রবিবার, ৪ অক্টোবর, ২০২০

মন

 

মন



বাড়িতে আগাছা পরিষ্কার করত নেপাল ভাই , বাড়ি তালমা মোড়ের কাছে দুপুরবেলার খাওয়াটা আমাদের বাড়িতেই সারত মা যা- দিন , ভাতের সঙ্গে নেপাল ভাইয়ের দু'টো জিনিস লাগবেই ---- এক খাবলা নুন আর গোটা তিনেক ঝাল লঙ্কা , যে দু'টোর কোনওটাই আমাদের খাওয়া অভ্যেস নেই আমি অবাক হতাম , জিজ্ঞেস করতাম এগুলো এত বেশি খাও কেন ? দীর্ঘদিন লেগে থাকার পরে একদিন নেপাল ভাই রহস্যটা ফাঁস করল ---- "খাবারে স্বাদ পাইনা বলে " পরের প্রশ্ন , "কেন পাও না ?" নেপাল ভাই আবার চুপ এবার মা-কে জিজ্ঞেস করলাম মা বললেন , "নিত্যনতুন পদ খাওয়ার ক্ষমতা ওদের নেই বাবা তাই এভাবে খাওয়া অভ্যেস হয়ে গেছে " জীবনের পাঠ নেওয়ার শুরুর সময় সেটা কথাটা মনে ধরেছিল



বছর দু'তিন আগের কথা সন্ধেবেলা পাশ দিয়ে গান করতে করতে খালি রিক্সা নিয়ে যাচ্ছেন একজন নচিকেতার 'নীলাঞ্জনা' দায়িত্ব নিয়ে বলছি, ভদ্রলোক কোনও গানের অনুষ্ঠানে গেলে বিরাট সুনাম কুড়োবেন রাস্তাতেই ওনাকে দাঁড় করালাম গান শুনলাম প্রাণভরে যাওয়ার সময় বলে গেলেন , "আমি শুধু নচিকেতার গান গাই দাদা ওনাকে গান শোনানোর খুব ইচ্ছে আছে " উনি চলে যাওয়ার পরে মনে হল , ইশ , ওনার গান যদি রেকর্ড করে রাখতাম ! ওনার গলা যন্ত্রে ধরে না রাখতে পারি , মনে রেখে দিয়েছি



সেদিন চটি ঠিক করছি স্টেশনের সামনে মুচির সঙ্গে গল্পও চলছে পাশ দিয়ে হুউশ করে একটা রয়াল এনফিল্ড গেল স্বভাব অনুযায়ী আমি যথারীতি রাজকীয় যানটির চরিত্র বিশ্লেষণ শুরু করলাম একটা তথ্যে ভুল ধরিয়ে দিয়ে মুচি বললেন , দেশে তাঁর ছেলের কাছেও জিনিস একটা আছে ছেলে ব্যবসা করে ব্যবসায়িক যোগাযোগ কাজে লাগিয়ে দিল্লি থেকে আনিয়েছে , দাম কমও পড়েছে হাজার চারেক আমি মন্ত্রমুগ্ধের মত তিরিশ টাকা এগিয়ে দিতেই বললেন ---- "আমি দুই পাটি সেলাই করার জন্য টাকাটা চেয়েছিলাম দিন , ওই পাটিটা দিন ! এত অন্যমনস্ক হলে চলবে বাবু ?"



বুঝতে শুরু করেছি , জীবনদার কাছে নাড়া বাঁধলে অনেক কিছু শেখা যায়

https://sankhamanigoswami.blogspot.com/2020/10/pub-9792609886530610_50.html


বাস্তব জীবনের কিছু গল্প

ভুল থেকে শিক্ষা


জীবন সুন্দর উক্তি


জীবন ও বাস্তবতা


জীবনের কিছু ভুল








 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Don't forget to like, comment, share and subscribe to my Blog. Thank you.

কেরালার বৃহত্তম জিপলাইন adventure sport

  ### কেরালার বৃহত্তম জিপলাইন ভারতের দক্ষিণাঞ্চলের রাজ্য কেরালা, যার প্রাকৃতিক সৌন্দর্য ও বৈচিত্র্যময় পরিবেশ পর্যটকদের আকর্ষণ করে, সেখানে এ...