কলকাতার আনাচকানাচে সত্যিই চমক লুকিয়ে থাকে । অলিয়ঁস ফ্রসেঁ দেখব বলে একদিন আচার্য প্রফুল্লচন্দ্র রায় রোড ধরে হাঁটা শুরু করেছি এন আর এসের দিকের ফুটপাত ধরে । বেশ কিছুটা যাওয়ার পর 'ঋত্বিক' নামে একটি প্রতিষ্ঠানের অফিস পড়ল । তাদের সাইনবোর্ড দেখতে গিয়েই চোখ আটকে গেল প্রাচীন বাড়িটির গেটের নামফলকে । বড় বড় করে আলঙ্কারিকভাবে বাড়ির পুরনো মালিকের নাম লেখা ---- হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও । আবার বালিগঞ্জ স্টেশনে নেমে গড়িয়াহাট শপিং মলের(এ বি পি আনন্দের অফিস) ঠিক উল্টোদিকের বাড়িটির নাম 'ইন্দ্রজাল' । সহজেই অনুমেয় বাড়িটি কার ! এই জামির লেন দিয়েই সোওজা হাঁটতে হাঁটতে এমন একটি বাড়ি খুঁজে পেয়েছিলাম , যার কথা অনেকবার অনেক লেখকের কলমে পড়েছি । বাড়ির নাম 'কবিতা' । বু ব মানে বুদ্ধদেব বসু , প্রতিভা বসুর বাড়ি ।
শেষে একটি মজাদার অভিজ্ঞতা দিয়ে ইতি টানব । ২০০৯ সাল । লোকসভা নির্বাচনের প্রচার চলছে । শিয়ালদার কাছে সূর্য সেন স্ট্রিট দিয়ে হাঁটছি । হঠাৎ দেখি ওই কেন্দ্রের এক জাঁদরেল নেতার নামে গ্লো সাইন বোর্ডে তাঁকে ভোট দেওয়ার নিয়মমাফিক আর্জি । সৌজন্যে : 'ছদ্মরূপী সঙ্ঘ' ! তখন আমার মোবাইল ক্যামেরা ছিল না , থাকলে এই সুযোগ ছাড়তাম না !
https://sankhamanigoswami.blogspot.com/2020/10/pub-9792609886530610_17.html

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Don't forget to like, comment, share and subscribe to my Blog. Thank you.