শিয়ালদার তিন নম্বর প্ল্যাটফর্মে ঠাই নেওয়া বৃদ্ধার ডান পায়ের পাতার ক্ষতস্থানে পচন ধরেছে বলে মনে করছেন নেদারল্যান্ডস থেকে আগত যুবক আব্রাহাম । যথাসাধ্য শুশ্রূষাও করেছেন । পরামর্শ দিয়েছেন নিকটবর্তী কোনও হাসপাতালে যাওয়ার । তাঁর অবশ্য জানার কথা নয় , এই স্টেশন থেকেই বেরিয়ে আছে রেলের বি আর সিং হাসপাতাল এবং নীল রতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতাল । ২১ - ০১- ২০২০ সকাল ন'টা কুড়িতে মোবাইলে তোলা ছবি । স্টেশন চত্বরে ছবি তোলা আইনত নিষিদ্ধ । তৎসত্ত্বেও সামাজিক দায়বদ্ধতা থেকে এমন মানবিক , মর্মস্পর্শী ছবি সকলের সামনে তুলে ধরা উচিত বলে মনে হল ।
মানবিকতা ছবি
মানবতার ছবি
বিশ্ব মানবতার ছবি
মানবতার কিছু ছবি



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Don't forget to like, comment, share and subscribe to my Blog. Thank you.