগ কেটে গেছে সেই সকালটা ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Don't forget to like, comment, share and subscribe to my Blog. Thank you.